ইন্টারনেট গুজব

ড. শিরিন শারমিন চৌধুরীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার দাবিটি মিথ্যা

প্রকাশ: জানুয়ারী ২৬, ২০২৩ ১২:৫৭ PM

বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী এপ্রিলে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দে‌শের প্রথম নারী ও ২২ তম রাষ্ট্রপ‌তি নির্বাচিত হয়েছেন ড. শিরিন শারমিন চৌধুরী  এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কোন তথ্যসূত্র ছাড়াই দাবিটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়লে সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

 

ভাইরাল তথ্যঃ

২২ জানুয়ারি, ২০২৩ তারিখে এম এইচ রুবেল বিল্লাহ নামের একটি ফেসবুক একাউন্ট থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও অন্যান্য ব্যাক্তিবর্গের সাথে ড. শিরিন শারমিন চৌধুরীর দুটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন,

অভিনন্দন

Dr.Shirin sharmin Chowdhury

দে‌শের প্রথম নারী ও ২২-তম রাষ্ট্রপ‌তি হিসেবে

ডা.শিরিন শারমিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

একই দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

চেকফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে ড. শিরিন শারমিন চৌধুরীর ভেরিফাইড ফেসবুক পেজে গেলে টিম চেক ফ্যাক্ট এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পায় নি। তাছাড়া, গত বছরের ৫ নভেম্বরের পর নতুন কোনো পোস্ট দেওয়া হয়নি উক্ত পেজে।

পরবর্তীতে ড. শিরিন শারমিন চৌধুরীর রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে গুগলে কী-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইন সংস্করণে প্রথম নারী রাষ্ট্রপতি হচ্ছেন শিরীন শারমিন চৌধুরী!  শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, প্রতিবেদনের বিস্তারিত অংশে বলা হয়,

সংবিধান অনুযায়ী ২৩ ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিভিন্ন মহলে নানা জল্পনাকল্পনা শুরু হয়েছে কে বসছেন রাষ্ট্রপতির চেয়ারে। বেশ কয়েকজন আছেন আলোচনায়। তবে এদের মধ্যে বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সবার চেয়ে এগিয়ে আছেন।

এরপর বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে জানতে অধিকতর অনুসন্ধান করলে ২৫ জানুয়ারি, ২০২৩ তারিখে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি শিরোনামে একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়,

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। আজ বুধবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এর আগে কমিশন সভায় তফসিল চূড়ান্ত করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৩ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। নির্বাচনী কর্তার কার্যালয়ের (প্রধান নির্বাচন কমিশনারের অফিসে নির্ধারিত দিনে অফিস চলাকালে) মনোনয়নপত্র জমা দিতে হবে।

এছাড়া আরো কিছু জাতীয় গণমাধ্যমেও ২২ তম রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে সংবাদ প্রকাশ করে। পড়ুন এখানেএখানে

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি নির্বাচন এখনো সম্পন্ন হয় নি। যা আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, সংবিধান অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বেই কে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তা নিশ্চিতভাবে জানার সুযোগ নেই। রাষ্ট্রপতি পদের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় আছে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর নামও। এরই সুত্র ধরে অনেকেই শিরিন শারমিন চৌধুরীকে পরবর্তী ও প্রথম নারী রাষ্ট্রপতি দাবিতে ফেসবুকে প্রচার করছেন যা সম্পূর্ণ ভিত্তিহীন। অথচ ড. শিরিন শারমিন চৌধুরী এখনও স্পিকারের দায়িত্বে রয়েছেন।  সুতরাং, ড. শিরিন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার দাবিটি এখন পর্যন্ত মিথ্যা। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM