ইন্টারনেট গুজব

২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বিকাশের টাকা উপহারের দাবিটি মিথ্যা

প্রকাশ: ফেব্রুয়ারী ২০, ২০২৩ ১২:১৪ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লিংক শেয়ার করে দাবি করা হচ্ছে যে, মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লিংকে থাকা ডিজিটাল ফর্মে কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলেই প্রত্যেক বিকাশ একাউন্টে ২১০০ টাকা করে উপহার দিচ্ছে বিকাশ। এমন দাবিতে বেশকিছু পোস্ট সামনে আসার পর এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।   

ভাইরাল তথ্যঃ

রোমান রোহান নামের একটি ফেসবুক আইডি থেকে লিংকটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,

আজ ফেসবুকে ঢুকতেই ১বড় আপু মেসেজ দিয়ে বললো ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে সবাইকে ২১০০ টাকা করে উপহার দিচ্ছে বিকাশ কোম্পানি। পথমে বিশ্বাস করিনি।পরে যখন নিজে ২১০০টাকা পেলাম তখন বিশ্বাস হলো। আমার মতো আপনি ও খুব সহজেই এই টাকা নিতে পারবেন। টাকা পেতে আপনাকে নিচের লিংকে ঢুকতে হবে, তারপর আপনার নাম, ঠিকানা এবং বিকাশ নম্বর দিয়ে আবেদন করতে হবে, আবেদন করার ২মিনিটের ভেতর আপনার বিকাশ নম্বরে ২১০০ টাকা চলে যাবে। অবিশ্বাস করার আগে একবার চেস্টা তো করে দেখুন। লিংকঃhttp://51.161.33.18

এমন দাবিতে আরও কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট বিকাশের অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টগুলো পর্যবেক্ষণ করলে কোথাও একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিকাশ কর্তৃক ২১০০ টাকা প্রদানের কোন বিজ্ঞপ্তি বা সংবাদ খুঁজে পায়নি।

পরবর্তীতে টিম চেক ফ্যাক্ট ভাইরাল লিংকটি ওপেন করে পর্যবেক্ষণ করলে দেখতে পায়, ভাইরাল লিংকটির ডোমেইন হলো http://51.161.33.18/ যা বিকাশের অফিশিয়াল ওয়েবসাইট নয়। এছাড়া ওয়েবসাইটটির লিংকটিও সিকিউরড কোন ওয়েবলিংক নয়।

অতঃপর বিকাশের ভেরিফায়েড ফেসবুক পেজের ইনবক্সে ভাইরাল লিংকটি ও বিকাশের ২১০০ টাকা প্রদানের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বলা হয় যে, বিকাশ এরকম কোন অফার ঘোষনা করেনি এবং উক্ত অফারগুলোর সাথে বিকাশ এর কোন সম্পর্ক নেই। পাশাপাশি এ ধরনের নকল ওয়েবসাইটের লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধও জানানো হয়।

পাশাপাশি বিকাশের হেল্পলাইন ১৬২৪৭ এ কল দিয়ে বিকাশ প্রতিনিধির সাথে যোগাযোগ করলে তারাও এই লিংকটিকে ভূয়া ও বিকাশ কর্তৃক টাকা উপহারের দাবিটি মিথ্যা বলে টিম চেক ফ্যাক্টকে নিশ্চিত করে।

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, বিকাশ কর্তৃক ২১০০ টাকা প্রদানের দাবিতে শেয়ারকৃত লিংকটি একটি ভূয়া স্প্যাম লিংক এবং বিকাশ কর্তৃক টাকা প্রদানের দাবিটিও মিথ্যা। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM