ইন্টারনেট গুজব

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?

প্রকাশ: জুন ২৬, ২০২৩ ০৫:১৪ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ ব্যাপকভাবে প্রচার করে দাবি করা হচ্ছে যে, পবিত্র রমজান মাসে লাউডস্পিকারে আজান দেওয়া নিষিদ্ধ করেছে সৌদি আরব। ভারতের একাধিক বাংলা ও ইংরেজি গণমাধ্যমের শিরোনামেও সৌদি আরবে রোজার মাসে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। কোন তথ্যসূত্র ছাড়াই এমন দাবিতে বেশকিছু পোস্ট সামনে আসার পর এই সংবাদের সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট। 

ভাইরাল তথ্য

গত ১৪ মার্চ ২০২৩ Jahed Mohammed Ali নামের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে লেখা হয়,

শোনা যাবে না আজান-মসজিদে নিষিদ্ধ ইফতারও! রমজান নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত সৌদির

এমন দাবিতে আরও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতেই সৌদি আরব রমজান মাসে লাউডস্পিকারে আজান দেওয়া নিষিদ্ধ করেছে কিনা জানতে গুগলে কী-ওয়ার্ড সার্চ করা হলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম GULF এ ১৯ জানুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত এ সম্পর্কিত একটি সংবাদের লিংক সামনে আসে। সংবাদটির শিরোনাম ছিলো, Saudi Arabia restricts loudspeakers to 4 to make prayer calls in all mosques across the kingdom অর্থাৎ সৌদি আরবে সমস্ত মসজিদে নামাজের আহ্বান জানাতে লাউডস্পিকার ৪ টিতে সীমাবদ্ধ করেছে। সংবাদটির বিস্তারিত অংশ পড়ে দেখা যায়, মসজিদের বাইরে লাউডস্পিকারের সংখ্যা সর্বোচ্চ চারটি রাখার নির্দেশনা জারি করেছে সৌদি আরবের মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স। তবে সেখানে রমজান মাসে মাইকে আজান নিষিদ্ধ করা নিয়ে কোনো নির্দেশনা ছিলোনা।

তাছাড়া, কী-ওয়ার্ড সার্চে ২০২১ সালের জুন মাসে বিবিসি প্রকাশিত একটি প্রতিবেদন সামনে আসে। প্রতিবেদনটি পড়ে জানা যায়, জনগণের কাছ থেকে পাওয়া অভিযোগে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় আজান দেওয়ার জন্য ব্যবহৃত লাউডস্পিকারের ভলিউম লেভেল এক-তৃতীয়াংশ এর মধ্যে সীমাবদ্ধ রাখতে নির্দেশ দেয়। তবে এখানেও লাউডস্পিকারে আজান দেয়ার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে কোন সংবাদ প্রকাশ করা হয়নি।     

পরবর্তীতে সাম্প্রতিক সময়ে লাউডস্পিকারে আজান দেয়ার উপর কোন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিনা জানতে কী-ওয়ার্ড সার্চ করা হলে সৌদি আরবে রমজান মাসে মসজিদগুলোর জন্য গত ৩ মার্চ জারি করা ১০টি নির্দেশ সম্বলিত একটি নির্দেশনা পাওয়া যায়। দেশটির মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্সের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ আবদুললতিফ বিন আবদুলআজিজ আল-শেখ এই নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আরবিইংরেজি ভাষাতে নির্দেশনাটি প্রকাশিত হয়। তবে এই নির্দেশনায় লাউডস্পিকার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ, বা আজান নিষিদ্ধ করার কোন কথাই বলা হয়নি।

মূলত গত ৩ মার্চ ২০২৩ সৌদি সরকারের নির্দেশনা জারির পরেই নির্দেশনাটি বিশ্লেষণ করেন মধ্যপ্রাচ্য ভিত্তিক পত্রিকা দ্য ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রতিষ্ঠাতা সামি হামদি। সামি তার টুইটার ও দ্য ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের ইউটিউবে প্রকাশিত ভিডিওতে নির্দেশনাগুলোর সমালোচনা করেন এবং দাবি করেন যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রমজানে বিধিনিষেধ আরোপের মাধ্যমে ইসলামের প্রভাব কমানোর এজেন্ডা বাস্তবায়ন করছেন।

টুইটারে সামি হামদি লিখেছেন, “সৌদি আরবে রমজানে নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন বিন সালমান। এরপর তিনি ছয়টি পয়েন্ট উল্লেখ করেন, যার প্রথমেই ছিল ‘লাউডস্পিকার ব্যবহার করা যাবে না’। মূলত এর উপর ভিত্তি করেই গণমাধ্যমগুলো সামি হামদির বক্তব্যের উল্লেখ করে সৌদি আরবে রমজানে লাউডস্পিকার ব্যবহার করা যাবে না বলে সংবাদ প্রচার করতে শুরু করে যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, রমজান মাসে সৌদি আরবে লাউডস্পিকারে আজান দেওয়া নিষিদ্ধ করা হয়েছে দাবিতে যে সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সত্য নয়।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM