ইন্টারনেট গুজব

আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার

প্রকাশ: ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দৃশ্য দাবিতে একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে ওবায়দুল কাদেরের মুখমণ্ডল সদৃশ শার্ট, জিন্স প্যান্ট ও বুট পরিহিত এক ব্যক্তি এবং তার পিছনে দুইজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। ছবিটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ছবিটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট। 

ভাইরাল তথ্যঃ

গত ৭ ডিসেম্বর Depression  নামের একটি ফেসবুক পেজে উক্ত ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 

"লিজেন্ডরা ঠিকই চিনবে...!😄"

ফেসবুকে একই দাবিতে এরকম কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই ছবিটি আসল কিনা তা যাচাইয়ে তার অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে টিম চেক ফ্যাক্ট। অনুসন্ধানে তাদের ফেসবুক পেজ এরূপ কোনো ছবি খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, গণমাধ্যমে কখনো ওবায়দুল কাদেরের এমন কোনো ছবি প্রকাশিত হয়েছে কিনা তা যাচাইয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যমে এরূপ ছবির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

অনুসন্ধানের এই পর্যায়ে টিম চেক ফ্যাক্ট গুগলে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে অতীত ভিন্ন ভিন্ন সময়ে Donda's Place নামক এক্স অ্যাকাউন্ট ও luvfafits নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় একই রকম আরেকটি ছবি খুঁজে পায়।

রিভার্স ইমেজ সার্চে প্রাপ্ত ছবিটির সাথে ভাইরাল ছবিটির পর্যালোচনা করে টিম চেক ফ্যাক্ট। ছবিটিতে সামনে থাকা ব্যক্তির মুখমণ্ডল ব্যতীত বেকগ্রাউন্ডসহ বাকি সবকিছু একই রকম। ছবি দুটির দিকে দৃষ্টি দিলে দেখতে পাবেন, রিভার্স ইমেজ হতে প্রাপ্ত ছবিতে ছবির পেছনে থাকা দুই ব্যক্তির চেহেরা, পোশাক এবং দাঁড়ানোর ভঙ্গির সাথে আলোচিত ছবিতে সামনের ব্যক্তির পেছনে থাকা দুই ব্যক্তির হুবহু মিল রয়েছে।

উক্ত ছবির বিষয়ে ইন্সটাগ্রাম ও এক্স এ প্রাপ্ত পোস্টগুলো থেকে জানা যায়, ছবিতে সামনে থাকা ব্যক্তির নাম কোয়াভোর। তিনি আমেরিকান সংগীত তারকা।

অর্থাৎ, প্রযুক্তির সহায়তায় আমেরিকান সংগীত তারকা কোয়াভোর মুখমণ্ডলের স্থলে ভিন্ন ছবি থেকে সংগৃহীত ওবায়দুল কাদেরের মুখমণ্ডল বসানো হয়েছে।

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় ফেসবুকে  ভাইরাল ছবিটি ওবায়দুল কাদেরের নয়। মূল ছবিটি হলো আমেরিকান সংগীত তারকা কোয়াভোর। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ফটোশপের মাধ্যমে এডিট করে প্রচার করা হলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM
অবরোধে গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আটকের গুজব
নভেম্বর ২১, ২০২৩ ০২:৫০ PM