তথ্য প্রযুক্তি

সুইফট (SWIFT) কি এবং কেন এত গুরুত্বপূর্ণ?

প্রকাশ: মার্চ ২৭, ২০২২ ০৭:৩৯ AM

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছে। অনেকের মতে, রাশিয়ান সরকারকে উদ্দেশ্য করে দেয়া এসব নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এদিকে ইউক্রেন সরকারের পক্ষ থেকে বিশ্বনেতাদের প্রতি যে দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম হলো, রাশিয়াকে সুইফট থেকে বাদ দেয়া। আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা 'সুইফট' থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করার ব্যাপারে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো। রাশিয়া-ইউক্রেন চলমান উত্তেজনায় সবচেয়ে উচ্চারিত শব্দগুলোর একটি হলো সুইফট।

প্রশ্ন হচ্ছে, সুইফট কী? কেন এটি নিয়ে এত আলোচনা?

২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে BBC News খবর প্রকাশ করে West to cut some Russian banks off from Swift শিরোনামে। যার অর্থ,  সুইফট থেকে বাদ পড়ছে রাশিয়ার কিছু ব্যাংক

 বিস্তারিত অংশে বলা আছে, The EU, US and their allies have agreed to cut off a number of Russian banks from the main international payment system, Swift. The assets of Russia's central bank will also be frozen, limiting Russia's ability to access its overseas reserves. The intention is to "further isolate Russia from the international financial system", a joint statement said. Russia is heavily reliant on the Swift system for its key oil and gas exports. The joint sanctions are the harshest measures imposed to date on Russia over its invasion of Ukraine.

 যার অর্থ, “ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা প্রধান আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম, সুইফট থেকে বেশ কয়েকটি রাশিয়ান ব্যাংক’কে বাদ দিতে সম্মত হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদগুলিও হিমায়িত করা হবে, রাশিয়ার বিদেশী রিজার্ভ অ্যাক্সেস করার ক্ষমতা সীমিত করবে। একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, "আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করার উদ্দেশ্য"। রাশিয়া তার প্রধান তেল ও গ্যাস রপ্তানির জন্য সুইফট সিস্টেমের উপর অনেক বেশি নির্ভরশীল। যৌথ নিষেধাজ্ঞাগুলি রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের জন্য এখন পর্যন্ত আরোপিত কঠোরতম পদক্ষেপ।”

সুইফট কী?

S.W.I.F.T শব্দটির পুরো অর্থ হলো The Society for Worldwide Interbank Financial Telecommunication। এটি মূলত দ্রুত আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানের আন্তর্জাতিক নেটওয়ার্ক। এ নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো বার্তা অত্যন্ত সুরক্ষিত থাকে। পাশাপাশি এটি বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য নেটওয়ার্ক, যার মাধ্যমে ব্যাংকগুলো অনেক বড় অংকের অর্থ অতি দ্রুত লেনদেন করতে পারে।

১৯৭০ সালে সমবায় হিসেবে বেলজিয়ামভিত্তিক এ ব্যবস্থা গড়ে উঠেছিল। বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশে ১১,০০০ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের ব্যাপারে বার্তা আদানপ্রদানের মাধ্যম হিসেবে কাজ করে এই সুইফট।। সুইফটকে বলা হয় আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থার মেরুদণ্ড। ২০২০ সালে এ প্লাটফর্ম ব্যবহার করে প্রতিদিন ৩ কোটি ৮০ লাখ বার্তা আদান-প্রদান হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে প্রতি বছর কয়েক ট্রিলিয়ন অর্থ লেনদেন হয়।

যদিও কিছু ব্যতিক্রম আছে। যেমন রাশিয়া ও চীন নিজস্ব ব্যবস্থা ব্যবহার করে, যা অনেকটা সুইফটের মতো। তবে সুইফটই বিশ্বের সর্বাধিক ব্যবহৃত নেটওয়ার্ক।

সুইফট সম্পর্কে এবং এর পেমেন্ট সিস্টেম বা কার্যক্রম সম্পর্কে আরো পড়ুন এখানে, এখানে এখানে 

সুইফটের নিয়ন্ত্রক কারা?

সুইফট সৃষ্টি হয়েছিল আমেরিকান ও ইউরোপিয়ান ব্যাংকসমূহের উদ্যোগে, যারা চাননি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান কোন একক সিস্টেম তৈরি করে কাজ করবে এবং নিজেদের একচেটিয়া ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন পরিচালনা করবে।

যৌথভাবে এই নেটওয়ার্কের মালিক বিশ্বের দুই হাজার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এবং ব্যাংক অব ইংল্যান্ডসহ বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকের সাথে মিলে বেলজিয়ামের কেন্দ্রীয় ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব বেলজিয়াম সুইফটের কাজকর্ম তদারকি করে থাকে।

কেন সুইফট এত গুরুত্বপূর্ণ?

নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার কি ক্ষতি হতে পারে?

সুইফট থেকে রাশিয়ান ব্যাংকগুলোকে নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো,  রাশিয়ান কোম্পানিগুলো যেন সুইফটের মাধ্যমে স্বাভাবিক সময়ের মত সহজ ও তাৎক্ষণিক লেনদেন না করতে পারে।

রাশিয়ার ব্যবসায়ী ও নাগরিকদের পক্ষে অন্যান্য দেশে পণ্য রফতানি বা আমদানি করা, ঋণ নেয়া বা বিদেশে বিনিয়োগ করার প্রক্রিয়া অনেক কঠিন হয়ে পড়বে। কারণ প্রায় ৩০০ রুশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে ব্যাংকগুলোর সঙ্গে লেনদেনের জন্য সুইফট নেটওয়ার্ক ব্যবহার করে।

রাশিয়ার জ্বালানি ও কৃষি উৎপাদিত পণ্য বিক্রির অর্থ আদায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে। ব্যাংকগুলোকে এখন সরাসরি একে অপরের সাথে যোগাযোগ করতে হবে। অতিরিক্ত সময় ব্যয় ও বাড়তি খরচ গুনতে হবে, যা শেষ পর্যন্ত তাদের রাজস্ব আয় কমিয়ে দেবে।

 রাশিয়া তেল ও গ্যাস রফতানির জন্য সুইফটের ওপর অনেকাংশেই নির্ভরশীল। নিষেধাজ্ঞার ফলে লেনদেনে বড় ধরনের সমস্যায় পড়বে রাশিয়া। যেকারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে দেশটির অর্থনীতি।

সুইফট থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার অর্থ হলো জার্মানিতে সহ ইতালি, হাঙ্গেরি, সাইপ্রাসসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলোর সঙ্গে রাশিয়ার ব্যবসা রয়েছে তাদের নিকট শিল্পপণ্যের কাঁচামাল ও গ্যাস রফতানি না করতে পারা।

নিষেধাজ্ঞার প্রভাবে ভুগবে অন্য দেশওবিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়াকে সুইফট থেকে নিষিদ্ধ করা হলে দেশটির ব্যাংকিং নেটওয়ার্কে এর প্রভাব পড়বে। তবে এর প্রভাব শুধু রাশিয়ায় সীমাবদ্ধ থাকবে না। ক্ষতির মুখে পড়বে অন্য দেশও। রাশিয়া থেকে তেল বা গ্যাস ক্রেতা দেশগুলো পড়বে ঝুঁকিতে।

সুইফট থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হলে রাশিয়াকে থেকে পণ্য কেনাবেচা করা প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হবে। এ ক্ষেত্রে সবচেয়ে বিপদে পড়বে জার্মানি। ইউরোপীয় ইউনিয়নের প্রধান তেল ও জ্বালানি সরবরাহকারী রাশিয়া। ইইউর জন্য বিকল্প খুঁজে বের করা সহজ হবে না। ইতিমধ্যে তেলের দাম বাড়তে শুরু করেছে। অনেক দেশ আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার বিপক্ষে।

রাশিয়ার সাবেক অর্থমন্ত্রী অ্যালেক্সি কুদরিন বলেন, সুইফট থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হলে দেশটির অর্থনীতি ৫ শতাংশ কমতে পারে।

তবে রাশিয়ার অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে সন্দেহ রয়েছে। রাশিয়ার ব্যাংকগুলো নিষেধাজ্ঞা আরোপ হয়নি, এমন দেশগুলোর মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারে। এর মধ্যে রয়েছে চীন। দেশটির নিজস্ব লেনদেনব্যবস্থা রয়েছে। রাশিয়া ২০১৪ সালে যখন ক্রিমিয়া দখল করে নেয় তখন অর্থনৈতিক অবরোধের কথা আগাম চিন্তা করে সুইফট এর বাইরে নিজস্ব অর্থ ব্যবস্থা গড়ে তুলেছে চীনের মতো। 

রাশিয়ার অর্থনীতিতে এর প্রভাব দীর্ঘস্থায়ী হবে কি না তা নিয়ে দ্বিমত আছে। যেসব দেশ নিষেধাজ্ঞা দেয়নি এবং যাদের নিজেদের নিজস্ব পেমেন্ট সিস্টেম আছে (যেমন চীন) - রাশিয়ান ব্যাংকসমূহ তাদের মাধ্যমে লেনদেন করবে।

আরো বিস্তারিত পড়ুন এখানে এখানে এখানে 

উপরিক্ত লেখার মাধ্যমে সুইফট ও এর প্রভাব সম্পর্কে সহজ ধারণা পাওয়া যাবে বলে আশা করা যায়আন্যান্য বিষয়েও এমন সহজ ধারণা পেতে টিম চেক ফ্যাক্ট এর অনলাইন পাতায় রেজিস্টার করুন 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

নকল নিউজকার্ডে চিত্রনায়িকা পূর্ণিমার নামে ভুয়া তথ্য
ডিসেম্বর ১২, ২০২৩ ১১:০৪ AM
গণমাধ্যমের সংবাদ বিকৃত করে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগ কর্মী আটকের গুজব
নভেম্বর ১৮, ২০২৩ ১১:৫৯ AM
মেসির হাতে ফিলিস্তিনের ছবি দাবিতে বিকৃত ছবি প্রচার
নভেম্বর ১৮, ২০২৩ ১১:১৮ AM
বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তারের গুজব
নভেম্বর ১১, ২০২৩ ১০:২৬ AM
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার দাবিতে ভাইরাল ছবিটি পুরোনো!
মে ২২, ২০২৩ ১১:২৯ AM
ফেসবুক ব্যবহার করতে মাসে ১২০০ টাকা ফি দেয়ার দাবিটি বিভ্রান্তিকর
ফেব্রুয়ারী ২৬, ২০২৩ ১২:৩৮ PM
খসড়া নীতিমালায় নেই ‘আজ আমার মন খারাপ’ প্রসঙ্গ!
এপ্রিল ১৮, ২০২২ ০৫:২৪ AM
বাংলাদেশ সরকার পরিচালিত সেবা নম্বর ও সুবিধাসমূহ
মার্চ ২৮, ২০২২ ০৫:৫১ AM