চিকিৎসা ও স্বাস্থ্য

বিশ্বের সেরা হাসপাতাল কলকাতার এস.এস.কে.এম?

প্রকাশ: এপ্রিল ১২, ২০২২ ১০:১২ AM

সম্প্রতি একটি খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, কলকাতার এসএসকেএম বা পিজি হাসপাতালকে বিশ্বের সেরা হাসপাতালের তকমা দিয়েছে আমেরিকার ম্যাগাজিন নিউজ উইক এবং এই সাফল্য অর্জনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতেও দেখা গেছে বিভিন্ন পোস্টে। এই সংবাদের সত্যতা যাচাই এবং বিস্তারিত জানতে চেক ফ্যাক্ট টিম অনুসন্ধানে নামে। চলুন দেখে নেয়া যাক অনুসন্ধানে কি পেলাম আমরা।   

ভাইরাল তথ্যঃ

বাপ্পাদিত্য মাজি নামের একটি ফেসবুক আইডি থেকে এপ্রিল ৬, ২০২২ তারিখে একটি পোস্টার শেয়ার করা হয়েছে, যেখানে লিখা আছে আমেরিকান নিউজ উইক ম্যাগাজিনের বিচারে বিশ্বের সেরা হাসপাতাল এস এস কে এম। তাছাড়া পোস্টারটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিদি বলে সম্বোধন করা হয়েছে।

তাছাড়া Md Shahnowaz নামের অন্য আরেকটি ফেসবুক আইডি থেকেও একই তারিখে সেই একই পোস্টার ‘বাংলার অহংকার’ শিরোনামে পোস্ট করা হয়েছে।

এরকম আরও পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

তাছাড়া গুগল সার্চে দেখা যায় একধিক সংবাদ মাধ্যমে করা শিরোনামগুলোতে এস এস কে এমকে সেরা হাসপাতাল বলে নিউজ করা হয়েছে। সংবাদ প্রতিদিন নামের একটি গণমাধ্যম এ বিষয়ে শিরোনাম করে লিখেছে, রাজ্যের মুকুটে নতুন পালক, বিশ্বের দরবারে সেরার শিরোপা SSKM হাসপাতালের 

চেক ফ্যাক্ট অনুসন্ধান

চেক ফ্যাক্ট পুরো ঘটনাটি তথ্য উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছে। অনুসন্ধানের শুরুতেই হাসপাতাল নিয়ে করা মার্কিন নিউজ উইকের জরিপটি দেখতে তাদের ওয়েবসাইটে প্রবেশ করা হয়। ওয়েবসাইটে প্রবেশ করে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে তাদের হাসপাতাল নিয়ে করা জরিপের তালিকাটি খুঁজে পাওয়া যায়।

দেখা যায়, নিউজ উইক ও স্ট্যাটিসিয়া যৌথভাবে বিশ্বের মোট ২৭টি দেশের সেরা হাসপাতালগুলির ক্রমিক তালিকা প্রকাশ করেছে। সেই সঙ্গে প্রত্যেকটি দেশের নিরিখে সেই দেশের সেরা হাসপাতালগুলিও নির্ধারণ করেছে। মূলত ২ বছর ধরে কোভিড-১৯ অতিমারির সময়ে চিকিৎসা ব্যবস্থায় কতটা কার্যকরি ভূমিকা পালন করেছে তার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে এই তালিকা। তাছাড়া তালিকাটির শেষে মেথডলোজিরও বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সেখানে লিখা আছে, 1. Over 80,0000 medical experts (doctors, hospitals managers, health care professionals) in 27 countries were invited to participate in the online survey. Participants were asked to recommend hospitals in their own country as well as in other countries. Recommendations for own employer/ hospital were not allowed. অর্থাৎ ২৭টি দেশের ৮০,০০০ এর বেশি চিকিৎসা বিশেষজ্ঞকে  (ডাক্তার, হাসপাতাল ম্যানেজার, পেশাদার স্বাস্থ্যসেবাদানকারী) অনলাইন সমীক্ষায়  অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। অংশগ্রহণকারীদের তাদের নিজের দেশের পাশাপাশি অন্যান্য দেশের হাসপাতালের নামও সুপারিশ করতে বলা হয়েছিল।

দেখা যায়, এই তালিকায় সবার প্রথমে রয়েছে আমেরিকার তিনটি চিকিৎসা প্রতিষ্ঠানের নাম। সেগুলি হল—রচেস্টারের মায়ো ক্লিনিক, ক্লিভল্যান্ডের ক্লিভল্যান্ড ক্লিনিক ও বস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল।  

সার্চ করে দেখা যায়, এই তালিকায় ভারতীয় হাসপাতাল রয়েছে তিনটি। সেগুলি হল—দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সয়েন্সেস (এআইএমএস), গুরুগ্রামের মেদান্তা দি মেডিসিটি, এবং চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল। হাসপাতাল গুলির নিউজ উইক তালিকায় ক্রম হল যথাক্রমে, ১০৯, ১৩২ ও ১৫১।

তাছাড়া নিউজ উইক আরও একটি তালিকা প্রস্তুত করেছে যার নাম, ২০২২ বিশ্বের সেরা হাসপাতাল ভারতের ক্ষেত্রে। এই তালিকায় প্রথম তিনে নাম রয়েছে, উপরে উল্লেখ করা তিনটি হাসপাতালেরই। চতুর্থ স্থানে রয়েছে ভেলোরের দ্য খ্রিস্টান মেডিকেল কলেজ।

তবে ২০২২ সালে বিশ্বের সেরা হাসপাতাল ভারতের ক্ষেত্রে নাম রয়েছে কলকাতার তিন হাসপাতালের। আমরি হাসপাতাল কলকাতা, রুবি জেনারেল হাসপাতাল কলকাতা, ও কলকাতা ইনস্টিটিউট অফ পোস্ট-গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ তথা পিজি হাসপাতালের।  

অর্থাৎ উক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এই বিষয়টি স্পষ্ট যে, বিশ্বের ২৫০ টি সেরা হাসপাতালে কলকাতার এসএসকেএম নেই। তবে নিউজ উইকের পক্ষ থেকে ২০২২ সালে ভারতের সেরা ৬৯টি হাসপাতালের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় ৪৮ নম্বরে জায়গা পেয়েছে পিজি বা এসএসকেএম হাসপাতাল। 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কী লেবুর রস মিশ্রিত গরম পানি সেবনে ক্যান্সার নিরাময় হয়?
সেপ্টেম্বর ০৫, ২০২২ ০৫:০২ PM
ঋতুস্রাবকালীন কিছু খাবার এবং নিয়ম মেনে চলা নিয়ে ফেসবুকে ভাইরাল পোস্টের দাবিগুলো মিথ্যা
জুলাই ২০, ২০২২ ০৮:৩১ AM
মাংকিপক্সঃ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের গুজব
মে ৩১, ২০২২ ০৮:১২ AM
চট্টগ্রামে একসাথে সাত সন্তান জন্মদানের দাবিটি সত্য নয়
মে ২৯, ২০২২ ০৮:১৪ AM
মেয়েদের সতীচ্ছেদ পর্দা নিয়ে ভাইরাল পোস্টের দাবি কি সঠিক?
মে ১৫, ২০২২ ১১:৪২ AM
আঙুল ও কানে রক্তপাত ঘটিয়ে সত্যিই স্ট্রোক প্রতিরোধ সম্ভব?
এপ্রিল ২৮, ২০২২ ০৮:২৮ AM
আঙুল ও কানে রক্তপাত ঘটিয়ে সত্যিই স্ট্রোক প্রতিরোধ সম্ভব?
এপ্রিল ২৮, ২০২২ ০৮:২৮ AM
ডিওডোরান্ট ব্যবহারে স্তন ক্যান্সার হতে পারে!
এপ্রিল ২৭, ২০২২ ০৮:৩১ AM