ইন্টারনেট গুজব

পহেলা বৈশাখ উপলক্ষে বিকাশের ১৪০০ টাকা উপহার দেওয়ার দাবিটি মিথ্যা

প্রকাশ: এপ্রিল ১৩, ২০২৩ ১০:০৬ AM

সম্প্রতি পহেলা বৈশাখ উপলক্ষে বিকাশের পক্ষ থেকে ১৪০০ টাকা উপহার দেওয়া হচ্ছে দাবিতে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কোন তথ্যসূত্র ছাড়াই তথ্যটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

৪ এপ্রিল ২০২৩ Kamruz Zman নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ওয়েবসাইট লিংক শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,

বিকাশের খেলা।

আজব খেল,সহজ স্বীকারোক্তি।

রোজা রেখে একটুও মিথ্য়া বলছি না আল্লাহর কসম। এইমাত্র আমার বিকাশে ১৪০০ টাকা পেলাম।

একই দাবিতে ফেসবুকে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট বিকাশের অফিশিয়াল ফেসবুক পেজে অনুসন্ধান করলে এ সংক্রান্ত কোন ঘোষণা খুঁজে পায়নি।

পরবর্তীতে বিকাশের ওয়েবসাইটেও এই সংক্রান্ত কোন অফার খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট।  

তাছাড়া ভাইরাল ওয়েবসাইট লিংকে প্রবেশ করে দেখা যায়, সেটি বিকাশের অফিশিয়াল ওয়েবসাইট নয়। বিকাশের ওয়েবসাইটের আদলে তৈরি নকল একটি ওয়েবসাইট থেকে তথ্যটি ছড়ানো হয়েছে। এমন কয়েকটি ভুয়া ওয়েবসাইট দেখুন এখানে এবং এখানে

এছাড়া ওয়েবসাইটে সবগুলো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে ক্যাম্পেইনটির সত্যতা যাচাই করে দেখেছে টিম চেক ফ্যাক্ট। সেখানে যেকোন ভুল নম্বর কিংবা ভুল তথ্য দিলেও সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার কথা বলা হয়। তাছাড়া শেষ ধাপের পর কোন টাকা না পাওয়ার বিষয়েও নিশ্চিত হয়েছে টিম চেক ফ্যাক্ট। 

 

পরবর্তীতে টিম চেক ফ্যাক্টের পক্ষ থেকে ১৪০০ টাকা উপহারের বিষয়ে জানতে বিকাশের অফিশিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করা হলে জানানো হয়,

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রতারক চক্র বিভিন্ন নকল ওয়েবসাইট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে নানা ধরনের মিথ্যা অফার দেখিয়ে বিকাশ গ্রাহকদের টাকা এবং বিভিন্ন তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। বর্তমানে বিকাশ এ ধরনের কোনো অফার ঘোষণা করেনি এবং উক্ত অফারগুলোর সাথে বিকাশ-এর কোনো সম্পর্ক নেই। তাই, এসব মিথ্যা অফারের লোভে পড়ে কিংবা প্রতারিত হয়ে এই ধরনের কোনো ওয়েবসাইট অথবা অন্য কোনো মাধ্যমে কোনো লেনদেন করবেন না এবং আপনার বিকাশ একাউন্ট নাম্বার, পিন, ভেরিফিকেশন কোড বা অন্য কোনো তথ্য দিবেন না। এছাড়া এ ধরনের ওয়েবসাইটের লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, বিকাশ কখনোই আপনার বিকাশ একাউন্টের পিন ও ভেরিফিকেশন কোড জানতে চায় না।’

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, পহেলা বৈশাখ উপলক্ষে বিকাশের পক্ষ থেকে গ্রাহকদের ১৪০০ টাকা উপহার দেওয়ার দাবিতে যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে তা সত্য নয়।

বিকাশের পক্ষ থেকে এমন কোনো অফার ঘোষণা করা হয়নি। প্রকৃতপক্ষে বিকাশের লোগো ব্যবহার করে বিকাশের ওয়েবসাইটের আদলে তৈরি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার উদ্দেশ্যে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।  

 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM