ইন্টারনেট গুজব

বঙ্গবাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সাহায্যে ড. ইউনূসের অর্থ সহায়তার দাবিটি মিথ্যা

প্রকাশ: এপ্রিল ১৬, ২০২৩ ০৫:৩০ AM

সম্প্রতি বঙ্গবাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সাহায্যে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয়, বঙ্গবাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ১০ কোটি টাকা সহায়তা দিয়েছেন ড. ইউনূস। এমন দাবিতে তথ্যটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।  

ভাইরাল তথ্যঃ  

Faces Of Bangladesh নামের একটি ফেসবুক পেজ থেকে এপ্রিল ১০, ২০২৩ তারিখে বিদ্যানন্দ ফাউন্ডেশনের লোগো সম্বলিত ড. ইউনূসের ১০ কোটি টাকা সহায়তা দেয়ার একটি গ্রাফিক পোস্টার

পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

মানুষ মানুষের জন্যে।

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট বিদ্যানন্দ ফাউন্ডেশনের অফিশিয়াল ফেসবুক পেজে ড. ইউনূসের ১০ কোটি টাকা প্রদানের ব্যাপারে কোন পোস্ট করা হয়েছে কিনা জানতে খোঁজ নিলে এ সংক্রান্ত কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মেসেজ বক্সে যোগাযোগ করলে তাদের কাছে এ ধরনের কোন তথ্য নেই বলে তারা টিম চেক ফ্যাক্টকে জানায়।

 

একইসাথে টিম চেক ফ্যাক্ট বিন্দ্যানন্দ কর্তৃপক্ষের সাথে ফোনে যোগাযোগ করলে তারা বিষয়টি মিথ্যা বলে টিম চেক ফ্যাক্টকে নিশ্চিত করে।

তাছাড়া ড. ইউনুস বঙ্গবাজার অগ্নিদুর্ঘটনায় কোন সহায়তা প্রদান করেছে কিনা জানতে কী-ওয়ার্ড সার্চ করলে এখন পর্যন্ত ড. ইউনূসের অর্থ সহায়তার কোন সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।   

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, ড. ইউনূসের বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে বঙ্গবাজার অগ্নিদুর্ঘটনায় ১০ কোটি টাকা সহায়তা প্রদানের দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM