ইন্টারনেট গুজব

কতটুকু কমেছে জ্বালানি তেলের দাম

প্রকাশ: আগস্ট ৩০, ২০২২ ০৭:৫৪ AM

গতকাল ২৯ আগষ্ট জ্বালানি তেলের মূল্য কমিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সম্প্রতি এই জ্বালানি তেলের মূল্যহ্রাস নিয়ে ফেসবুকে একটি দাবি ছড়িয়ে পড়েছে যে, জ্বালানি তেলের মূল্য ১৫ টাকা কমিয়েছে সরকার। আবার অনেকেই দাবি করেছেন জ্বালানি তেলের মূল্য কমেছে ৫ টাকা। ফেসবুকে এই দুই ধরণের তথ্য ছড়িয়ে পড়ায় সত্যতা অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

২৯ আগষ্ট, ২০২২ তারিখে Suvash Hawlader নামের একটি ফেসবুক আইডি থেকে জ্বালানি তেলের মূল্য নির্ধারণে বাংলাদেশ গেজেটের দুটি পাতার ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন,

ধন্যবাদ জাতির পিতার সুযোগ্য কন্যা

মাননীয় প্রধানমন্ত্রী

রাষ্ট্রনায়ক শেখ হাসিনা

সব ধরনের জ্বালানি তেলের মূল্য কমলো প্রতি লিটারে ১৫.০০ টাকা

সব ধরনের জ্বালানি তেলের মূল্য কমলো প্রতি লিটারে ১৫.০০ টাকা

ফেসবুকে একই দাবিতে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

এছাড়া ২৯ আগষ্ট,২০২২ তারিখে Emran Ahmed নামের ফেসবুক আইডি থেকে ৩ টি গেজেটের পাতার ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন,

ভোক্তা পর্যায়ে তেলের দাম লিটারে টাকা কমেছে

ধন্যবাদ দেশরত্ন শেখ হাসিনা আপা

ভোক্তা পর্যায়ে তেলের দাম লিটারে ৫ টাকা কমেছে

এরকম দাবিতে পোস্টগুলো দেখুন এখানে, এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে জ্বালানি তেলের নতুন মূল্য জানতে গুগলে কী-ওয়ার্ড সার্চ করলে বাংলাদেশে গণমাধ্যমে বেশ কিছু সংবাদ খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। জ্বালানি তেলের দাম লিটারে টাকা কমল শিরোনামে ২৯ আগষ্ট bdnews24.com এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়,

জ্বালানি তেলের দাম এক ধাক্কায় ৫০ শতাংশের মতো বাড়ানোর ২৩ দিন পর দাম কিছুটা কমিয়েছে সরকার ডিজেল, কেরোসিন, অকটেন পেট্রোল এই চার ধরনের জ্বালানির দাম লিটারে টাকা করে কমানোর সিদ্ধান্ত হওয়ার কথা সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

এরপর রাতে প্রজ্ঞাপন জারি হয় বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে তাতে জানানো হয়, নতুন দর সোমবার মধ্যরাত থেকেই কার্যকর হবে

জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমল

জ্বালানি তেলের মূল্য ৫ টাকা কমানো নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখুন এখানে, এখানে, এখানে

পরবর্তীতে টিম চেক ফ্যাক্ট জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে জ্বালানি তেলের মূল্য সম্পর্কিত একটি পোস্ট খুঁজে পায়। যেখানে তিনি লিখেন,

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিশ্ববাজারের সাথে দেশেও আমরা নিয়মিত মূল্য সমন্বয় করবো জাতীয় রাজস্ব বোর্ড গতকাল প্রজ্ঞাপনে আগামী ৩১/১২/২০২২ পর্যন্ত ডিজেলের উপর আরোপণীয় সমুদয় আগাম কর থেকে অব্যাহতি এবং আমদানী শুল্ক ১০% এর পরিবর্তে % নির্ধারণ করার ফলে ভোক্তা পর্যায় জ্বালানি তেল ডিজেল,কেরোসিন, অকটেন পেট্টোল -এর মূল্য সমন্বয় করা হয়েছে

আজ ( ২৯/০৮/২০২২) রাত ১২ টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভিতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১০৯ টাকা/ লিটার, কেরোসিন ১০৯  টাকা/ লিটার, অকটেন ১৩০  টাকা/ লিটার পেট্টোল ১২৫  টাকা/ লিটার হবে আমরা এখনো মনে করি সাধারণ মানুষের জন্য বর্তমান দামটাও একটু বেশি হয়ে যায়  সবার প্রতি অনুরোধ একটু ধৈর্য্য ধরুন আশা করি এই কঠিন সময় খুব বেশিদিন থাকবেনা জনবান্ধব আওয়ামী লীগ সরকার কোন অবস্থায়- জনগণের কষ্ট হয় এমন কোন কাজ করতে চায় না বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদেরকে নিরুপায় হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পথ বেছে নিতে হয়েছে

আন্তর্জাতিক বাজারে বর্তমানে ডিজেলের মূল্য ছিল প্রতি ব্যারেল ১৪৭.৬২ মার্কিন ডলার  সে অনুযায়ী প্রতি লিটার ডিজেলের মূল্য পড়ে ১২৮.৬১ টাকা অর্থাৎ ১০৯ টাকা ধরে ডিজেল বিক্রয় করলে প্রতি লিটারে বিপিসির লোকসান হবে ১৯.৬১ টাকাসবাইকে একটা তথ্য জানিয়ে রাখি, বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন বিগত ছয় মাসে ( ফেব্রুয়ারি ২২ থেকে জুলাই ২০২২ পর্যন্ত) জ্বালানি তেল বিক্রয়ে (সকল পণ্য ) ৮০১৪.৫১ কোটি টাকা লোকসান দিয়েছে

অর্থাৎ তার পোস্টেও জ্বালানি তেলের মূল্য ৫ টাকা কমেছে সেটা নিশ্চিত হওয়া যায়।

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো

এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর ওয়েবসাইটে পেট্রোলিয়াম পণ্যের স্থানীয় বিক্রয় মূল্যের  সর্বশেষ তালিকায় দেখা যায়, ডিজেল ১০৯ টাকা, কেরোসিন ১০৯ টাকা, অকটেন ১৩০ টাকা এবং পেট্রোল ১২৫ টাকা লিটার।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন

এ থেকে টিম চেক ফ্যাক্ট নিশ্চিত হয় যে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম ১৫ টাকা নয় ৫ টাকা কমেছে।

অতঃপর টিম চেকফ্যাক্ট ১৫ টাকা মূল্য কমার দাবিতে ভাইরাল পোস্টের গেজেটটি পর্যবেক্ষণ করলে দেখতে পায় যে,

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC) পূর্বের ভোক্তা পর্যায়ের মূল্যের থেকে ১৩ টাকা কমে ১০১ টাকায় তেল বিপণন কোম্পানি সমূহের কাছে ডিজেল ও কেরোসিন বিক্রয় করবে। এবং আরেকটি গেজেটে দেখা যায় যে, ভোক্তা পর্যায়ে পূর্ব মূল্য থেকে ৫ টাকা কমে সকল ধরনের জ্বালানি তেল বিক্রয় করবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC)

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC)

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, গতকাল জ্বালানি তেলের মূল্য কমিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে যেখানে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে ৫ টাকা। এবং তেল বিপণন কোম্পানীর নতুন ক্রয় মূল্য পূর্বের ভোক্তা পর্যায়ের মূল্যের থেকে ১৩ টাকা কম। অনেক ফেসবুক ব্যবহারকারী এই তেল বিপণন কোম্পানীর নতুন ক্রয় মূল্যকে ভোক্তা পর্যায়ের মূল্য ভেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকেন। সুতরাং, জ্বালানি তেলের মূল্য ১৫ টাকা কমার দাবিটি বিভ্রান্তিকর। 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM