তথ্য প্রযুক্তি

ফেসবুক একাউন্ট নিরাপদ রাখবেন যেভাবে

প্রকাশ: মার্চ ২৭, ২০২২ ১০:৩৪ AM

প্রযুক্তির উৎকর্ষের যুগে মানুষের নিত্য সঙ্গী হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফেসবুক। বিশ্বজুড়ে ফেসবুকের ব্যবহারকারি ২৫০ কোটিরও বেশি মানুষ। বিভিন্ন প্রয়োজনে ফেসবুক জনপ্রিয় হয়েছে ব্যবহারকারীদের কাছে। ফেসবুক একাউন্ট হ্যাক হওয়া অথবা একাউন্টের নিয়ন্ত্রণ হারানো ব্যাবহারকারিদের প্রধান সমস্যাগুলোর একটি। একাউন্ট হ্যাক হওয়ার মধ্য দিয়ে অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হওয়া একেবারেই স্বাভাবিক ঘটনা যা ব্যবহারকারির জন্য বিব্রতকর।এজন্য টিম চেক ফ্যাক্ট চেষ্টা করেছে ফেসবুক একাউন্টের নিরাপত্তার জন্য করণীয় গুলো আপনাদের কিছুটা জানানোর। আসুন জেনে নেই ফেসবুক একাউন্টের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত। কিছু ছোটখাটো কৌশল অবলম্বন করে আপনি নিজেই আপনার ফেসবুক একাউন্ট নিরাপদ রাখতে পারেন ।

শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন

ফেসবুক একাউন্ট নিরাপদ রাখতে শক্তিশালী (strong) পাসওয়ার্ড তৈরী করার বিকল্প নেই। পাসওয়ার্ড নির্বাচনের সময় বিশেষ চিহ্ন, প্রতীক সমন্বয় করে পাসওয়ার্ড তৈরীর পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। (যেমন 97^40@%ML)। ফেসবুকের পাসওয়ার্ড অন্য কোনো একাউন্ট কিংবা ওয়েবসাইটে ব্যবহার করা থেকে বিরত থাকুন। ফেসবুক পাসওয়ার্ড কখনো অন্য কারো সাথে শেয়ার করবেন না। পাসওয়ার্ড কোথাও লিখে রাখার পরিবর্তে মুখস্থ রাখার চেষ্টা করুন।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখুন

অপরিচিত কোন ডিভাইসে লগইন করে থাকলে কাজ শেষে অবশ্যই লগ আউট করুন। অপরিচিত ডিভাইসে লগইন করার ক্ষেত্রে সেভ পাসওয়ার্ড দিবেন না। লগ আউট করতে ভুলে গেলে অন্য ডিভাইসে ফেসবুকে লগইন করে সিকিউরিটি এন্ড লগইন সেটিং এ গিয়ে দেখতে পাবেন, সর্বশেষ কোথায় লগইন করেছিলেন। সেখানে ডিভাইস সনাক্ত করে লগ আউট করে দিতে পারেন।

সন্দেহজনক লিংক ক্লিক করায় সতর্ক থাকুন

 ঘনিষ্ঠ কোন বন্ধু বা ফেসবুক বন্ধুর কাছ থেকে অস্বাভাবিক কোন ইমেইল, মেসেঞ্জার বার্তা, অথবা লিংক পেয়ে থাকলে আপনার উচিত হবে এধরনের লিংকে ক্লিক না করা। লিংক ওপেন করার প্রয়োজন মনে করলে সেটা কপি করে ফেসবুক থেকে বের হয়ে অন্য কোনো ব্রাউজার দিয়ে ওপেন করুন। যেমন কেউ হয়তো আপনাকে লিখেছে যে, সে কোথাও বেড়াতে গিয়ে বিপদে পড়েছে অথবা আপনার মেসেঞ্জারে এমন কোনো লিংক পাঠিয়েছে, যা হয়তো পাঠানোর কথা ছিলো না। এরকম কিছু দেখলে তাকে আলাদাভাবে একাউন্টে নক করে অথবা মেসেজ পাঠিয়ে জিজ্ঞেস করতে পারেন। এমন সন্দেহজনক কিছু দেখলে রিপোর্ট করার পরামর্শ দিয়েছে ফেসবুক।

লগইন এপ্রুভাল চালু করুন

 

এতে কেউ আপনার পাসওয়ার্ড জানতে পারলেও লগইন করতে পারবে না কারণ লগইন করার সাথে সাথে আপনার মোবাইলে কনফার্মেশন কোড পাঠাবে ফেসবুক। কোড সাবমিট না করা পর্যন্ত লগইন হবে না। যদি মনে হয় অন্য কেউ আপনার একাউন্টে লগইন করার চেষ্টা চালাচ্ছে তাহলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন।

থার্ড পার্টি এপ্লিকেশন ব্যবহারে সতর্ক থাকুন

 ফেসবুকে আরো মজা এবং আরামদায়ক করার জন্য তৃতীয় পক্ষের অ্যাপস এর অভাব নেই। কিন্তু এখন হ্যাকাররা এগুলোকে ব্যবহার করে তাদের হ্যাকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কখনো এ ধরনের অ্যাপ ব্যবহার করে থাকলে ব্যবহার শেষে সেগুলো কে remove/disable করে দিন। যেসব অ্যাপস আপনি ব্যবহার করছেন না অ্যাপস সেটিং থেকে সেগুলোকে disable করে দিন।

যেখানে সেখানে পাবলিক ওয়াইফাইতে কানেক্ট হওয়া থেকে সতর্কতা অবলম্বন করুন। প্রয়োজন শেষ হলে ওয়াইফাই অথবা মোবাইল ডাটা বন্ধ রাখুন। নির্দিষ্ট সময় পর ব্রাউজার হিস্টোরি, ক্যাশ মেমোরি ক্লিন করুন (প্রতি মাসে একবার করতে পারেন)। অচেনা কাউকে ফেসবুকে ফ্রেন্ড করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। প্রতি ছয় মাসে একবার পাসওয়ার্ড পরিবর্তন করুন। কোনো অস্বাভাবিক এক্টিভিটি দেখলে রিপোর্ট করুন

টিম চেক ফ্যাক্ট চেষ্টা করেছে ফেসবুক একাউন্ট হ্যাক থেকে নিজের আইডি রক্ষার নিয়ামবলী সকলকে জানাতে। আইডি সুরক্ষিত রাখুন, নিজেকে বিপদমুক্ত রাখুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

নকল নিউজকার্ডে চিত্রনায়িকা পূর্ণিমার নামে ভুয়া তথ্য
ডিসেম্বর ১২, ২০২৩ ১১:০৪ AM
গণমাধ্যমের সংবাদ বিকৃত করে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগ কর্মী আটকের গুজব
নভেম্বর ১৮, ২০২৩ ১১:৫৯ AM
মেসির হাতে ফিলিস্তিনের ছবি দাবিতে বিকৃত ছবি প্রচার
নভেম্বর ১৮, ২০২৩ ১১:১৮ AM
বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তারের গুজব
নভেম্বর ১১, ২০২৩ ১০:২৬ AM
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার দাবিতে ভাইরাল ছবিটি পুরোনো!
মে ২২, ২০২৩ ১১:২৯ AM
ফেসবুক ব্যবহার করতে মাসে ১২০০ টাকা ফি দেয়ার দাবিটি বিভ্রান্তিকর
ফেব্রুয়ারী ২৬, ২০২৩ ১২:৩৮ PM
খসড়া নীতিমালায় নেই ‘আজ আমার মন খারাপ’ প্রসঙ্গ!
এপ্রিল ১৮, ২০২২ ০৫:২৪ AM
বাংলাদেশ সরকার পরিচালিত সেবা নম্বর ও সুবিধাসমূহ
মার্চ ২৮, ২০২২ ০৫:৫১ AM