চিকিৎসা ও স্বাস্থ্য

সত্যিই কী লেবুর রস মিশ্রিত গরম পানি সেবনে ক্যান্সার নিরাময় হয়?

প্রকাশ: সেপ্টেম্বর ০৫, ২০২২ ০৫:০২ PM

লেবুর রস মিশ্রিত গরম পানি ক্যান্সারের কোষ ধ্বংস করতে পারে -এমন দাবিতে একটি পোস্ট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।  টিম চেক ফ্যাক্ট দেখেছে যে একই রকম পোষ্ট গত কয়েক বছর ধরে ভাইরাল হচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেইজে। ফলে বিষয়টির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

 

ভাইরাল তথ্যঃ

Md Yousuf Md Yousuf নামের একজন ফেসবুক ব্যবহারকারী কওমী ওলামা ব্যবসায়ী কাফেলা নামের একটি গ্রুপে চেন হোরিন নামে বেইজিং সামরিক হাসপাতালে কর্মরত একজন অধ্যাপকের বরাত দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাসে লেখেন,

গরম লেবু ক্যান্সার কোষ কে মেরে ফেলতে পারে এবং ক্যান্সার ও টিউমারের উপর গরম লেবুর রসের একটি কার্যকরী  প্রভাব  আছে।

গরম লেবু ক্যান্সার কোষ কে মেরে ফেলতে পারে এবং ক্যান্সার ও টিউমারের উপর গরম লেবুর রসের একটি কার্যকরী

এমন দাবিতে ফেসবুকে আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের শুরুতেই ক্যান্সারের মত একটি মারাত্মক রোগের চিকিৎসা শুধু লেবু মিশ্রিত গরম পানিতেই সম্ভব কিনা সে বিষয়ে জানতে তথ্য উপাত্ত সংগ্রহ করে টিম চেক ফ্যাক্ট। এক্ষেত্রে গুগলের কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনেক খুঁটিনাটি তথ্য সামনে আসে।

ভাইরাল হওয়া পোস্টে বেইজিং সামরিক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিচয়ে চেন হোরিন (Chen Horin) নামে একজন অধ্যাপকের বরাত দেয়া হয়েছে। তবে চেন হোরিন নামে আসলেই কোন অধ্যাপক আছেন কিনা তা খুঁজে দেখার চেষ্টা করা হয়েছে। কিন্তু উক্ত নামের বানান দিয়ে কয়েকভাবে কী-ওয়ার্ড সার্চ করলেও এমন নামে চীনের কোন অধ্যাপকের সন্ধান পাওয়া যায়নি।

তবে বেইজিং সামরিক হাসপাতালের ওয়েবসাইটে Chen Huiren নামে (Horin নয়) একজন অধ্যাপকের সন্ধান পাওয়া গেছে। তাকে উক্ত ওয়েবসাইটে প্রধান চিকিৎসক হিসেবে উল্লেখ করা হয়েছে।

Chen Huiren

অধ্যাপক Chen Huiren ২০১৮ সালে চীনা গণমাধ্যম Beijing Youth Daily'কে লেবুর রসে ক্যান্সার নিরাময় বিষয়ে একটি সাক্ষাৎকার দেন। মার্চের ১৪ তারিখে প্রকাশিত সাক্ষাৎকারের শিরোনাম হচ্ছে,  

Can hot lemon kill cancer cells? The experts in the rumors personally refute the rumors অর্থাৎ গরম লেবু কি ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে? এই রিউমারে যে বিশেষজ্ঞের বরাত দেয়া হয়েছে তিনি নিজেই তা খন্ডন করেছেন  

সাক্ষাৎকারে চেন হুইরেন বলেন,  

''লেবুর রস মিশ্রিত গরম পানি ক্যান্সারের সেল ধংস করে বলে লেখা অনলাইন আর্টিকেলটি আমার নাম ব্যবহার করে অন্য কেউ লিখেছে এবং ওই নিবন্ধে আমার বলে যে ছবি ব্যবহার করা হয়েছে সেটিও আমার নয় দয়া করে এগুলো বিশ্বাস করবেন না''

তিনি আরও যুক্ত করেন,

''মূলত আমার কাজের ক্ষেত্র হলো হেমাটোলোজি ক্যান্সার প্রতিরোধক খাবারের ওপর আমি কোনো গবেষণা করিনি এবং WeChat- বা ইন্টারনেটে কোথাও আমি ক্যান্সার প্রতিরোধক খাবার নিয়ে কোনো প্রবন্ধও লেখিনি''

চেন হুইরেন এটিও নিশ্চিত করে বলেছেন, চীনা ওয়েবসাইট Weibo-তে একটি নিবন্ধে তার ভুয়া নাম ব্যবহার করা হয়। তার স্বাক্ষর এবং হাসপাতালের স্ট্যাম্পসহ উক্ত বক্তব্যটি প্রকাশ করা হয়।

Beijing Youth Daily তে প্রকাশিত খবরটির ই-পেপার লিংক দেখুন এখানে

Can hot lemon kill cancer cells? The experts in the rumors personally refute the rumors

পরবর্তীতে লেবুর জলে সত্যিই ক্যান্সার নিরাময় হয় কিনা এই বিষয়ে কোন বিশ্বাসযোগ্য সূত্র খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট। তবে তথ্যানুসন্ধানে জানা যায়, এবিষয়ে বিশ্বজুড়ে অনেক রিসার্চ করা হয়েছে।

যুক্তরাজ্যের ক্যান্সার রিসার্সের একটি রিপোর্টে বলা হয়েছে, সাইট্রাস ফলের ক্যান্সার প্রতিরোধী কিছু গুণ থাকলেও এটা ক্যান্সার সারাতে পারে এর কোন প্রমাণ নেই।

, সাইট্রাস ফলের ক্যান্সার প্রতিরোধী কিছু গুণ থাকলেও এটা ক্যান্সার সারাতে পারে এর কোন প্রমাণ নেই

ন্যাশনাল সেন্টার ফর হেলথ রিসার্সেও “লেবু ক্যান্সার থেকে বাঁচাতে পারে কিনা” শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করেছে। উক্ত রিপোর্ট থেকে জানা যায় কিছু গবেষণায় দেখা গেছে সাইট্রাস ফলে প্রাকৃতিকভাবে কিছু ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যেমন মডিফাইড সাইট্রাস প্রাক্টিন এবং লেমোনয়েডস। কিন্তু এগুলো কখনো মানুষের উপর প্রয়োগ করা হয়নি।

লেবু ক্যান্সার থেকে বাঁচাতে পারে কিনা

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, লেবুর রস মিশ্রিত গরম পানি পানে ক্যান্সার নিরাময় হয় দাবিতে যে পোস্ট ভাইরাল হয়েছে তা সত্য নয়।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

ঋতুস্রাবকালীন কিছু খাবার এবং নিয়ম মেনে চলা নিয়ে ফেসবুকে ভাইরাল পোস্টের দাবিগুলো মিথ্যা
জুলাই ২০, ২০২২ ০৮:৩১ AM
মাংকিপক্সঃ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের গুজব
মে ৩১, ২০২২ ০৮:১২ AM
চট্টগ্রামে একসাথে সাত সন্তান জন্মদানের দাবিটি সত্য নয়
মে ২৯, ২০২২ ০৮:১৪ AM
মেয়েদের সতীচ্ছেদ পর্দা নিয়ে ভাইরাল পোস্টের দাবি কি সঠিক?
মে ১৫, ২০২২ ১১:৪২ AM
আঙুল ও কানে রক্তপাত ঘটিয়ে সত্যিই স্ট্রোক প্রতিরোধ সম্ভব?
এপ্রিল ২৮, ২০২২ ০৮:২৮ AM
আঙুল ও কানে রক্তপাত ঘটিয়ে সত্যিই স্ট্রোক প্রতিরোধ সম্ভব?
এপ্রিল ২৮, ২০২২ ০৮:২৮ AM
ডিওডোরান্ট ব্যবহারে স্তন ক্যান্সার হতে পারে!
এপ্রিল ২৭, ২০২২ ০৮:৩১ AM
রোজা নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার?
এপ্রিল ২৫, ২০২২ ০৯:২৫ AM