ইন্টারনেট গুজব

রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি

প্রকাশ: ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে ইস্তফা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে যে, মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তান ওডিআই দলের অধিনায়ক করা হয়েছে। এমন দাবিতে ফেসবুকে বেশকিছু পোস্ট সামনে আসলে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

গত ১৭ নভেম্বর T Sports নামের একটি ফেসবুক গ্রুপে Shakil Ahmed নামের একটি আইডি থেকে পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিদওয়ানের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

"ওডিয়াই ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান 🤎 শুভকামনা রইলো 🥰"

ফেসবুকে একই দাবিতে কিছু পোস্ট দেখুন এখানেএখানে, এখানে, এখানে এবং এখানে

অনুসন্ধানের শুরুতেই উক্ত দাবির সত্যতা যাচাইয়ে টিম চেক ফ্যাক্ট পাকিস্তানের মূলধারার গণমাধ্যম ও  খেলাধুলাভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পর্যবেক্ষণ করে। তবে গণমাধ্যমে আলোচিত দাবি সপক্ষে কোনো প্রতিবেদন পাওয়া নি।

তবে, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে গেল ১৫ নভেম্বর ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট Cricbuzz এ "Babar Azam resigns, Afridi and Masood appointed captains" শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

সংবাদটির বিস্তারিত অংশ পড়ে জানা যায়, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে ইস্তফা দিয়েছেন। এর ঘটনারই পরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড দেশটির টেস্ট ও  টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে যথাক্রমে শান মাসুদ এবং শাহীন শাহ আফ্রিদির নাম ঘোষণা করেছে।

তবে এ সংবাদিতে পাকিস্তানের নতুন টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়ক নাম উল্লেখ করা হলেও ওয়ানডে দলের অধিনায়ক নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে বাবর আজমের পদত্যাগের প্রেক্ষিতে পাকিস্তান টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়কের নাম ঘোষণা বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে একটি সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়কের নাম ঘোষণা করার পাশাপাশি বলা হয়, পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়কের নাম যথাসময়ে ঘোষণা করা হবে।

অর্থাৎ, বাবর আজমের পাকিস্থান ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে ইস্তফার দেওয়ার ঘটনায় দেশটির ক্রিকেট বোর্ড টেস্ট ও টি টোয়েন্টি দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করলেও দেশটির ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত কারো নাম ঘোষণা করা হয়নি।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে দাবিতে যে সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সত্য নয়।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM
অবরোধে গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আটকের গুজব
নভেম্বর ২১, ২০২৩ ০২:৫০ PM