ইন্টারনেট গুজব

কাবা শরীফের উপর দিয়ে বিমান ও পাখি চলাচল নিয়ে মিথ্যা তথ্য ভাইরাল

প্রকাশ: মে ২৮, ২০২২ ০৫:০৪ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাবা শরীফ সম্পর্কে বানানো একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে অবস্থিত হওয়ায় কাবা শরীফের উপর দিয়ে কখনও কোন প্লেন বা পাখি উড়ে যেতে পারে না। এমন দাবিতে কিছু ভিডিও সামনে আসার পর বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান চালায় টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

গত মে ২১, ২০২২ তারিখে Abhram Abhi নামের একটি ফেসবুক আইডি থেকে দেয়া একটি পোস্টে ৭.২৫ মিনিটের ভিডিওটি যুক্ত করে ক্যাপশনে লেখা হয়, 

কেন কাবা শরীফের উপর দিয়ে কখনও কোন প্লেন বা পাখি উড়ে যেতে পারে না দেখুন ভিডিওতে

কেন কাবা শরীফের উপর দিয়ে কখনও কোন প্লেন বা পাখি উড়ে যেতে পারে না

তাছাড়া Hanif Sarkar নামের অন্য আরেকটি ফেসবুক আইডি থেকে এবিষয়ে একটি ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করা হয় যার শিরোনাম ছিলো,

কাবা শরীফের উপর দিয়ে কেন কোন পাখি বা বিমান উড়ে যেতে পারে না

কাবা শরীফ

এমন দাবিতে আরও বেশ কিছু পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতে ভাইরাল ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখেছে টিম চেক ফ্যাক্ট। দেখা যায়, প্রতিটি ভিডিওতে কাবা শরীফ পৃথিবীর কেন্দ্রে অবস্থিত বলে উল্লেখ করা হয়েছে এবং কেন্দ্রে অবস্থিত হওয়ায় এক ধরনের চৌম্বক ক্ষেত্র কাবা শরীফের উপর দিয়ে চলাচল করে সব কিছুকে প্রবল আকর্ষণ করে। আর একারনেই কখনও কোন বিমান বা পাখি কাবার উপর দিয়ে চলাচল করতে পারে না বলে বলা হয়েছে। 

তবে কাবা শরীফ সত্যিই পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কিনা জানতে গুগলে কী-ওয়ার্ড সার্চ দেয়া হলে PARIS GLOBE INSTITUTE OF PHYSICS নামের একটি ওয়েবসাইটে 'Dynamics of geological fluids' শিরোনামের একটি প্রতিবেদন সামনে আসে। প্রতিবেদনটিতে লেখা আছে, The Earth's magnetic field is generated in the fluid part of the core by the geodynamo. The dynamo mechanism is a process that transforms kinetic energy into magnetic energy. The outer core is composed of liquid iron, a good conductor of electricity which allows the generation of electric currents at the origin of the earth's magnetic fi

অর্থাৎ পৃথিবীর ভূকেন্দ্রে একটা শক্তিশালী চৌম্বকক্ষেত্র রয়েছে। ম্যাগনেটিক ফিল্ডটি মূলত পরিচালিত হয় পৃথিবীর কেন্দ্রে থাকা তরল স্তর থেকে এবং এখান থেকে চৌম্বক শক্তি ছড়িয়ে পড়ে পৃথিবীতে। এ থেকে বোঝা যায়, পৃথিবীর কেন্দ্র পৃথিবীপৃষ্ঠে নয় বরং পৃথিবীর অভ্যন্তরভাগে অবস্থিত।

এর অর্থ দাঁড়াচ্ছে, যেহেতু পৃথিবী গোলাকার, সেহেতু পৃথিবীর কেন্দ্র বলে আপাতদৃষ্টিতে কিছু নেই। তাই কাবা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত নয়।

PARIS GLOBE INSTITUTE OF PHYSICS

আবার কেউ কেউ বলছেন, কাবার অবস্থান পৃথিবীর কেন্দ্রে না হলেও ‘ভৌগোলিক কেন্দ্রে’ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। পৃথিবীর কেন্দ্র ত্রিমাত্রিক একটি কনসেপ্ট হলেও ‘ভৌগোলিক কেন্দ্র’ একটি দ্বিমাত্রিক কনসেপ্ট। এই বিন্দুকে দ্বিমাত্রিক পৃথিবীর ভরকেন্দ্র হিসেবে কল্পনা করা যায়। আর এই বিন্দুটি কোথায় হবে, তা পৃথিবীর ভরের ডিস্ট্রিবিউশনের ওপর নির্ভরশীল। এটি হিসাব করা বেশ কষ্টসাধ্য একটি কাজ। তবে হাইজেনবার্গ হিসাব করে দেখিয়েছেন যে, এটি তুরস্কের একটি স্থানে অবস্থিত। অপরদিকে আরেকজন বিজ্ঞানীর হিসাবমতে, এটি মিসরের কোনো এক স্থানে অবস্থিত। এখানে আরও বিস্তারিত জানতে পারবেন। 

তাছাড়া গুগল কী-ওয়ার্ড সার্চে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম 'Voi English' এ প্রকাশিত 'The Center of The Earth and The Attraction of Magnets Are the Reasons for Planes Can't Pass Over the Kaaba, Really?' শিরোনামে একটি প্রতিবেদনে সৌদি আরবের একজন পাইলট ও পর্যবেক্ষক হাসান আল গামিদির একটি সাক্ষাৎকার পাওয়া যায়। তিনি কাবার উপর দিয়ে বিমান চলাচল না করার কারণ হিসেবে বলেছেন, মুলত কাবা শরীফের আশেপাশের এলাকাগুলো পাহাড়পর্বতে ঘেরা। ফলে যে কোন আকাশযানের ইঞ্জিনের শব্দে ইকো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এতে মসজিদটিতে প্রার্থনারতদের মনোযোগ নষ্ট হতে পারে ।    

'The Center of The Earth and The Attraction of Magnets Are the Reasons for Planes Can't Pass Over the Kaaba, Really

এছাড়া গুগল কী-ওয়ার্ড সার্চে timestravel নামের একটি ওয়েবসাইটের লিংক সামনে আসে, যেখানে পৃথিবীর ৬টি ‘নো ফ্লাই জোন’ এর নামের মাঝে মক্কার নামেরও উল্লেখ আছে। উঁচু পাহাড় ও নিরাপত্তাজনিত কারণে এখানে অধিকাংশ জায়গাগুলোকে ‘নো ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

timestravel

এছাড়া গবেষণাধর্মী কন্টেন্ট ক্রিয়েটর মিডিয়া প্লাটফর্ম 'roarmedia' তাদের ওয়েবসাইটে 'পৃথিবীর বিখ্যাত কয়েকটি 'নো ফ্লাই জোন'' শিরোনামে অক্টোবর ১৫, ২০১৯ তারিখে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে কাবাশরীফের নাম উঠে এসেছে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে,

"হজের মৌসুমে এবং অন্যান্য সময়ে নিরাপত্তার জন্য মক্কার আকাশে হেলিকপ্টারগুলোকে স্বচ্ছন্দ্যেই উড়তে দেখা যায়। তবে মূল কথা হলো, মক্কায় বিমান ওঠা-নামা করার জন্য কোনো বিমানবন্দর নেই। যদিও সেখানে প্রতি বছর শতকোটি মুসল্লি জমায়েত হয়, তবুও কাবার সার্বিক নিরাপত্তা এবং অন্যান্য বিষয় বিবেচনায় রেখে সেখানে কোনো বিমানবন্দর তৈরি করা হয়নি। যেহেতু মক্কায় কোনো বিমানবন্দর নেই, তাই মক্কার আকাশে বিমান উড়তে দেখা যাবে, এমন আশা করাও উচিত নয়।"

নো ফ্লাই জোন

পরবর্তীতে এই প্রতিবেদনের সূত্র ধরে মক্কার আকাশে সত্যিই কখনও হেলিকপ্টার উড়েছে কিনা জানতে সার্চ করা হলে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি’র একটি লিংক সামনে আসে যেখানে দেখা যায় মক্কার আকাশে হেলিকপ্টার উড়ছে। ছবিটির শিরোনামে লিখা আছে,

A general view shows a helicopter transporting journalists flying over Mina near the holy city of Mecca, during the hajj pilgrimage on September 13, 2016.

অর্থাৎ ‘একটি সাধারণ দৃশ্যে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর ১৩, ২০১৬ তারিখে হজের সময় পবিত্র শহর মক্কার মিনারের উপর দিয়ে সাংবাদিকদের পরিবহনকারী একটি হেলিকপ্টার।’   

A general view shows a helicopter transporting journalists flying over Mina near the holy city of Mecca, during the hajj pilgrimage on September 13, 2016.

তাছাড়া কাবা শরীফের উপর দিয়ে পাখি উড়ে যাওয়ার একাধিক ভিডিও বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম SAMAA TV তাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে মার্চ ১৩, ২০২০ তারিখে SUBHANALLAH!! | Birds Doing Tawaf Around Khana-e-Kaaba  অর্থাৎ সুবহানাল্লাহ!!  খানা--কাবার চারপাশে তাওয়াফ করছে পাখি শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় কাবা শরীফের চারপাশে এক ঝাঁক পাখি উড়ে বেড়াচ্ছে।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, পৃথিবীর কেন্দ্রে অবস্থিত হওয়ায় কাবা শরীফের উপর দিয়ে কখনও কোন প্লেন বা পাখি উড়ে যেতে পারে না দাবিতে যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তা সত্য নয়। মূলত মক্কায় বিমান ওঠা-নামা করার জন্য কোনো বিমানবন্দর নেই। তাছাড়া কাবার সার্বিক নিরাপত্তা এবং অন্যান্য বিষয় বিবেচনায় রেখে মক্কাকে পৃথিবীর অন্যতম ‘নো ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করায় সেখানে কোন বিমান উড়তে দেখা যায় না। তবে হজের মৌসুমে এবং অন্যান্য সময়ে নিরাপত্তার জন্য মক্কার আকাশে হেলিকপ্টারগুলোকে স্বচ্ছন্দ্যেই উড়তে দেখা যায়।  

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM