ইন্টারনেট গুজব

'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি

প্রকাশ: ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM

সম্প্রতি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে যে, ড. ইউনূস বলেছেন, খালি মাঠে আর গোল দেওয়ার সুযোগ নেই। দেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে।

এমন দাবিতে ফেসবুকে বেশকিছু পোস্ট সামনে আসলে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

গত ২৮ নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহা সচিব বি এনপি নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট হতে উক্ত দাবিতে একটি পোস্ট করা হয়।

ফেসবুকে একই দাবিতে এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের শুরুতেই ড. মুহাম্মদ ইউনূস এমন কোন বক্তব্য দিয়েছেন কিনা জানতে কী-ওয়ার্ড সার্চ করলে কোন গণমাধ্যমে এ বক্তব্যের বিষয়ে কোন সংবাদ খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট। পরবর্তীতে ড. ইউনূস এবং তার প্রতিষ্ঠান ইউনূস সেন্টারের অফিশিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও তার দেয়া এমন কোন বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত জুন মাসেও উক্ত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় এ বিষয়ে ইউনূস সেন্টারের পক্ষ থেকে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারকে জানানো হয়, ‘এটি সম্পূর্ণ ভুয়া। অধ্যাপক ইউনূস কখনো এ ধরনের কথা বলেননি।’

মূলত কোন তথ্যসূত্র ছাড়াই "খালি মাঠে আর গোল দেওয়ার সুযোগ নেই। দেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে।" মন্তব্যটি ড. মুহাম্মদ ইউনূস করেছেন বলে প্রচার করা হলে তা মূহুর্তেই মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়, যা সম্পূর্ণ মিথ্যা।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM
অবরোধে গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আটকের গুজব
নভেম্বর ২১, ২০২৩ ০২:৫০ PM