ইন্টারনেট গুজব

অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে "হরতাল-অবরোধে ঢাকায় ৬৪ বাসে আগুন-ভাঙচুর, ১ জন পেলেন পুরস্কার" শীর্ষক তথ্য সম্বলিত নিউজকার্ড প্রচার করে ক্যাপশনে দাবি করা হচ্ছে, এসব বাসে আগুন দেওয়ার ঘটনায় ক্ষমতাসীন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত এবং আগুন দেওয়ায় একজনকে পুরষ্কার দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার।

উক্ত দাবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

গত ১০ নভেম্বর Bangladesh Nationalist Cyber party নামের একটি ফেসবুক গ্রুপে Babu নামের ফেসবুক আইডি থেকে আলোচিত ফটোকার্ডটি আপলোড করে

ক্যাপশনে লেখা হয়, "সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন অবরোধে ঢাকায় ৬৪ বসে আগুন ধরিয়ে দেয় যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

বাসে আগুন দেয়া স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে পুরস্কার দেওয়া হয় এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া সেন্টার।"

ফেসবুকে একই দাবিতে কিছু পোস্ট দেখুন এখানে, এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

হরতাল-অবরোধে ঢাকায় ৬৪ বাসে আগুন-ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা জড়িত কিনা কিংবা এই ঘটনায় পুলিশ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে পুরস্কৃত করেছে দাবি করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম সময় টিভির অফিসিয়াল ফেসবুক পেজে 'হরতাল-অবরোধে ঢাকায় ৬৪ বাসে আগুন-ভাঙচুর, ১ জন পেলেন পুরস্কার’ শীর্ষক ফটোকার্ড সম্বলিত একটি পোস্ট খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। উপরোক্ত তথ্য থেকে এটা স্পষ্ট যে, সময় টিভির এই ফটোকার্ডটির লোগো মুছে দিয়ে আলোচিত দাবিতে উক্ত ফটোকার্ডটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

সময় টিভির ফেসবুক পেজে প্রচারিত ঐ পোস্টে সংযুক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপি ও তাদের সমমনা দলগুলোর হরতাল ও তিন দফা অবরোধে গত ১০ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ৬৪টি যানবাহনে আগুন ও ভাঙচুর করা হয়েছে। এতে প্রাণ গেছে একজনের। ২৮ তারিখের পর থেকে রাজধানীতে আগুন দেয়ার সময় ১২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। আর আগুন দেয়ার সময় এক নাশকতাকারীকে ধরিয়ে দেয়ায় একজনকে দেয়া হয়েছে ২০ হাজার টাকা পুরস্কার।

উক্ত প্রতিবেদনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন উদ্ধৃত করে বলা হয়, ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর আগে থেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিএনপির নেতাকর্মীরা। শুরু করে ভাঙচুর, আগুন দেয় গণপরিবহনসহ নানা স্থাপনায়। পরবর্তী সময়ে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর হরতাল ও তিন দফা অবরোধেও সমান তালে চলতে থাকে নাশকতা। এখন পর্যন্ত(১০ নভেম্বর) রাজধানীতে তাদের নাশকতার শিকার হয়েছে ৬৪টি যানবাহন। যেগুলোতে যাত্রীবেশে উঠে নাশকতাকারীরা অগ্নিসংযোগ করেছে।

এই প্রতিবেদনে কোথাও হরতাল-অবরোধে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের জড়িত কিংবা আগুন দেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে পুরস্কার দেওয়া হয়েছে বলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মন্তব্য করেছেন এমন কোনো তথ্য  উল্লেখ করা হয়নি। বরং এই পুলিশ কর্মকর্তা সব কর্মকাণ্ডের জন্য বিএনপিকেই দায়ী করেছেন।

এছাড়া, সময় টিভি ছাড়াও অন্য কোনো গণমাধ্যম আলোচিত দাবির সপক্ষে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।

অর্থাৎ, উপরোক্ত তথ্য উপাত্ত তে এটি প্রতীয়মান হয় যে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে উদ্ধৃত করে হরতাল-অবরোধে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা জড়িত এবং আগুন দেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে পুরস্কার দেওয়া হয়েছে বলে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM
অবরোধে গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আটকের গুজব
নভেম্বর ২১, ২০২৩ ০২:৫০ PM