ইন্টারনেট গুজব

বিশ্বব্যাংকের সামনে শেখ হাসিনা ভোট চোর স্লোগানের ভিডিওটি এডিট করা

প্রকাশ: মে ০৬, ২০২৩ ০৮:০১ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে “বিশ্বব্যাংক কার্যালয়ের সামনে ‘শেখ হাসিনা ভোট চোর’ স্লোগানে মুখরিত” শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।  যেখানে ভিডিওটি প্রচার করে দাবি করা  হচ্ছে এটি বিশ্বব্যাংকের কার্যালয়ের সামনে শেখ হাসিনার সামনেই ভোট চোর স্লোগান দেওয়ার ভিডিও। ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরলা হয়ে পড়লে সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট। 

ভাইরাল তথ্যঃ 

২মে,২০২৩ তারিখে Abdur Rab Bhuttow নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে বলা হয় যে, 

বিশ্বব্যাংক কার্যালয়ের সামনে 'শেখ হাসিনা ভোট চোর' স্লোগানে মুখরিত। মহারানির সাথে সাড়ে হাজারকেতো দেখা যায়নি মতি সাহেব।

একই দাবিতে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

চেকফ্যাক্ট অনুসন্ধানঃ 

অনুসন্ধানের প্রথম ধাপে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে  usanewsonline.com নামের একটি ফেসবুক পেজে গতকাল ২ মে “বাংলাদেশ ও ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ মে ২০২৩। ওয়ার্ল্ড ব্যাংকের সামনে, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।”  ক্যাপশনে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। 

মূলত, এই ভিডিওটির সাথে ভোট চোর স্লোগান দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া গেছে৷ মূল ভিডিও এবং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওর দৈর্ঘ্যও(১.১০ মিনিট) সমান পাওয়া গেছে।

মূল ভিডিওটি পর্যবেক্ষণে সেখানে শেখ হাসিনা ভোট চোর স্লোগান শুনতে পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে মূল ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ ইত্যাদি স্লোগান শোনা যায়।

অর্থাৎ, এ থেকে টিম চেক ফ্যাক্ট নিশ্চিত হয় যে বিশ্বব্যাংক কার্যালয়ের সামনে শেখ হাসিনা ভোট চোর স্লোগান দেওয়া হয়েছে দাবিতে প্রচারিত ভিডিওতে ‘শেখ হাসিনা ভোট চোর’ সাউন্ডট্র্যাকটি এডিট করে যুক্ত করা হয়েছে।

পরবর্তীতে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে একটি ইউটিউব চ্যানেলে ‘শেখ হাসিনা ভোট চোর’ (আর্কাইভ) শিরোনামে ৫ মাসে পূর্বে আপলোড করা একটি শর্টস ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ইউটিউব শর্টস ভিডিওটির সাউন্ডট্র্যাকের সাথে ‘শেখ হাসিনা ভোট চোর’ দাবিতে প্রচারিত ভিডিওর সাউন্ডট্র্যাকের হুবহু মিল পাওয়া যায়। পুরোনো এই সাউন্ডট্র্যাকটি মূলত উক্ত ভিডিওতে একাধিকবার প্লে করা হয়েছে।

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িতে ওঠার পূর্বমুহুর্তে ধারণ করা একটি ভিডিওতে ‘শেখ হাসিনা ভোট চোর’ পুরোনো স্লোগানের সাউন্ডট্র্যাক যুক্ত করে ভিডিওটি বিশ্বব্যাংক কার্যালয়ের সামনে ‘শেখ হাসিনা ভোট চোর’ স্লোগান দেওয়ার ভিডিও দাবি করে প্রচার করা হয়েছে। 

সুতরাং, বিশ্বব্যাংকের সামনে শেখ হাসিনা ভোট চোর স্লোগান দেয়া হয়েছে দাবি করে যে ভিডিওটি প্রচার করা হয়েছে সেটি এডিটেড।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM