ইন্টারনেট গুজব

সম্প্রতি কোনো অর্থ পুরস্কার ঘোষণা করেননি অভিনেত্রী তানজিন তিশা

প্রকাশ: এপ্রিল ১২, ২০২৩ ০৪:৫৫ AM

সম্প্রতি অভিনেত্রী তানজিন তিশার নামে একটি ফেসবুক পেজ থেকে লাইভ ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে ক্রিস্টমাস ও নতুন বছর উপলক্ষে তিনি অর্থ পুরস্কার ঘোষণা করেছেন। দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

𝐓𝐚𝐧𝐣𝐡𝐢𝐧-𝐓𝐡𝐢𝐬𝐚.𝐎𝐟𝐢𝐜𝐢𝐚𝐥-𝐁𝐃 নামের একটি ফেসবুক পেজ থেকে ৭ এপ্রিল ২০২৩ তানজিন তিশার লাইভ ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,

আমি প্রথম 500 জনের জন্য নগদ ৳100,000 দান করছি, যারা সঠিকভাবে অঙ্কিত নম্বরটি অনুমান করতে পারে

এরকম আরো কিছু পোস্ট দেখনু এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে কী-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে তানজিন তিশার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পাওয়া অফিশিয়াল ফেসবুক ফ্যান গ্রুপ Tanjin Tisha Official Fans Group এ তানজিন তিশার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২০ সালের ১৭ সেপ্টেম্বরে প্রচারিত ২০ মিনিট ৩৩ সেকেন্ডের একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।

তানজিন তিশার ভেরিফাইড ফেসবুক পেজ 

অফিশিয়াল ফেসবুক ফ্যান গ্রুপ 

তিশার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট 

 

লাইভ ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, তানজিন তিশা সেদিন তার অফিশিয়াল ফেসবুক ফ্যান গ্রুপ Tanjin Tisha Official Fans Group এ লাইভে এসে সেই সময়ে তার সমসাময়িক অভিনয়ের কাজ নিয়ে আলাপ করেন। সাম্প্রতিক সময়ে তানজিন তিশার সেই লাইভ ভিডিওটি ব্যবহার করে Tanjin Tisha নামে ফেসবুকে একাধিক পেজ খুলে ক্রিস্টমাস ও নতুন বছর উপলক্ষে তিনি অর্থ পুরস্কার ঘোষণা করেছেন দাবিতে লাইভ ভিডিও প্রচার করা হচ্ছে।

মূলত ২০২০ সালে তানজিন তিশা তার অফিশিয়াল ফেসবুক ফ্যান গ্রুপের সদস্যদের শুভেচ্ছা জানাতে এবং সেই সময়ে তার সমসাময়িক কাজের বিষয়ে আলোচনা করতে গ্রুপটিতে লাইভে আসেন। পরবর্তীতে উক্ত লাইভ ভিডিও ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক পেজ খুলে উক্ত ভিডিও ব্যবহার করে ক্রিস্টমাস ও নতুন বছর উপলক্ষে তিনি অর্থ পুরস্কার ঘোষণা করেছেন দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM