ইন্টারনেট গুজব

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কি নিজের বাইকে আগুন দিলো যুবক ?

প্রকাশ: আগস্ট ১৪, ২০২২ ১১:৩১ AM

সম্প্রতি দেশের সব ধরনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে সরকার। এই সূত্র ধরে সামাজিক  যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে, তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে এক যুবক নিজের মোটরবাইকে আগুন ধরিয়ে দেন। ভিডিওটি সামনে আসলে সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

৮ আগষ্ট, ২০২২ তারিখে  Viral Bangladesh নামের একটি ফেসবুক থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

তেলের দাম বৃদ্ধি রেগে বাইকে আ'গুন দিল যোবক জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে একি বললো Petrol Diesel

তেলের দাম বৃদ্ধি রেগে বাইকে আ'গুন দিল যোবক । জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে একি বললো । Petrol Diesel

ভিডিওটিতে এখন পর্যন্ত দুই হাজার পাঁচশত রিয়্যাক্ট এবং ৬০৬ বার শেয়ার করা হয়েছে।

একই দাবিতে ফেসবুকে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

চেকফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে ভাইরাল ভিডিওটি বারবার পর্যবেক্ষণ করে টিম চেক ফ্যাক্ট দেখতে পায় যে ভাইরাল ভিডিওটিতে বিভিন্ন ফুটেজ ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং ভিডিওটির একটি অংশে বলা হয় যে, ট্রাফিক সার্জেন্ট অনুরোধ না রাখায় রাগ করে নিজের মোটরসাইকেল জ্বালিয়ে দিলেন এক যুবক।

পরবর্তীতে  সম্প্রতি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর কোন যুবক মোটরসাইকেলে আগুন দিয়েছে কিনা  তা জানতে কী-ওয়ার্ড সার্চ করা হলে এ সংক্রান্ত কোন সংবাদ খুঁজে পাওয়া যায় নি। তবে গত ৮ আগষ্ট,২০২২ তারিখে টেলিভিশন গণমাধ্যম Jamuna TV এর  ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে অনুরোধ রাখলো না ট্রাফিক পুলিশ,ক্ষোভে আগুন দিলেন নিজের বাইকে! শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। প্রতিবেদন থেকে জানা যায় যে,

গত ৮ আগস্ট রাজশাহী নগরীর কাঁঠালবাড়িয়া এলাকার বাসিন্দা ও পেশায় বালু ব্যবসায়ী আশিক আলী ট্রাফিক সার্জেন্টের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।

প্রতিবেদনটি থেকে আরও জানা যায়,আশিক আলীর বাইকের কাগজপত্র না থাকায় ট্রাফিক সার্জেন্ট মামলা দিতে গেলে তিনি নিজের মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন। এর আগেও কাগজপত্র না থাকায় তাকে ট্রাফিক পুলিশ জরিমানা করেছিল।

উল্লেখ্য, যমুনা টিভির পেজে প্রচারিত প্রতিবেদনের সাথে ভাইরাল ভিডিওটির কিছু দৃশ্যের সাদৃশ্যতা খুঁজে পাওয়া যায়।

অনুরোধ রাখলো না ট্রাফিক পুলিশ,ক্ষোভে আগুন দিলেন নিজের বাইকে

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কি নিজের বাইকে আগুন দিলো যুবক

পরবর্তীতে,জাতীয় গণমাধ্যম দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণেও ৯ আগস্ট,২০২২ তারিখে রাজশাহীতে বাইক আটকানোয় আগুন ধরিয়ে দিলেন চালক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই  প্রতিবেদনেও ট্রাফিক পুলিশের উপর রাগ করে মোটরসাইকেলে আগুন দেয়ার তথ্য পাওয়া যায়।

আবার ভাইরাল ভিডিওটির ১২ সেকেন্ডে একজন যুবককে একটি বক্তব্য দিতে দেখা যায়, যে বক্তব্য ৬ সেকেন্ড দীর্ঘস্থায়ী ছিলো। পরবর্তীতে বক্তব্যটির মূল উৎস খুঁজে পেতে যুবকের ছবি রিভার্স ইমেজ সার্চ করা হলে, Juger Konthosor নামের একটি ফেসবুক পেজে ভিডিওর সেই ক্ষুদ্র অংশটুকু পাওয়া যায়।  ৪ আগস্ট,২০২২ তারিখে প্রচারিত ১৬ কোটি মানুষ গুনতে ১৫শ কোটি টাকার বাজেট  শিরোনামের ভিডিওটিতে টিম চেক ফ্যাক্ট সেই ভাইরাল ভিডিওর নির্দিষ্ট ৬ সেকেন্ডের অংশটি পায় । এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, যুবকের বক্তব্যটি অন্য ভিডিও থেকে সংগ্রহের মাধ্যমে এডিট করে ভাইরাল ভিডিওটিতে সংযুক্ত করা হয়েছে । ভিডিওটিতে আলোচিত ব্যক্তিটির পরিচয় ও ভিডিও ধারণের স্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও ভিডিওটি দেখে টিম চেক ফ্যাক্ট এটি নিশ্চিত হয় যে,এই ভিডিওর ফুটেজটির সঙ্গে রাজশাহীতে বাইকে আগুন দেওয়ার ঘটনার কোনো সম্পৃক্ততা নেই।

Independent Fact-Checking Organization from Bangladesh

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে,গত ৮ আগস্ট,২০২২ তারিখে রাজশাহী নগরীর কাঁঠালবাড়িয়া এলাকার বাসিন্দা ও পেশায় বালু ব্যবসায়ী আশিক আলী ট্রাফিক সার্জেন্টের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন। দেশের বেশ কিছু গণমাধ্যমে এই ঘটনার প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটিকেই তেলের দাম বৃদ্ধি করায় রেগে বাইকে আগুন দেওয়ার দাবিতে মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে। সুতরাং তেলের দাম বাড়ানোয় যুবকের রেগে বাইকে আগুন দেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে বিবেচিত করেছে টিম চেক ফ্যাক্ট। তাই সত্য জানুন,তারপর প্রচার করুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM