ইন্টারনেট গুজব

বাংলাদেশি বংশোদ্ভূত রুশো কাজী মেটার ‘থ্রেডস’ এর সহপ্রতিষ্ঠাতা নন

প্রকাশ: জুলাই ১১, ২০২৩ ১১:৪৯ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে, মেটা (META) এর নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘থ্রেডস’ (Threads) এর সহপ্রতিষ্ঠাতা হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশো কাজী। এমন দাবিতে বেশকিছু পোস্ট সামনে আসার পর এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

৭ জুলাই ২০২৩ তারিখে ভারতীয় সংবাদমাধ্যম দি স্টেটসম্যান এ রুশো কাজীকে মেটার থ্রেডস এর সহ-প্রতিষ্ঠাতা দাবি করে সংবাদ প্রকাশ করে।

 

তাছাড়া মানুষের কল্যাণে প্রতিদিন নামের একটি ফেসবুক পেজ থেকে রুশো কাজীকে মেটার থ্রেডস এর সহ-প্রতিষ্ঠাতা দাবি করে পোস্ট করা হয়।

এমন দাবিতে আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে,

চেক ফ্যাক্ট অনুসন্ধান

সামাজিক মাধ্যমে শেয়ার করা পোস্টগুলোর সত্যতা যাচাই করতে অনুসন্ধানের শুরুতেই কিছু প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করলে ৯ জুলাই ২০২৩ এ প্রকাশিত ইংরেজি সংবাদ মাধ্যম দি ডেইলি স্টার এর “Meet Rousseau Kazi, the Bangladeshi-born CEO and Co-Founder of the other ‘Threads’ শিরোনামে একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদে উল্লেখ করা আছে যে, মেটার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন থ্রেডস এর ডোমেইনটি প্রচলিত .com নয়, বরং তারা তাদের ডোমেইন হিসেবে .net কে বেছে নিয়েছে কারণ .com ডোমেইনটি মেটার আগে অন্য আরেকটি মোবাইল অ্যাপ্লিকেশন দখল করে নিয়েছে যা থ্রেডস নামে পরিচিত। উক্ত থ্রেডস এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন রুশো কাজী।

মেটার নতুন প্রবর্তিত থ্রেডস নামক মোবাইল অ্যাপ্লিকেশনটি টুইটারের মতো একটি সামাজিক মাধ্যম যেখানে ব্যবহারকারীরা কোন কিছু পোস্ট, শেয়ার, কমেন্ট, এবং রিপোস্ট করতে পারবেন। অন্যদিকে, রুশো কাজীর তৈরিকৃত থ্রেডস হচ্ছে একটি মেসেজিং প্লাটফর্ম যেখানে বার্তা পাঠানো থেকে শুরু করে অডিও কল কিংবা ভিডিও প্রেজেন্টেশন এর মতো সুবিধাগুলো রয়েছে।   

একই নামের দুটো মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে ব্যবহারকারীদের মাঝে যেন কোন বিভ্রান্তি না ঘটে সে জন্য .com ডোমেইনধারী থ্রেডস এর একটি টুইটার হ্যান্ডেলের বায়োতে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, থ্রেডস এর সাথে মেটার কোন সম্পর্ক নেই এবং থ্রেডস স্ল্যাক (Slack) নামক অন্য আরেকটি মোবাইল অ্যাপ্লিকেশনের খালি জায়গা পূরণ করতে ডিজাইন করে চালু করা হয়েছে।

 

তাছাড়া, .com ডোমেইনধারী থ্রেডস এর মোবাইল অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এবং তাদের সাথে যে মেটার কোন সম্পর্ক নেই সেটাও স্পষ্ট বলে দেওয়া হয়েছে।

 

থ্রেডস নামক দুটো মোবাইল অ্যাপ্লিকেশনের মাঝে একটি বিশেষ পার্থক্য রয়েছে। মূলত মেটার থ্রেডস নামক মোবাইল অ্যাপ্লিকেশনটি টুইটারের অনুরূপ, যেখানে একজন ব্যবহারকারী কোন কিছু শেয়ার, লাইক, কমেন্ট, এবং রিপ্লাই করতে পারবেন। মেটার এই নতুন অ্যাপ্লিকেশনটিতে টুইটারের মতো কাউকে সরাসরি বার্তা পাঠানোর সুযোগ নেই। অন্যদিকে, রুশো কাজী যে থ্রেডস নামক মোবাইল অ্যাপ্লিকেশনটি ডিজাইন করেছেন সেখানে ব্যবহারকারীরা যে কাউকে সরাসরি বার্তা পাঠাতে পারবেন।

উল্লেখ্য, crunchbase নামক একটি ওয়েবসাইটে রুশো কাজীর প্রোফাইল ঘেঁটে দেখা গেছে যে, তিনি ২০১৭ সালের এপ্রিল থেকে থ্রেডস এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন এবং এখানে থ্রেডস এর যে লোগোটি ব্যবহার করা হয়েছে তার সাথে মেটার থ্রেডস এর লোগোর কোন মিল নেই। তাছাড়া, মেটার থ্রেডস চালু হয়েছে ২০২৩ সালের জুলাই মাসে। উক্ত প্রোফাইল থেকে আরও জানা গেছে যে, রুশো কাজী প্রায় ছয় বছর (২০১২ – ২০১৭) মেটা (তৎকালীন ফেসবুক) এর সাথে কাজ করেছেন।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, রুশো কাজী মেটার নতুন অ্যাপ্লিকেশন থ্রেডস এর সহ-প্রতিষ্ঠাতা কিংবা সিইও নন, বরং তিনি থ্রেডস নামেই পরিচিত অন্য আরেকটি অ্যাপ্লিকেশনের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও। 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM