ইন্টারনেট গুজব

‘দোলনচাঁপা’ কী দেশের প্রথম মহিলা বাস সার্ভিস?

প্রকাশ: সেপ্টেম্বর ০৪, ২০২২ ০১:০২ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোলনচাঁপা মহিলা বাস সার্ভিসের একটি ছবি ব্যাপকভাবে শেয়ার করে দাবি করা হয়, দোলনচাঁপা হচ্ছে দেশের প্রথম মহিলা বাস সার্ভিস। এমন দাবিতে বেশ কিছু পোস্ট সামনে আসার পর তথ্যটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

গত আগস্ট ৩০, ২০২২ তারিখে Raihana Daily নামের একটি ফেসবুক আইডি থেকে দোলনচাঁপা বাসের দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

আপডেট:

দেশে প্রথম চালু হলো মহিলা বাস সার্ভিস"দোলনচাঁপা"।

গে'টম্যানও একজন নারী। 

এই প্রথম দেখলাম। অসাধারন এই উদ্যোগ।

দেশে প্রথম চালু হলো মহিলা বাস সার্ভিস"দোলনচাঁপা"

এমন দাবিতে ফেসবুকে আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে ভাইরাল ছবিটি দিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে বার্তা২৪ এর ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ০২ জুন চালু হলো নারীদের জন্য প্রথম বেসরকারি বাস দোলনচাঁপা শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে প্রাপ্ত প্রতিবেদনের সূত্র ধরে কী-ওয়ার্ড সার্চ করলে দৈনিক আমাদের সময় পত্রিকার ওয়েবসাইটেও ২০১৮ সালের ২রা জুন নারীদের জন্য দোলনচাঁপা বাস শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।  

নারীদের জন্য দোলনচাঁপা বাস

 

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, সম্প্রতি নয় বরং ২০১৮ সালে ঢাকার মিরপুর থেকে মতিঝিল রুটে বেসরকারি উদ্যোগে মহিলা বাস সার্ভিস চালু করা হয়। বাসের নাম রাখা হয় দোলনচাঁপা।

অতঃপর দোলনচাপা মহিলা বাস সার্ভিস কি দেশের প্রথম মহিলা বাস সার্ভিস কিনা জানতে অধিকতর অনুসন্ধান করা হলে, ২০১৫ সালে ২৫ মার্চ সংবাদমাধ্যম দৈনিক কালের কন্ঠের ওয়েবসাইটে ঢাকায় মহিলা বাস সার্ভিস প্রসঙ্গে  শিরোনামে প্রকাশিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আনিকা রহমানের একটি মতামত কলাম খুঁজে পাওয়া যায়। উক্ত কলামে ঢাকার গণপরিবহনে নারীদের হয়রানির প্রসঙ্গে টেনে তিনি জানান,

বিআরটিসি থেকে ঢাকা মহানগরে ‘মহিলা বাস সার্ভিস চালু আছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। তাই যোগাযোগ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ, আরো অধিক সংখ্যায় মহিলা বাস চালু করা হোক। তাহলে আমরা আরো একটু স্বাচ্ছন্দ্যে নিজেদের কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রয়োজনীয় গন্তব্যে যেতে পারব।

বিআরটিসি থেকে ঢাকা মহানগরে ‘মহিলা বাস সার্ভিস চালু আছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। তাই যোগাযোগ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ, আরো অধিক সংখ্যায় মহিলা বাস চালু করা হোক। তাহলে আমরা আরো একটু স্বাচ্ছন্দ্যে নিজেদের কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রয়োজনীয় গন্তব্যে যেতে পারব।

পরবর্তীতে এই প্রতিবেদনের সূত্র ধরে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর গণমাধ্যম প্রত্রিকা দৈনিক প্রথম আলো এর ওয়েবসাইটে নারীদের বাস: যাত্রী কম সংখ্যাও কম শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট । প্রতিবেদনে বলা হয়,

বিআরটিসির মহিলা বাস সার্ভিস পরীক্ষামূলকভাবে প্রথম চালু হয় ১৯৯৮ সালে। ২০০১ সালে তা ঢাকা ও এর আশপাশের এলাকায় সম্প্রসারণ করা হয়।

বিআরটিসির মহিলা বাস সার্ভিস পরীক্ষামূলকভাবে প্রথম চালু হয় ১৯৯৮ সালে। ২০০১ সালে তা ঢাকা ও এর আশপাশের এলাকায় সম্প্রসারণ করা হয়।

এছাড়া বিআরটিসি কর্তৃক মহিলা বাস সার্ভিস চালুর ব্যাপারে আরো কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে

পাশাপাশি বিআরটিসির অফিশিয়াল ওয়েবসাইটে গত ২৩ আগস্ট, ২০২২ তারিখে সর্বশেষ হাল নাগাদকৃত একটি তথ্য খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট যেখানে দেখা যায়, বর্তমানে ৯ টি ভিন্ন ভিন্ন রুটে ৯ টি বিআরটিসির বাস মহিলা বাস সার্ভিস হিসেবে পরিচালিত হচ্ছে।

এছাড়া ১৪ আগস্ট,২০২২ তারিখে দৈনিক সমকালে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। প্রতিবেদনে বলা হয়, বেসরকারি উদ্যোগে পরিচালিত মহিলা বাস সার্ভিস দোলনচাঁপা’ এর বর্তমানে মাত্র ১ টি বাস চলাচল করছে।

 

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, মূলত, ১৯৯৮ সালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর উদ্যোগে পরীক্ষামূলকভাবে দেশে প্রথম মহিলা বাস সার্ভিস চালু হয় এবং পরবর্তীতে ২০১৮ সালের ০২ জুন বেসরকারি উদ্যোগে ঢাকার মতিঝিল থেকে মিরপুর রুটে দোলনচাঁপা  নামে মহিলা বাস সার্ভিস চালু হয়। তবে কোন রকম তথ্যসূত্র ছাড়াই সম্প্রতি দেশে প্রথম চালু হলো মহিলা বাস সার্ভিস দোলনচাঁপা দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা বলে বিবেচিত করেছে টিম চেক ফ্যাক্ট।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM