তথ্য প্রযুক্তি

করোনার জন্য সকল শিক্ষার্থীদের ৪২০০ টাকা করে উপবৃত্তির বিষয়টি কতোটুকু সত্য?

প্রকাশ: মার্চ ২৭, ২০২২ ০৫:৪৯ AM

করোনাকালীন বিপর্যস্ত সময়ের জন্য সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হচ্ছে মর্মে একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর এই সংবাদটি আরো ব্যাপক আকারে ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা যায়। এই সংবাদের সত্যতা যাচাই এবং বিস্তারিত জানতে ফ্যাক্ট চেকার টিম অনুসন্ধানে নামে। আসুন দেখে নেয়া যাক অনুসন্ধানে মূলত কি পাওয়া গেল।

ভাইরাল সংবাদঃ

প্রিয় শিক্ষার্থী, Corona Virus (Covid-19)এর কারণে তোমাদের উপবৃত্তির ৪২০০ টাকা দেওয়া হচ্ছে । টাকা গ্রহনের জন্য নিম্নোক্ত শিক্ষাবোর্ডের নম্বরে যোগাযোগ করুন সম্প্রতি এই শিরোনামে বিভিন্ন শিক্ষার্থীদের ফোনে ক্ষুদেবার্তা প্রদান করা হচ্ছে এবং টাকা পাওয়ার জন্য শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে এক বিশেষ নাম্বারে যোগাযোগ করতে বলা হচ্ছে। Nafiza Sultana Dina নামক আইডি থেকে উপবৃত্তির ম্যাসেজ এর একটি ছবি দিয়ে এর সত্যতা জানতে চাওয়া হয়?

ফেসবুকে এরকম কিছু পোষ্ট দেখুন এখানে, এখানে

ফ্যাক্ট চেকার অনুসন্ধানঃ  

অনুসন্ধানের প্রথমে কি ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে আমরা নিম্নোক্ত শিরোনামের একটি সংবাদ পাই। করোনার বিশেষ উপবৃত্তি বিষয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী! জাতীয় গণমাধ্যম সময় টিভি নিউজের জানুয়ারি ৮ তারিখের প্রতিবেদন এটি। যেখানে মাননীয় শিক্ষামন্ত্রী ভিডিও বার্তায় বলেন করোনাকালীন কোন আলাদাভাবে বিশেষ উপবৃত্তির ব্যবস্থা নেই। উপবৃত্তি প্রদানের স্বাভাবিক নিয়মেই উপবৃত্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি এরকম প্রতারণার ফাঁদে পা না দেওয়ার সতর্কও করেন।

এছাড়া BD Education News 24H নামক ফেসবুক পেজ ও এই উপবৃত্তির অভিযোগ নিয়ে একটি প্রতিবেদনে শিক্ষা মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তার সাক্ষাৎকার প্রকাশ করে যেখানে তিনি এরকম কোন উপবৃত্তি দেওয়া হচ্ছে না বলে দাবি করেন, পাশাপাশি এরকম প্রতারণার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান।  

পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এর ওয়েবসাইট , জাতীয় দৈনিক ও মূলধারার গণমাধ্যমে এই উপবৃত্তি সংশ্লিষ্ট কোন বিজ্ঞপ্তি বা সংবাদ খুঁজে পাওয়া যায় নি।

মূলত, মোবাইল ফোনে বিভিন্ন নাম্বার থেকে এ ধরণের মেসেজ দিয়ে বলা হচ্ছে করোনার কারণে ছেলেমেয়েদের উপবৃত্তি/ বৃত্তি/ শিক্ষাবৃত্তি দেওয়া হবে। তাতে একটি ফোন নাম্বার দেওয়া থাকে এবং বৃত্তির টাকা উত্তোলনের জন্য খরচ বাবদ অগ্রিম টাকা চাওয়া হচ্ছে।  আবার অনেকের কাছে ভিকটিমের মোবাইল থেকে ওটিপি কোড চাচ্ছে যে এর  মাধ্যমে তারা তাকে টাকা পেমেন্ট করবে। অনেকেই না বুঝে সেই কোড নাম্বারটি দিয়ে দিচ্ছে যার কারণে তার মোবাইলের আর্থিক লেনদেন অ্যাকাউন্টটি সম্পূর্ণ তাদের আওতাধীন হয়ে যাচ্ছে। যার ফলে পরবর্তীতে যেকোনো প্রকার টাকা ঐ অ্যাকাউন্টে গেলে তারা সেটা তাদের নিজেদের মত তুলতে পারবে।

শিক্ষাবোর্ড সবসময় স্কুল/ কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে বৃত্তি/ উপবৃত্তি দিয়ে থাকে। বোর্ড থেকে কখনও সরাসরি আপনার নাম্বারে এ ধরনের ফোন কল বা মেসেজ করে টাকা দেওয়ার কথা বলবে না। সুতরাং এ ধরনের মেসেজ বা ফোনকল পেলে বুঝতে হবে এরা প্রতারক চক্র। তাই এসব ফোনকল / মেসেজ এড়িয়ে চলাই শ্রেয়।

তাই অনেকের ফোনে ৪২০০ টাকা শিক্ষা উপবৃত্তির যে ক্ষুদে বার্তাটি পাঠানো হচ্ছে তা সম্পূর্ণ প্রতারণামূলক। ফ্যাক্ট চেকার এর অনুসন্ধানে এর কোন সত্যতা খুঁজে পাওয়া যায় নি। তাই সত্য জানুন তারপর প্রচার করুন।

 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

নকল নিউজকার্ডে চিত্রনায়িকা পূর্ণিমার নামে ভুয়া তথ্য
ডিসেম্বর ১২, ২০২৩ ১১:০৪ AM
গণমাধ্যমের সংবাদ বিকৃত করে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগ কর্মী আটকের গুজব
নভেম্বর ১৮, ২০২৩ ১১:৫৯ AM
মেসির হাতে ফিলিস্তিনের ছবি দাবিতে বিকৃত ছবি প্রচার
নভেম্বর ১৮, ২০২৩ ১১:১৮ AM
বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তারের গুজব
নভেম্বর ১১, ২০২৩ ১০:২৬ AM
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার দাবিতে ভাইরাল ছবিটি পুরোনো!
মে ২২, ২০২৩ ১১:২৯ AM
ফেসবুক ব্যবহার করতে মাসে ১২০০ টাকা ফি দেয়ার দাবিটি বিভ্রান্তিকর
ফেব্রুয়ারী ২৬, ২০২৩ ১২:৩৮ PM
খসড়া নীতিমালায় নেই ‘আজ আমার মন খারাপ’ প্রসঙ্গ!
এপ্রিল ১৮, ২০২২ ০৫:২৪ AM
বাংলাদেশ সরকার পরিচালিত সেবা নম্বর ও সুবিধাসমূহ
মার্চ ২৮, ২০২২ ০৫:৫১ AM