ইন্টারনেট গুজব

সত্যিই কী অসুস্থ হয়েছেন আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্ল্যাহ?

প্রকাশ: আগস্ট ৩১, ২০২২ ১১:২৬ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক বক্তা শায়েখ আবদুল হাই মুহাম্মদ সাইফুল্যাহ সাহেবের অসুস্থতার একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় আছেন। এমন দাবিতে বেশ কিছু পোস্ট সামনে আসলে বিষয়টির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।  

ভাইরাল তথ্যঃ  

গত আগস্ট ৩০, ২০২২ তারিখে আবেগ নামের একটি ফেসবুক পেজ থেকে আবদুল হাই মুহাম্মদ সাইফুল্যাহ’র দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,  

আমাদের সকলের সুপরিচিত মুখ,

শায়েখ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্যাহ সাহেব

অসুস্থ😪 সকলেই উনার জন্য দোয়া করবেন! আল্লাহ'তালা সুস্থতার নিয়ামত দান করুন আমীন🤲

শায়েখ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্যাহ সাহেব

একই দাবিতে ফেসবুকে এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের শুরুতেই মুহাম্মদ সাইফুল্যাহ’র অসুস্থতার দাবিতে ভাইরাল পোস্টে ব্যবহৃত ছবিটি দিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে ২০২১ সালের ১৩ জুলাই Kalarab Shilpigosthi নামক একটি ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির পোস্টের ক্যাপশনে বলা হয়,

বিশ্ব বিখ্যাত আলেমেদ্বীন আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ সাহেবের অবস্থা অবনতির দিকে। তার জন্য দোয়া চেয়েছেন সবার কাছে ।

২০২১ সালের আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্ল্যাহ সাহেবের অসুস্থতার পোস্টে ব্যবহৃত ছবির সাথে সাম্প্রতিক সময়ে অসুস্থতার দাবিতে ব্যবহৃত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

বিশ্ব বিখ্যাত আলেমেদ্বীন আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ সাহেবের অবস্থা অবনতির দিকে। তার জন্য দোয়া চেয়েছেন সবার কাছে

এছাড়া গত আগস্ট ৩০, ২০২২ তারিখে মুহাম্মদ সাইফুল্ল্যাহ’র ভেরিফাইড ফেসবুক পেজে সম্প্রতি ভাইরাল ছবি ও তার অসুস্থতার দাবিটিকে মিথ্যা বলে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে তিনি লিখেন,

আল হামদুলিল্লাহ আমি সুস্থ আছি।

করোনার সময়ের অসুস্থতার একটি ছবি কে বা কাহারা বুঝে বা না বুঝে প্রচার করেছেন আমি অসুস্থ। সংবাদটি সত্য নয়।

দুয়া চাই সকলের।- সাইফুল্লাহ, ৩০ আগষ্ট'২২।

মুহাম্মদ সাইফুল্ল্যাহ’র

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, ২০২১ সালে করোনা আক্রান্ত হয়ে ইসলামিক বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্ল্যাহ অসুস্থ হয়ে পড়লে তার সুস্থতা কামনায় একটি ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচার করা হয়। সম্প্রতি সেই পুরোনো ছবিটিকে ব্যবহার করে বর্তমানে শায়েখ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্যাহ সাহেব খুবই অসুস্থ বলে মিথ্যা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM