ইন্টারনেট গুজব

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সত্যিই বোমা পাওয়া গেছে?

প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০২২ ১২:৪৫ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে ক্যাপশনে দাবি করা হয়, গত ২৭শে ডিসেম্বর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা একটি বিমানে শক্তিশালী বোমা পাওয়া গেছে এবং আইন প্রয়োগকারী সংস্থা এই বোমাটি নিষ্ক্রিয় করেছে। ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হলে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।  

ভাইরাল তথ্যঃ

গত ২৭ ডিসেম্বর, ২০২২ তারিখে মোহাম্মদ নাঈম নামের একটি ফেসবুক আইডি থেকে ভাইরাল ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,  

শাহজালাল বিমানবন্দরে বিমানের লাগেজে শক্তিশালী বোমা অতপর… এখন বুমা টা পাটালো কোথায় অপরাধী কোথায় জনগণ জানতে চাই

একই দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের শুরুতেই টিম চেক ফ্যাক্ট ভাইরাল ভিডিওটি বারবার পর্যবেক্ষণ করলে দেখা যায় ভিডিওর শেষের দিকে বলা হচ্ছে যে, এটি বোমা নিষ্ক্রিয়করণের একটি মহড়া ছিল, এবং সেখানে আসল কোনো বোমা ছিল না। পরবর্তীতে এই বক্তব্যবের সূত্র ধরে গুগলে কী-ওয়ার্ড সার্চ করলে ২৮ ডিসেম্বর,২০২২ তারিখে জাতীয় গণমাধ্যম দৈনিক কালের কন্ঠ পত্রিকায় শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় মহড়া শিরোনামে একটি সংবাদ খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। সংবাদের বিস্তারিত অংশে বলা হয় যে,    

বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করার ঘটনাটি ছিল একটি মিশন। যেখানে শাহজালাল বিমানবন্দরে এই ধরনের কোনো ঘটনা ঘটলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তারই মহড়া চালানো হয়। প্রতি দুই বছর অন্তর বিমানবন্দরে এ জাতীয় মহড়া অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ টারমার্কের সম্মুখে এ মহড়ার আয়োজন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এছাড়া এই মহড়ার বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনগুলো পড়ুন এখানে, এখানে এবং এখানে

পাশাপাশি বিমানবন্দর সিকিউরিটি ফোর্সের সফল মহড়া সম্পন্ন  শিরোনামে বেসরকারি গণমাধ্যম Channel24 এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও ভাইরাল ভিডিওটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, গত ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর বোমা উদ্ধারের একটি মহড়ার ভিডিওকে বিমানের লাগেজে সত্যি বোমা পাওয়া গেছে দাবিতে ফেসবুকে প্রচার করলে দ্রুতই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। প্রকৃতপক্ষে সেখানে কোনো শক্তিশালী বোমা ছিল না কিংবা বিপদের কোনো আশংকাও ছিল না।  

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM