তথ্য প্রযুক্তি

ফেসবুক ব্যবহার করতে মাসে ১২০০ টাকা ফি দেয়ার দাবিটি বিভ্রান্তিকর

প্রকাশ: ফেব্রুয়ারী ২৬, ২০২৩ ১২:৩৮ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, এখন থেকে ফেসবুক ব্যবহার করতে প্রতিমাসে ১২০০ টাকা খরচ করতে হবে। কোন তথ্যসূত্র ছাড়াই দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

স্তব্ধ বালক নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে একটি পোস্টে লেখা হয়,

ফেসবুকের প্রতিষ্ঠাতা এবার ঘোষণা করলো

ফেসবুক ব্যবহার কারীদের এখন থেকে প্রতিমাসে ১.৯৯ ডলার খরচ করতে হবে,যা বাংলাদেশি মুদ্রায় ১২০০ টাকার বেশি,,,,,,

বাংলাদেশে কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে,,,

এক্ষেত্রে আপনার মতামত কি,,,,,???

একই দাবিতে ফেসবুকে আরও কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে টিম চেক ফ্যাক্ট ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা কর্তৃক প্রকাশিত একটি ব্লগ পোস্ট খুঁজে পায়। ১৯ ফেব্রুয়ারি ২০২৩ Testing Meta Verified to Help Creators Establish Their Presence শিরোনামে প্রকাশিত সেই পোস্টের বাংলা অনুবাদ করলে দাঁড়ায়,     

মেটা কর্তৃপক্ষ ফেসবুক এবং ইন্সটাগ্রামের জন্য একটি সাবস্ক্রিপশন বান্ডেল চালু করতে যাচ্ছে যার ফলে, কোনো ব্যবহারকারী তার একাউন্টের প্রামাণ্য হিসেবে একটি ব্লু টিক নিজের একাউন্টে যুক্ত করতে পারবেন। মেটার তথ্যমতে, এটি শুধুমাত্র ভেরিফিকেশনই না। এর ফলে উক্ত ব্যবহারকারীর দৃশ্যমানতাও বাড়বে এবং এর সাথে অন্যান্য সুরক্ষা সেবাসহ যুক্ত থাকবে।

তবে এটি এখনো পরীক্ষাধীন আছে। শুরুতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এটি চালু হতে যাচ্ছে। সাধারণ ওয়েব ব্রাউজারের জন্য মাসিক ১১.৯৯ ইউএস ডলার এবং এন্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের জন্য ১৪.৯৯ ইউএস ডলার খরচে এই সুবিধাটি পাওয়া যাবে। পরবর্তীতে এটি বাকি দেশগুলোর জন্যও উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।

পাশাপাশি ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ফেসবুক এবং ইন্সটাগ্রামের জন্য মেটা ‘ব্লু টিক” ভেরিফিকেশন বিক্রি শুরু করতে যাচ্ছে। অর্থ্যাৎ, ফেসবুক ব্যবহারের জন্য নয় বরং একাউন্ট ভেরিফাইড করার জন্য অর্থের বিনিময়ে এই সুবিধা বিক্রি করবে তারা।

এছাড়া ২০ ফেব্রুয়ারি ২০২৩ দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত “Facebook and Instagram to get paid verification as Twitter charges for two-factor SMS authentication”- শিরোনামে একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

 

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, ফেসবুকে ভেরিফিকেশনসহ বিশেষ কিছু সুবিধা দিতে মেটা একটি সাবস্ক্রিপশন বান্ডেল চালু করতে যাচ্ছে। তবে সেটি এখনো বাংলাদেশের জন্য চালু হয়নি। অর্থাৎ ফেসবুক ব্যবহারের জন্য নয় বরং অর্থের বিনিময়ে একাউন্ট ভেরিফাইডসহ বিশেষ কিছু সুবিধা দিবে মেটা। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য ফেসবুক এখনও কোন ফি চালু করেনি। অর্থাৎ ফেসবুক ব্যবহার করতে প্রতিমাসে ১২০০ টাকা খরচ হবে দাবিতে প্রচারিত পোস্টগুলো ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।  

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

নকল নিউজকার্ডে চিত্রনায়িকা পূর্ণিমার নামে ভুয়া তথ্য
ডিসেম্বর ১২, ২০২৩ ১১:০৪ AM
গণমাধ্যমের সংবাদ বিকৃত করে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগ কর্মী আটকের গুজব
নভেম্বর ১৮, ২০২৩ ১১:৫৯ AM
মেসির হাতে ফিলিস্তিনের ছবি দাবিতে বিকৃত ছবি প্রচার
নভেম্বর ১৮, ২০২৩ ১১:১৮ AM
বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তারের গুজব
নভেম্বর ১১, ২০২৩ ১০:২৬ AM
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার দাবিতে ভাইরাল ছবিটি পুরোনো!
মে ২২, ২০২৩ ১১:২৯ AM
খসড়া নীতিমালায় নেই ‘আজ আমার মন খারাপ’ প্রসঙ্গ!
এপ্রিল ১৮, ২০২২ ০৫:২৪ AM
বাংলাদেশ সরকার পরিচালিত সেবা নম্বর ও সুবিধাসমূহ
মার্চ ২৮, ২০২২ ০৫:৫১ AM
ওয়ার্কপ্লেস বুলিং বা কর্মক্ষেত্রে হয়রানি কি?
মার্চ ২৭, ২০২২ ১১:২৮ AM