চিকিৎসা ও স্বাস্থ্য

চট্টগ্রামে একসাথে সাত সন্তান জন্মদানের দাবিটি সত্য নয়

প্রকাশ: মে ২৯, ২০২২ ০৮:১৪ AM

সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারীতে এক নারীর একসাথে সাত সন্তান জন্মদানের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এমন দাবিতে বেশ কিছু পোস্ট সামনে আসার পর সংবাদটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধান চালায় টিম চেক ফ্যাক্ট।      

ভাইরাল তথ্যঃ

মে ২৭, ২০২২ তারিখে Mr. Antar নামের একটি ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে উল্লেখ করা হয়, চট্টগ্রাম হাটহাজারী এক মায়ের সাতজন বাচ্চা জন্ম, আলহামদুলিল্লাহ্ মা ও শিশুরা সবাই সুস্থ আছেন।

পোস্টটিতে ১২ হাজার রিয়েক্ট করা হয়েছে, ৩ হাজার কমেন্ট করা হয়েছে এবং শেয়ার করা হয়েছে ২৬ হাজার বারের বেশি। 

চট্টগ্রাম হাটহাজারী এক মায়ের সাতজন বাচ্চা জন্ম

তাছাড়া হাঃ তাওহিদুল ইসলাম সোহাগ নামের অন্য আরেকটি ফেসবুক আইডি থেকে একই বিষয়ে দেয়া একটি পোস্টে উল্লেখ করা হয়,  

মালিক যাকে চান থাকে এভাবেই দেন - সুবহানাল্লাহ -আলহামদুলিল্লাহ -আল্লাহু আকবার 🕋

চট্টগ্রাম হাটহাজারীতে সাতজন বাচ্চা জন্ম দিয়েছে এক মা সবাই সুস্থ আছে -আলহামদুলিল্লাহ

মালিক বাংলার প্রতিটি মায়ের কুলে এমন সন্তান দান করো যে সন্তান দেখার পড়- মা ১০ মাস কষ্ট করেছিলো

সে কষ্ট যেনো ভুলে যায়

সাতজন বাচ্চা জন্ম দিয়েছে এক মা

এরকম আরও পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের শুরুতেই সাত নবজাতকের ভাইরাল ছবিটি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করলে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী পত্রিকার ২৭ মে, ২০২২ তারিখের একটি নিউজ সামনে আসে।   

উক্ত নিউজে ভাইরাল হওয়া ছবিসহ এক প্রতিবেদনের শিরোনামে উল্লেখ করা হয়,    

সিজার নয়, ১২ ঘণ্টায় ৬ প্রসূতির নরমাল ডেলিভারিঃ

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সিজার নয়, ১২ ঘণ্টায় ৬ প্রসূতির নরমাল ডেলিভারি

তাছাড়া প্রতিবেদনের বিস্তারিত অংশে উল্লেখ করা হয়েছে,

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ ঘণ্টায় ছয়টি নরমাল ডেলিভারি ও অস্ত্রোপচারের মাধ্যমে একটি সিজারিয়ান সেকশন সম্পন্ন হয়েছে। অপারেশন ও নরমাল ডেলিভারিতে মা ও নবজাতকরা সুস্থ আছেন। গত বুধবার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত এ ছয়টি নরমাল ডেলিভারি করা হয়েছে।

পরবর্তীতে উক্ত প্রতিবেদনের শিরোনামের সূত্র ধরে গুগলে কী-ওয়ার্ড সার্চ করলে Upazila Health Complex, Hathazari, Chattogram, Bangladesh নামের ফেসবুক পেজ থেকে গত মে ২৬, ২০২২ তারিখে প্রকাশিত একটি ফেসবুক পোস্ট সামনে আসে। ভাইরাল ছবিসহ সেই পোস্টে মূল ঘটনাটির বিস্তারিত বর্ণনা পাওয়া যায়।  Upazila Health Complex, Hathazari, Chattogram, Bangladesh

পোস্টে উল্লেখ করা হয়,  

চট্টগ্রামের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৫ মে বুধবার সন্ধ্যা ০৬ ঘটিকা থেকে পরবর্তী দিন ২৬ মে সকাল ০৬ ঘটিকা পর্যন্ত ১২ ঘন্টার মধ্যে ৬টি আলাদা নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয় এবং অস্ত্রোপচারের মাধ্যমে একটি সিজারিয়ান ডেলিভারি সম্পন্ন হয়। উক্ত ঘটনায় ৭টি শিশুকে একত্রিত করে ধারণকৃত একটি ছবি সংযুক্ত করে চট্টগ্রামে একজন মা সাতজন বাচ্চা জন্ম দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

তাছাড়া মে ২৮, ২০২২ তারিখে সময় টিভির এক অনলাইন প্রতিবেদনেও বিষয়টি সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়।    

১২ ঘণ্টার ব্যবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে ছয় নবজাতক প্রসব

সময় টিভির প্রতিবেদনটির বিস্তারিত অংশে উল্লেখ করা আছে,  

সারা দেশের হাসপাতালগুলোতে যখন সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের হিড়িক, ঠিক সেই বাস্তবতায় দাঁড়িয়ে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে ছয় নবজাতক প্রসব করিয়ে তাক লাগিয়েছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারীতে এক মায়ের একসাথে সাত সন্তান জন্ম দানের যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা সত্য নয়। মূলত চট্টগ্রামের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ ঘন্টার মধ্যে ৬টি নরমাল ডেলিভারির ঘটনায় ধারণকৃত ছবি ব্যবহার করে চট্টগ্রামে একজন মা একসাথে সাতটি বাচ্চা জন্ম দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কী লেবুর রস মিশ্রিত গরম পানি সেবনে ক্যান্সার নিরাময় হয়?
সেপ্টেম্বর ০৫, ২০২২ ০৫:০২ PM
ঋতুস্রাবকালীন কিছু খাবার এবং নিয়ম মেনে চলা নিয়ে ফেসবুকে ভাইরাল পোস্টের দাবিগুলো মিথ্যা
জুলাই ২০, ২০২২ ০৮:৩১ AM
মাংকিপক্সঃ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের গুজব
মে ৩১, ২০২২ ০৮:১২ AM
মেয়েদের সতীচ্ছেদ পর্দা নিয়ে ভাইরাল পোস্টের দাবি কি সঠিক?
মে ১৫, ২০২২ ১১:৪২ AM
আঙুল ও কানে রক্তপাত ঘটিয়ে সত্যিই স্ট্রোক প্রতিরোধ সম্ভব?
এপ্রিল ২৮, ২০২২ ০৮:২৮ AM
আঙুল ও কানে রক্তপাত ঘটিয়ে সত্যিই স্ট্রোক প্রতিরোধ সম্ভব?
এপ্রিল ২৮, ২০২২ ০৮:২৮ AM
ডিওডোরান্ট ব্যবহারে স্তন ক্যান্সার হতে পারে!
এপ্রিল ২৭, ২০২২ ০৮:৩১ AM
রোজা নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার?
এপ্রিল ২৫, ২০২২ ০৯:২৫ AM