ইন্টারনেট গুজব

‘নকল বা প্লাস্টিকের ডিম’ তৈরির দাবিটি কতোটুকু সত্য

প্রকাশ: আগস্ট ১৪, ২০২২ ০৬:২২ AM

ডিম সবচেয়ে বেশি প্রচলিত খাদ্য উপাদান। মানব শরীরের প্রোটিনের গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করে এই ডিম। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুরগির নকল বা ভেজাল ডিম তৈরীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। হাতে মুরগীর ডিম তৈরীর ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হওয়ায় টিম চেক ফ্যাক্ট ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধান চালায়।

ভাইরাল তথ্যঃ  

সম্প্রতি Sahif Islam Emon নামের ফেসবুক আইডি থেকে দেয়া ভিডিও ক্যাপশনে লিখা হয়,   

‘দেখুন মুরগী কি সুন্দর ভাবে ডিম দিতেছে, ভেজালে ভর্তি সবকিছু।‘ 

Independent Fact-Checking Organization from Bangladesh

ভিডিওটি গত কয়েক বছরে একাধিক সময়ে একই দাবিতে ফেসবুকে প্রচারিত হয়েছে।

গত ৬ মার্চ ২০২১ সালে Jewel Hussain নামের ফেসবুক আইডি থেকে দেয়া একই ক্যাপশনে প্রচারিত ভিডিওটি ২২ হাজার রিয়েক্ট, এক হাজার কমেন্ট ও ৬.৪ মিলিয়ন ভিউ হয়। 

Independent Fact-Checking Organization from Bangladesh

এই রকম আরও কিছু পোস্ট এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, ও এখানে

‘নকল বা প্লাস্টিকের ডিম’ তৈরির দাবিটি কতোটুকু সত্য

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানে দেখা যায় নকল ডিম নিয়ে ছড়িয়ে পড়া এসব খবরগুলোতে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত 'দ্যা ইন্টারনেট জার্নাল অফ টক্সিকোলজি'তে কৃত্রিম ডিম সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া আছে বলে দাবি করা হয়।

সেই অনুসারে 'দ্যা ইন্টারনেট জার্নাল অফ টক্সিকোলজি'র ওয়েবসাইটটিতে প্রবেশ করে সার্চ করলে আলেকজান্ডার লি'র লেখা Faked Eggs: The World's Most Unbelievable Invention শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়।  প্রতিবেদনটির Abstract অংশে লিখা থাকতে দেখা যায় ‘Drawing on reliable data extracted from Chinese newspapers, magazines and the Internet, অর্থাৎ এই প্রতিবেদনটি বিভিন্ন চাইনিজ পত্রিকা, ম্যাগাজিন ও ইন্টারনেট ব্লগের ওপর ভিত্তি করে বানানো হয়েছিলো, কোন বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে তা লেখা হয় নি। 

factcheck facts fact factory factsdaily factsb uz factor faction factoftheday factsoflife  facto factoflife factz factsaboutme factual factfriday factbts  fakenews factskpop knowledgeispower factsss  factoryoutlet shotz factss factorie factions factcheck factchecking checkfacts checkfactbd

পরবর্তীতে আমরা সম্প্রতি ভাইরাল ভিডিওটিকে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ফরাসি সংবাদমাধ্যম France24 এ "No, the Chinese aren't trying to poison us with plastic eggs" শিরোনামে ভিডিওটি সম্পর্কিত একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যা ২০১৮ সালের ৪ মে প্রকাশ করা হয়েছে। সে সময় ভিডিওটি চীনে নকল ডিম তৈরির কারখানার বলে সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছিল। প্রতিবেদন থেকে আরও জানা যায়, এগুলো মূলত স্লাইম নামের চটচটে এক ধরণের পদার্থ দিয়ে বানানো ডিম আকৃতির শিশুদের খেলনা, যা বিষাক্ত না হলেও খাদ্যদ্রব্য নয়।

"No, the Chinese aren't trying to poison us with plastic eggs"

সার্চ করার পর আরও জানা যায়, ডিমের আকৃতির মজার খেলনাটি মূলত একটি কোরিয়ান খেলনা প্রস্তুতকারকের তৈরি, যা চীনের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম থাওবাও-এর বিক্রি করা হচ্ছে।

চীনের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম থাওবাও

তাছাড়া এই বিষয়ে আরও জানতে গুগল কি-ওয়ার্ড সার্চ দিলে , Oneindia নামের ভারতীয় সংবাদমাধ্যমে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যা ২০২০ সালের ২৬ আগস্ট  প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের ক্যাপশনে লিখা হয়, Old FAKE video of China made plastic eggs being sold in India goes viral again অর্থাৎ, ভারতে চীনের তৈরি প্লাস্টিকের ডিম বিক্রির পুরনো নকল ভিডিও আবার ভাইরাল হয়েছে। সে সময় ভিডিওটি চীনে নকল ডিম তৈরির কারখানার বলে সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছিল।প্রতিবেদন থেকে আরও জানা যায়, এগুলো ডিম আকৃতির শিশুদের খেলনা। যা খাদ্যদ্রব্য নয়।

Old FAKE video of China made plastic eggs being sold in India goes viral again

এছাড়া প্রায় হুবহু আকৃতির ডিমের খেলনা ভিডিও ইউটিবেও খুঁজে পাওয়া গেছে।

স্লাইম কি জানো?

বিভিন্ন রঙের সাথে আমাদের জোড়ালো গ্লু মিশিয়ে তৈরি হয় স্লাইম। ইউটিউবে স্লাইম বানাবার প্রক্রিয়া দেয়া আছে।

অন্যদিকে আগস্ট ১, ২০১৭ তারিখে একটি বেসরকারি গণমাধ্যমে ‘নকল সন্দেহে ৩ হাজার ডিম জব্দ, পরীক্ষার জন্য আদালতে আবেদন’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।

নকল সন্দেহে ৩ হাজার ডিম জব্দ

পরবর্তীতে আগস্ট ৪, ২০১৭ তারিখে এই নিউজটির একটি ফলো আপ নিউজ প্রকাশ হয়। যেখানে দেখা যায় পরীক্ষায় কোন নকল ডিমের অস্তিত্বই পাওয়া যায়নি।

এছাড়া অনুসন্ধানে ইউটিউব সার্চে একটি বেসরকারি টিভি চ্যানেলের করা ‘তালাশ’ নামে একটি ভিডিও প্রতিবেদন চোখে পরে । সেখানেও বিভিন্ন জায়গা থেকে ডিম সংগ্রহ করে গবেষণাগারে পরীক্ষা করার পরেও কোনো নকল ডিমের নমুনা পাওয়া যায়নি।

সুতরাং উপরোক্ত সকল তথ্য পর্যালোচনা করে দেখা যায়, মূলত শিশুদের জন্য তৈরী খেলনাকে খাওয়ার উদ্দেশ্যে তৈরি নকল ডিম দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর। স্লাইম দিয়ে বানানো এই খেলনা ডিম বিষাক্ত না হলেও খাদ্যদ্রব্যও নয়। তাই ,ভাইরাল ভিডিওটি শিশুদের ডিম সাদৃশ্য খেলনার। বাস্তবে মুরগীর ডিমের সাথে এর কোন সম্পর্ক নেই।

 

 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM