ইন্টারনেট গুজব

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।

প্রকাশ: এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
 
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ইফেক্ট ব্যবহার করে তৈরিকৃত একটি ছবি ব্যবহার করে সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয় যে উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। 
যা সম্পূর্ন মিথ্যা ও অপপ্রচার মাত্র। 

চেকফ্যাক্ট অনুসন্ধান
যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধনের পর থেকেই বাংলাদেশের তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরির পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা পালন করছে। এখানে আইটি/আইটিইএস ও ই-কমার্সসহ বর্তমানে দেশী ও বিদেশী বিনিয়োগকারী মোট ৬১টি প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম চলমান আছে এবং নতুন আরও কয়েকটি দেশী ও বিদেশী প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য আবেদন করেছে।

রেফারেন্সঃ https://bhtpa.gov.bd/site/page/836db676-7dc8-4988-a641-e8d194a2e24d/Sheikh-Hasina-STP,-Jessore-

https://www.instagram.com/p/C4pNz-GvIgr

https://maps.app.goo.gl/HV5gfRcb51LiUzDf8

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM
অবরোধে গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আটকের গুজব
নভেম্বর ২১, ২০২৩ ০২:৫০ PM