তথ্য প্রযুক্তি

ডিপফেক প্রযুক্তি দ্বারা কি সত্যিই ভিডিও বানানো সম্ভব?

প্রকাশ: মার্চ ২৭, ২০২২ ০৫:৩৪ AM

গত এক বছরে অনলাইনে বহুল আলোচিত বিষয় হচ্ছে ডিপফেক ভিডিও। রাজনৈতিক ব্যক্তিবর্গের বিবৃতি, বিদেশী নায়ক-নায়িকা ও সেলিব্রিটিদের অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে অনলাইনে হচ্ছে অনেক আলোচনা ও সমালোচনা। আশংকা আছে, নেতিবাচক ব্যবহারের উদ্দেশ্য থাকলে উক্ত প্রযুক্তির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনেও অনেক কিছু করা সম্ভব। সম্প্রতি বাংলাদেশের বহুল প্রচারিত গণমাধ্যমের একজন প্রথিতযশা নারী সাংবাদিককে নিয়ে শুরু হয়েছে অনলাইনে তোলপাড়। টিম ফাক্ট চেকার ডিপফেক ভিডিও প্রযুক্তির আদ্যোপান্ত জানতে তথ্য ও উপাত্ত সংগ্রহ করা শুরু করে। আসুন বিস্তারিত অংশে জেনে নেই এই প্রযুক্তির খুঁটিনাটি।

ডিপফেক কি?

ফটোশপ ও  অন্যান্য কিছু সফটওয়্যার আসার পর থেকে ইচ্ছামতো ও নিখুঁতভাবে নকল ছবি তৈরি করা যায়। তবে নকল ভিডিও বানানো অতটা সহজ ছিল না। ছবিতে একজনের মাথা কেটে অন্য জায়গায় বসানো যতটা সহজ, ভিডিওর ক্ষেত্রে তা ততটা সহজ নয়। কারণ মানুষের গলার আওয়াজ, অভিব্যক্তি, তাকানোর ধরণ ইত্যাদি হুবহু নকল করা যেত না। এটি অসম্ভব ছিল একটি নতুন প্রযুক্তি আসার আগ পর্যন্ত।

নকল ভিডিও বানানোর এই প্রযুক্তির নাম ডিপফেক বা ডিপফেক টেকনোলজি। এই প্রযুক্তি ব্যবহার করে যেকোনো মানুষের হুবহু নকল ভিডিও বানানো সম্ভব। মেশিন লার্নিংয়ের প্রয়োগ ঘটানোর মাধ্যমে দিন দিন এই অভিশপ্ত প্রযুক্তিটি আরো নিখুঁতভাবে নকল ভিডিও তৈরি করতে সক্ষম হচ্ছে।

ডিপফেক কিভাবে কাজ করে?

ডিপফেক (Deepfake) নামটির মাঝেই এর তথ্য নিহিত রয়েছে। ডিপ (Deep) মানে গভীর এবং ফেক (Fake) মানে নকল। অর্থাৎ ডিপফেক বলতে বোঝায় যা গভীর বা সূচারুভাবে নকল করা হয়েছে। আপাতদৃষ্টিতে উক্ত ভিডিও বা অডিও দেখতে আসল মনে হলেও সেটা মোটেই আসল নয়।

মেশিন লার্নিং হলো ডিপফেক ভিডিও বানানোর প্রধান অস্ত্র। মেশিন লার্নিংয়ের একটি অংশ হচ্ছে "জেনারেল অ্যাডভারসেরিয়াল নেটওয়ার্ক" (GAN)। যার মাধ্যমে সর্বপ্রথম একজন মানুষের বিভিন্নরকম অভিব্যক্তির অসংখ্য ছবি সংগ্রহ করা হয়। তারপর উক্ত ছবিগুলো মেশিন লার্নিংয়ের মাধ্যমে প্রক্রিয়াকরণের মাধ্যমে তার চেহারার সকল প্রকার অভিব্যক্তির একটি সিমুলেশন তৈরি করা যায়। আর্টিফিশিয়াল টেকনোলজি বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির ফলে ব্যক্তির কন্ঠস্বরও হুবুহু নকল করা যায়। তারপর এসব ভিডিও ও অডিও প্রক্রিয়া করে এমন একটি নকল ভিডিও তৈরি করা হয় প্রায় অসম্ভব।

ডিপফেক ভিডিও খালি চোখে শনাক্তকরণ সম্ভব হয়না কেন?

আমরা প্রায়শই ডিপফেক ভিডিও দেখে খালি চোখে শনাক্ত করতে পারিনা। কারণ মানুষের দৃষ্টিসীমার পর্যায়কাল ০.১ সেকেন্ড। অর্থাৎ ১০০ মিলি সেকেন্ডের কম সময়ে ঘটে যাওয়া কোনো দৃশ্য মানুষের চোখে বাঁধবে না। আর্টিফিশিয়াল টেকনোলজির মাধ্যমে বানানো ভিডিওতে বিভিন্ন রকম রূপান্তর ঘটে যায় এর থেকেও কম সময়ের মধ্যে। তাই খালি চোখের পক্ষে সত্য-অসত্য যাচাই করা সম্ভবপর নয়।

যাদের উদ্দেশ্য করা হয়ঃ

এই প্রযুক্তিতে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয় রাজনীতিবিদ ও বিভিন্ন নায়ক-নায়িকা সহ সেলিব্রিটিরা। এর মূল কারণ তাদের নানা ভিডিও, ছবি খুবই সহজে ইন্টারনেটে পাওয়া যায়। তাই তারাই প্রথমে এই ক্ষতিকর প্রযুক্তির শিকার হয়।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা রকম বক্তব্যের জন্য তিনি অনেক আগে থেকেই খুব জনপ্রিয়। ২০১৮ সালের মে মাসে তার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি বেলজিয়ামের নাগরিকদের সেই দেশের জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে উপদেশ দিয়েছেন। এই ভিডিওতে তার মুখের ভাষা ছিল খুব খারাপ। বেলজিয়ান জনগণ মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণ সহজভাবে নেয়নি। তারা টুইটারে প্রেসিডেন্ট ও আমেরিকা নিয়ে অনেক কটু কথা বলতে থাকে। এভাবে এক বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ভিডিও শনাক্তকরণে গৃহীত পদক্ষেপঃ

ডিপফেক ভিডিও শনাক্ত করার জন্য ইতোমধ্যেই গবেষকরা উঠে পড়ে লেগেছেন।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর হ্যানি ফরিদ প্রায় বিশ বছর ধরে ডিজিটাল জালিয়াতি নিয়ে কাজ করছেন। নকল ভিডিও শনাক্তকরণের জন্য নতুন কৌশলের উদ্ভাবন করছেন। অর্জন করেছেন কিছুটা সাফল্যও। কথা বলতে গেলে মানুষের মুখমন্ডলে রক্তপ্রবাহের তারতম্য ঘটে যা মেশিন লার্নিং দিয়ে শনাক্ত করা যায় না। তিনি বর্তমানে এ ব্যাপারটি নিয়ে কাজ করছেন। এছাড়াও ডিপফেকের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে অনেক ওয়েবসাইট। বিভিন্ন অ্যাডাল্ট সাইট অবস্থান নিয়েছে ডিপফেক প্রযুক্তি দ্বারা তৈরি ভিডিওর বিরুদ্ধে।

তাই টিম ফ্যাক্ট চেকার সবাইকে পরামর্শ দিচ্ছে, এমন কোন ভিডিও সামনে আসলেই তাকে সত্য মেনে নেয়াটা সঠিক নয়।  ঘটনার সত্যতা আছে কিনা, সেটা কোন গণমাধ্যমে আছে কিনা এসব সত্যতা নিশ্চিত করতে হবে তারপর সিদ্ধান্ত নেওয়াটা সমীচীন

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

নকল নিউজকার্ডে চিত্রনায়িকা পূর্ণিমার নামে ভুয়া তথ্য
ডিসেম্বর ১২, ২০২৩ ১১:০৪ AM
গণমাধ্যমের সংবাদ বিকৃত করে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগ কর্মী আটকের গুজব
নভেম্বর ১৮, ২০২৩ ১১:৫৯ AM
মেসির হাতে ফিলিস্তিনের ছবি দাবিতে বিকৃত ছবি প্রচার
নভেম্বর ১৮, ২০২৩ ১১:১৮ AM
বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তারের গুজব
নভেম্বর ১১, ২০২৩ ১০:২৬ AM
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার দাবিতে ভাইরাল ছবিটি পুরোনো!
মে ২২, ২০২৩ ১১:২৯ AM
ফেসবুক ব্যবহার করতে মাসে ১২০০ টাকা ফি দেয়ার দাবিটি বিভ্রান্তিকর
ফেব্রুয়ারী ২৬, ২০২৩ ১২:৩৮ PM
খসড়া নীতিমালায় নেই ‘আজ আমার মন খারাপ’ প্রসঙ্গ!
এপ্রিল ১৮, ২০২২ ০৫:২৪ AM
বাংলাদেশ সরকার পরিচালিত সেবা নম্বর ও সুবিধাসমূহ
মার্চ ২৮, ২০২২ ০৫:৫১ AM