ইন্টারনেট গুজব

মাত্র ১০ টাকার ট্যাবলেটে কুকুরের ঘা রোগ সেরে যাবার দাবীটি অসত্য

প্রকাশ: এপ্রিল ০৫, ২০২২ ০৪:৩৭ PM
ভাইরাল পোস্টগুলোর ক্যাপশনে “NEOMEC” ঔষধটির প্রয়োগযোগ্য বয়স, সঠিক ডোজ, সম্ভাব্য পার্শ্ব-প্রতিক্রিয়া সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করার বদলে বলা হয়েছে (“ঔষধের গায়েই সব তথ্য পাবেন”)। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া সাধারণত পশুর দেহে এই ঔষধ ব্যবহার করা হয়না। তাছাড়া কখনোই একটি ট্যাবলেটের মাধ্যমে চিকিৎসা দিয়ে এই রোগ সারানো সম্ভব  নয়।

রাস্তায় বেড় হলেই ঘা অথবা ক্ষত রোগে আক্রান্ত কুকুর চোখে পরে। বেওয়ারিশ কুকুরের ক্ষেত্রে সবচেয়ে বেশী এই রোগের প্রকোপ দেখা যায়। কুকুরের এই রোগ সারাতে মাত্র ১০ টাকার Neomec নামক একটি ট্যাবলেট খাইয়ে দিলে কুকুর সুস্থ হয়ে যাবে বলে সাম্প্রতিক সময়ে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । বিষয়টি নিয়ে প্রাণী প্রেমী নেটিজেনরাও  সরব । তাই খবরটির সত্যতা যাচাইয়ে নেমেছিলো চেক ফ্যাক্ট । আসুন দেখে নেই অনুসন্ধানে মূলত কি পাওয়া গেল।         

ভাইরাল তথ্যঃ  

গত এপ্রিল ১, ২০২২ তারিখে আমিনুল ইসলাম নামের ফেইসবুক আইডি থেকে দেয়া স্ট্যাটাসে উল্লেখ্য করে " আমাদের আশেপাশে এমন গায়ে ঘা-ওয়ালা কুকুর প্রায়ই দেখা যায়৷ মাত্র ১০ টাকার একটি ঔষধের অভাবে অবলা প্রাণীগুলো একসময় ধুঁকে ধুঁকে মারা যায় কাউকে বলার ক্ষমতাও তার নেই 'NEOMEC' কিংবা ('Ivermectin' গ্রুপের) যে কোন একটি ঔষধ ফার্মেসি থেকে কিনে মিষ্টি কিংবা রুটি অথবা যে কোন খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিন দেখবেন কয়েক দিনেই সুস্থ হয়ে যাবে (ঔষধের গায়েই সব তথ্য পাবেন) (একটি সিগারেটের পেছনে দশ টাকা না নষ্ট করে চলুন একটি প্রাণীকে সুস্থ করে তুলি, এবং এতেই আনন্দ আরো বেশি)

ফেসবুকে এরকম আরো কিছু পোষ্ট দেখুন এখানে, এখানে এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান-

তথ্যানুসন্ধানে টিম চেক ফ্যাক্ট গুগল কী-ওয়ার্ড সার্চ ও ইমেজ সার্চের সহায়তা নেয়। সেখান থেকে আমরা বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারি।

NEOMEC” ট্যাবলেটটি মূলত ভারতীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান Intas Pharmaceuticals এর একটি পণ্য যাতে রয়েছে 10 mg Ivermectin যা পরজীবী সংক্রমণের বিরুদ্ধে কার্যকর। এই আইভারমেকটিন আবিষ্কারের জন্য ২০১৫ সালে মেডিসিনে নোবেল পুরস্কার  পেয়েছিলেন উইলিয়াম সি. ক্যাম্পবেল এবং সাতোশি ওমুরা।

  

এই ঔষধটির মূল কার্যকারিতা সম্পর্কে জানার জন্য বেশ কিছু ওয়েব সাইটের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, এই ঔষধটি কুকুরের অন্ত্রের কৃমি, উকুন ও কিছু পরজীবী সংক্রমন কমাতে কাজ করে। তবে ব্যবহারের ক্ষেত্রে নিয়ম অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টগুলোতে কোথাও উল্লেখ করা হয়নি। 

তাছাড়া পশু স্বাস্থ্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক ওয়েবসাইটে Tha spruce pets The Safety and Side Effects of Ivermectin in Dogs শিরোনামের একটি প্রতিবেদনে এই ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে লেখা আছে যে, 

 Side Effects of Ivermectin in Dogs

In dogs, the risk of side effects associated with ivermectin depends on the dosage, the susceptibility of the individual dog, and on the presence of heartworm microfilaria (a larval form of the heartworm.)

When used at a low dose for heartworm prevention in a dog free of heartworms, ivermectin is relatively safe. At higher doses, which may be used to treat other parasitic infections, the risk of side effects increases. Potential side effects include:

Vomiting, Dilated pupils, Muscle tremors, Blindness, Lack of coordination, Lethargy, Lack of appetite & Dehydration

অর্থাৎ কুকুরের ক্ষেত্রে, ivermectin এর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি মূলত ডোজ এর উপর নির্ভর করে। তাছাড়া প্রত্যেকটি কুকুরের সংবেদনশীলতা ভিন্ন হয়। অনেক ক্ষেত্রে হার্টওয়ার্ম মাইক্রোফিলেরিয়া উপস্থিতির উপরও পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নির্ভর করে। হার্টওয়ার্ম মুক্ত কুকুরের ক্ষেত্রে হার্টওয়ার্ম প্রতিরোধের জন্য কম মাত্রায় ব্যবহার করা হলে, ivermectin তুলনামূলকভাবে নিরাপদ। তবে অন্যান্য পরজীবী সংক্রমণের চিকিৎসার জন্য উচ্চ মাত্রায় ব্যবহার করা হলে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে: বমি, পেশী কম্পন, অন্ধত্ব, দূর্বলতা, অলসতা, ক্ষুধামন্দা, পানিশূন্যতা ইত্যাদি।

আন্তর্জাতিক ঔষধ সংস্থা Tha Veterinary Medicine এর ওয়েবসাইটে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে , এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার রয়েছে।

আমরা রাস্তায় যে ধরনের কুকুরের গায়ে দাগ ও ক্ষত দেখতে পাই, প্রায় সবগুলোই বেওয়ারিশ কুকুর। যাদের শারীরিক অবস্থা সম্পর্কে আমরা জানিনা। সেই ক্ষেত্রে উপরের তথ্যগুলি পর্যালোচনা করলে দেখা যায় সঠিকভাবে রোগ নির্নয় না করে এই ঔষধ প্রয়োগ মারাত্মক বিপদজনক।    

ভাইরাল পোস্টগুলোর ক্যাপশনে NEOMEC” ঔষধটির প্রয়োগযোগ্য বয়স, সঠিক ডোজ, সম্ভাব্য পার্শ্ব-প্রতিক্রিয়া সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করার বদলে বলা হয়েছে (“ঔষধের গায়েই সব তথ্য পাবেন”)। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া সাধারণত পশুর দেহে এই ঔষধ ব্যবহার করা হয়না। তাছাড়া কখনোই একটি ট্যাবলেটের মাধ্যমে চিকিৎসা দিয়ে এই রোগ সারানো সম্ভব  নয়।

তাই কোনো প্রাণীর রোগ নির্ণয় না করে এবং অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ ছাড়া এমন ঔষধের প্রচার জনমনে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে বিবেচনায় চেক ফ্যাক্ট বিষয়টিকে বিভ্রান্তিকর সাব্যস্ত করেছে।  

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM