ইন্টারনেট গুজব

বাংলাদেশি হাফেজ তাকরিমকে অভিনন্দন জানিয়ে ড. জাকির নায়েকের ফেসবুকে পোস্ট দেওয়ার দাবিটি মিথ্যা

প্রকাশ: এপ্রিল ১১, ২০২৩ ০৫:১৫ PM

সম্প্রতি বাংলাদেশি হাফেজ সালেহ আহমেদ তাকরিমের দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে যে, ইসলামিক বক্তা ড. জাকের নায়েক তাকরিমকে অভিনন্দন জানিয়ে তাঁর নিজের ফেসবুক পেইজে পোস্ট দিয়েছেন। এমন দাবিতে ফেসবুকে বেশকিছু পোস্ট সামনে আসলে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

Mohasina Khatun নামের একটি ফেসবুক আইডি থেকে ৬ এপ্রিল ২০২৩ তারিখে Dr. Zakir naik নামের আইডি থেকে তাকরিমকে শুভেচ্ছা জানানোর একটি স্ক্রীনশট শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,

মাশা আল্লাহ তাকরিমকে নিয়ে জাকির নায়েক ও বিশ্ববাসীর মন্তব্য দেখুন,আলহামদুলিল্লাহ।

এটাই হচ্ছে বাংলাদেশকে বিশ্বের দরবারে  প্রকৃত  রিপ্রেজেন্ট  করা।

আলহামদুলিল্লাহ।

আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে ভবিষ্যতে কাবা শরীফের ইমাম নিযুক্ত করেন।

এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের শুরুতেই টিম চেক ফ্যাক্ট জাকির নায়েকের ভেরিফাইড ফেসবুক পেইজটি পর্যবেক্ষণ করে। তবে পেইজটিতে বাংলাদেশি হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে অভিনন্দন জানিয়ে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া জাকির নায়েকের নামে পরিচালিত ফেসবুক পেজটির পেজ ট্রান্সপারেন্সি অংশটি বিশ্লেষণ করলে দেখা যায়, পেইজটি ২০১১ সালের ৩ আগস্ট Dr Zakir Nayik Fan Club Official নামে খোলা হয়েছিল। পরবর্তীতে ২০১৭ ও ২০১৮ সালে দুইবার পেইজটির নাম পরিবর্তন করা হয়। এছাড়া পেইজটির ‘এবাউট’ অংশ থেকে জানা যায়, এই পেইজটি জাকের নায়েকের ফ্যান বা সমর্থকদের দ্বারা পরিচালিত হয়।

অর্থাৎ বাংলাদেশি হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে অভিনন্দন জানিয়ে জাকির নায়েকের যে পেজটি থেকে পোস্ট দেওয়া হয়েছে তা জাকির নায়েকের মূল বা অফিশিয়াল পেজ নয় বরং সেটি হচ্ছে তাঁর নামে পরিচালিত একটি ফ্যান পেজ।  

উল্লেখ্য, সম্প্রতি দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম। গত ৫ এপ্রিল ২০২৩ ডেইলিস্টার এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় যে, ৪ এপ্রিল ২০২৩ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে প্রথম স্থান অধিকারী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। এরপর ইসলামিক বক্তা ড. জাকির নায়েকের নামে পরিচালিত একটি পেইজ থেকে তাকরিমকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করা হয়৷ তবে জাকির নায়েকের নামে পরিচালিত যে পেইজটি থেকে তাকরিমকে অভিনন্দন জানানো হয়েছে, সেটি তাঁর প্রকৃত পেইজ নয়। প্রকৃতপক্ষে পেজটি জাকের নায়েকের নামে পরিচালিত একটি ফ্যান পেইজ। এছাড়া টিম চেক ফ্যাক্টের অনুসন্ধানে জাকির নায়েকের মূল বা অফিশিয়াল পেজে তাকরিমকে অভিনন্দন জানিয়ে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।  

অতএব বাংলাদেশি হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে অভিনন্দন জানিয়ে ড. জাকির নায়েক তার ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়েছেন দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM