ইন্টারনেট গুজব

প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর রাকিব আবসারের মন্তব্য দাবিতে তার ছবিসহ মূলধারার সংবাদমাধ্যম প্রথম আলোর নামে একটি নিউজকার্ড প্রচার করা হয়েছে। ফটোকার্ডটিতে "প্রতিদিন প্রার্থনা করতাম, ঘুম থেকে জেগেই যেন নিজেকে মেয়ে হিসেবে দেখতে পাই" শীর্ষক তথ্য যুক্ত করে বলা হয় এটি রাকিব আবসারের মন্তব্য। উক্ত নিউজকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

গেল ১৭ নভেম্বর ২০২৩ তারিখে Munawar shamin নামের একটি ফেসবুক আইডি থেকে উক্ত নিউজকার্ডটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

"রুপান্তরিত নারী,নতুন একটা পেশা।

চড়া মেকাপ আর শাড়ি-চুড়ি পরলেই নারী হওয়া যায়না।একজন নারীর প্রধান পরিচয় তাঁর মাতৃত্বে।সে আপনি প্রধানমন্ত্রী হোন আর নভোচারী হোন।

নারীসত্বার প্রথম পরিচয়ই মাতৃত্ব।

মা হয়েই একজন নারী নারী হয়ে উঠে।

তুই বেটা/বেটি মা হয়ে দেখা!!

পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি!!!

হেহ!!

#dailyvlog"

ফেসবুকে একই দাবিতে কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতেই ভাইরাল নিউজকার্ডে থাকা প্রথম আলোর লোগো এবং তারিখের সূত্র ধরে উক্ত গণমাধ্যমটি এমন কোনো নিউজকার্ড বা সংবাদ প্রকাশ করেছে কিনা জানতে গণমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে উক্ত তথ্য সম্বলিত কোনো নিউজকার্ড বা সংবাদ খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট।

তবে একই তারিখে গণমাধ্যমটির অফিসিয়াল ফেসবুক পেজে রূপান্তরিত নারী জারা রহমানের একই মন্তব্য সম্বলিত একটি নিউজকার্ড টিম চেক ফ্যাক্টের নজরে আসে। উক্ত নিউজকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের পাশাপাশি ব্যবহৃত তথ্য এবং তারিখের সাথে ভাইরাল নিউজকার্ডে ব্যবহৃত তথ্য ও তারিখের হুবহু মিল খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

অর্থাৎ, ১৩ নভেম্বর প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত এই নিউজকার্ডটিতে থাকা ব্যক্তির নাম ও ছবি মুছে দিয়ে তাতে রাকিব আবসারের নাম ও ছবি সংযোজন করে  ভাইরাল নিউজকার্ডটি তৈরি করা হয়েছে বলে টিম চেক ফ্যাক্টের অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে।

এছাড়া, প্রথম আলো ব্যতীত অন্য কোনো গণমাধ্যম বা রাকিব আবসারের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণ করে তার এমন কোনো মন্তব্য খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট।

উল্লেখ্য, রূপান্তরিত নারী জারা রহমানের জীবন সংগ্রাম নিয়ে গত ১৩ নভেম্বর প্রথম আলোর ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

সুতরাং উপরোক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে,

প্রথম আলো'র নিউজকার্ডের ডিজাইনে রাকিব আবসারের মন্তব্য দাবিতে ভাইরাল নিউজকার্ডটি নকল এবং নিউজকার্ডে উল্লেখিত দাবিটি মিথ্যা।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
অবরোধে গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আটকের গুজব
নভেম্বর ২১, ২০২৩ ০২:৫০ PM