ইন্টারনেট গুজব

অবরোধে গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আটকের গুজব

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৩ ০২:৫০ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে "অবরোধে গাড়ি ভাঙচুর, দুই ছাত্রলীগ কর্মী আটক" শীর্ষক শিরোনামে গণমাধ্যমের সংবাদ প্রতিবেদনের অনুরূপ একটি স্ক্রিনশট প্রচার করা হচ্ছে। উক্ত দাবি সম্বলিত স্ক্রিনশটটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

গত ৯ নভেম্বর Safiullah Jibon নামের একটি ফেজবুক আইডি থেকে আলোচিত স্ক্রিনশটটি আপলোড করে ক্যাপশনে লেখা হয়, "প্রতি গাড়ি ভাঙ্গলে নাকি ৩০০০/ টাকা সম্মানী পায় এরা। তাই এই সূবর্ণ সুযোগ হাতছাড়া করেনি ওরা……..!!!!"

ফেসবুকে একই দাবিতে কিছু পোস্ট দেখুন  এখানে, এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

সাম্প্রতিক সময়ে অবরোধ গাড়ি ভাঙচুরের অভিযোগে আসলেই কোনো ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে কিনা কিংবা আদৌ কোনো গণমাধ্যম আলোচিত দাবিতে সংবাদ প্রকাশিত হয়েছে কিনা তা জানতে গুগলে কি ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যমগুলোতে এমন কোনো সংবাদ খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট।

পরবর্তীতে আলোচিত স্ক্রিনশটটিতে ব্যবহৃত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে গেল ০৮ নভেম্বর মূলধারার গণমাধ্যম ইনকিলাবের অনলাইন সংস্করণে "রাজশাহীতে অস্ত্র নিয়ে টিকটক, গ্রেফতার ২" শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় টিম ফ্যাক্ট।

টিম চেক ফ্যাক্টের দেখেছে, উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচিত স্ক্রিনশটে ব্যবহৃত ছবির মিল রয়েছে।

এছাড়া একই বিষয়ে অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও একই ছবিটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

প্রতিবেদনগুলোতে বলা হয়, গত ০৭ নভেম্বর রাজশাহীতে দেশি অস্ত্রহাতে ভিডিও করে তা টিকটকে প্রচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, রাজশাহী নগরীর তালাইমারী বাদুরতলা এলাকার পিন্টুর ছেলে পিচ্চি আসাদ (২১) ও কেদুরমোড় এলাকার মামুনের ছেলে সালাউদ্দিন সোহাগ (১৯)।

অর্থাৎ, রাজশাহীতে অস্ত্র হাতে টিকটক ভিডিও প্রচার করার অভিযোগে আটককৃত যুবকদের বিষয়ে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন থেকে ছবি সংগ্রহ করে ঐ ছবির সাথে অবরোধ গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আটকের ভুয়া দাবি যুক্ত করে আলোচিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ উপরোক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে, "অবরোধে গাড়ি ভাঙচুর, দুই ছাত্রলীগ কর্মী আটক" দাবিতে কোনো গণমাধ্যম সংবাদ প্রকাশ করেনি। উল্লিখিত দাবিতে গণমাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের আদলে প্রচারিত স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM