ইন্টারনেট গুজব

ডিজিটাল ক্যামেরায় বেশি পিক্সেল মানেই কি ভালো ছবি!

প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২২ ১১:২৪ AM

প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ডিজিটাল যুগের সাথে তাল মিলাতে বাজারে এখন ক্যামেরা বলতে আমরা বুঝি ডিজিটাল ক্যামেরা। এনালগ ক্যামেরায় আমরা ব্যবহার করতাম ফিল্মস। কিন্তু ডিজিটাল ক্যামেরাতে ফিল্ম ছাড়াই ছবি তোলা যায় দেখে একে ফিল্মলেস ক্যামেরাও বলে। বহুল প্রচলিত একটি ধারণা হচ্ছে, ডিজিটাল ক্যামেরায়  পিক্সেল যত বেশি ছবির মান ততো ভালো। তাই  বর্তমানে সবাই ডিজিটাল  ক্যামেরা স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্যামেরার পিক্সেলকে অনেক গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু সত্যিই কি ডিজিটাল ক্যামেরায় বেশি পিক্সেল মানেই ভালো ছবি! এই তথ্যের সত্যতা যাচাই এবং বিস্তারিত জানার চেষ্টা করেছে টিম চেক ফ্যাক্ট।  

পিক্সেল কিঃ

পিক্সেল কথাটি আমরা প্রায় শুনি বিশেষ করে যারা নতুন ফোন কিংবা ডিজিটাল ক্যামেরা কিনি। যেমন, অমুক ফোনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল, তমুক ফোনের ক্যামেরা ১৪ মেগাপিক্সেল। এই মেগাপিক্সেল বা পিক্সেল আসলে কি?

পিক্সেল বলতে বোঝায় একটা ছবির এক বিন্দু তথ্য। এবং কোনো সেন্সর এর পিক্সেল কাউন্ট বলতে বোঝায় সেই সেন্সরে পিক্সেল এর মোট সংখ্যা। পিক্সেল কাউন্ট হল একটি ছবির সারি(Row) এবং কলাম(Column) এ যত পিক্সেল আছে তার গুণফল। যেমন, একটি সেন্সর যদি ১০০০*১০০০ পিক্সেল এর হয় তাহলে এর পিক্সেল কাউন্ট হবে ১০০০০০০ বা ১ মেগাপিক্সেল। এভাবেই পিক্সেল কাউন্টের উপর ভিত্তি করে ক্যামেরার পিক্সেল এর সংখ্যা বেড়ে সেই ক্যামেরা ৮ কিংবা ১৪ কিংবা অন্য কোনো সংখ্যার মেগাপিক্সেল হয়।

ডিজিটাল ক্যামেরায় কি লেন্স ব্যবহার করা হয়ঃ বেশিরভাগ ডিজিটাল ক্যামেরাতে ইমেজ সেন্সর হিসেবে  CCD(Charge Couple Device)  ব্যবহার করা হয়। আবার কিছু কিছু ক্যামেরায় ইমেজ সেন্সর হিসেবে CMOS (Complementary Metal Oxide Semiconductor) টেকনোলজি ব্যবহার করা হয়। CCD এবং CMOS এর ইমেজ সেন্সর পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন ।

CCD সেন্সর এ সবগুলো পিক্সেল এর জন্য একটি মাত্র এমপ্লিফায়ার বা বিবর্ধক থাকে। যেখানে CMOS  সেন্সরে প্রতিটি আলাদা আলাদা পিক্সেল এর জন্য আলাদা আলাদা এমপ্লিফায়ার থাকে। আবার CCD সেন্সর এর তুলনায় CMOS  সেন্সর পাওয়ার ও কম ব্যবহার করে। তবে ছবি কেমন আসবে এটা যতটা না সেন্সর এর প্রকারভেদের উপর নির্ভর করে তার চেয়ে বেশি নির্ভর করে ইমেজ প্রসেসিং এর এলগরিদম এবং ক্ষমতার উপর।

CCD(Charge Couple Device)  ও CMOS (Complementary Metal Oxide Semiconductor) সম্পর্কে আরো জানতে ক্লিক করুন এখানে এবং এখানে। 

ছবিতে পিক্সেলের ব্যবহারঃ

 একটা ধারণা আমাদের মধ্যে আছে যে পিক্সেল যত বেশি হবে ছবির কোয়ালিটি বা মান তত ভালো হবে। কথাটি পুরোপুরি সত্য নয়। অবশ্য বিক্রেতা কেনার সময় বলতে পারে যে, মেগাপিক্সেল যত বেশি হবে ছবি তত ভালো আসবে। কারণ ক্যামেরার মেগাপিক্সেল এর মান যত বেশি হবে দামটাও একটু বেশি হবে।

আমরা ইতিমধ্যে জেনেছি, পিক্সেল বলতে বোঝায় একটা ছবির এক বিন্দু তথ্য। এরকম একটি ডিজিটাল ছবিতে মিলিয়ন মিলিয়ন তথ্য বিন্দু বা পিক্সেল থাকে। এবং ১ মেগা=১ মিলিয়ন।

সুতরাং ৮ মেগা মানে ৮ মিলিয়ন। কিংবা ২০ মেগাপিক্সেল মানে ২০ মিলিয়ন পিক্সেল। যেহেতু ডিজিটাল ক্যামেরার ছবিগুলোর আকার আয়তাকার আকৃতির হয়ে থাকে, সেহেতু এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত সমান হয়না।

এখন আমরা যদি একটা ল্যান্ডস্কেপ ছবির কথা চিন্তা করি তাহলে ধরা যাক, ১০ মেগাপিক্সেল এবং ১৮ মেগাপিক্সেল এর ২ টা ক্যামেরার ক্ষেত্রে কি হবে?

১০ মেগাপিক্সেল এর ক্যামেরার ছবির পিক্সেল এর অনুপাত হবে,

 

৩৮৭২*২৫৯২ [প্রস্থ=৩৮৭২, দৈর্ঘ্য=২৫৯২ ]

 

১৮ মেগাপিক্সেল এর ক্যামেরার ছবির পিক্সেল এর অনুপাত হবে,

 

৫১৮৪*৩৪৫৬ [প্রস্থ=৫১৮৪, দৈর্ঘ্য=৩৪৫৬ ]

 

উক্ত পিক্সেল এর সংখ্যা কে গুণ করলে আমরা মোট পিক্সেল এর সংখ্যা পাবো। যেমন,

 

৩৮৭২*২৫৯২=১০০,৩৬,২২৪=১০ মিলিয়ন পিক্সেল বা ১০ মেগাপিক্সেল।

 

৫১৮৪*৩৪৫৬=১৭৯,১৫,৯০৪=১৮ মিলিয়ন পিক্সেল বা ১৮ মেগাপিক্সেল।

 

এখন খুব স্বাভাবিকভাবেই মনে হতে পারে, ১০ মেগাপিক্সেল এর ক্যামেরা থেকে ১৮ মেগাপিক্সেল এর ক্যামেরার কোয়ালিটি ভালো হবে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন।

 

১৮ মেগাপিক্সেল এর ক্যামেরায় তোলা ছবিটা আকারে ১০ মেগাপিক্সেল এর ছবির চেয়ে বড় হবে এতে সন্দেহ নেই। কিন্তু কেউ যদি আকারে ছোট সাইজের ছবি প্রিন্ট করে যেমন ৪*৬ সাইজের, তাহলে কোন ছবিটা ১০ মেগাপিক্সেল এর ক্যামেরায় তোলা, আর কোন ছবিটা ১৮ মেগাপিক্সেল এর ক্যামেরায় তোলা সেটা বের করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হবে। প্রকৃতপক্ষে ৯*১২ সাইজের ছবি পর্যন্ত এই দুই মেগাপিক্সেল এর ক্যামেরায় তেমন কোনো পার্থক্য ধরা যাবেনা।

তবে কেউ যদি ১৬*২০ সাইজের ছবি প্রিন্ট করে তবে অবশ্যই ১৮ মেগাপিক্সেল এর ক্যামেরার ছবির কোয়ালিটি ভালো হবে। আর দ্বিতীয় কথা হল, শুধু প্রিন্টের সাইজই নয়, পিক্সেল যত বেশি হবে সেই ছবির ডিজিটাল ফাইল এর আকার ও বেশি হবে। এজন্য কেউ যদি বেশি মেগাপিক্সেল এর ক্যামেরায় ছবি তোলে সেই ছবি সংরক্ষণের জন্য মেমোরি কার্ডের ধারণ ক্ষমতাও বেশি হতে হবে।

এক কথায় বড় সাইজের ছবি মানে---

  • মেমোরি কার্ডের ক্যাপাসিটি বেশি হতে হবে
  • মেমোরি কার্ড থেকে কম্পিউটার এ স্থানান্তর এ বেশি সময় নেবে।
  • কম্পিউটার এর হার্ড ড্রাইভ এ অতিরিক্ত জায়গা দখল করবে।
  • ই-মেইল কিংবা কোনো সোশ্যাল সাইটে আপলোড কিংবা পাঠানোর ক্ষেত্রে এর সাইজ কমিয়ে নিতে হবে কিংবা অটোমেটিক কমে যাবে।
  • কোনো অনলাইন গ্যালারিতে ছবি সংরক্ষণ করতে চাইলে আপলোডে অনেক সময় নিবে।

নিচের টেবিল থেকে সহজেই একটা ধারণা পাওয়া যাবে যে কত মেগাপিক্সেল এর ক্যামেরায় সর্বোচ্চ কত সাইজ পর্যন্ত ছবির কোয়ালিটি ভালো থাকবে।

বেশি পিক্সেলের ছবির উপকারিতা

বেশি মেগাপিক্সেল সুবিধা বড় আকারের ছবি প্রিন্ট করা যায় ছবির কোয়ালিটি নষ্ট হওয়া ছাড়াই। যেমন, ১২ মেগাপিক্সেল এর একটা ছবি এবং ২০ মেগাপিক্সেল এর একটা ছবি ৪*৬ সাইজে প্রিন্ট করলে কোনো পার্থক্যই ধরা যাবেনা। কিন্তু একই ছবি যদি ২০*২৪ সাইজে প্রিন্ট করা হয় তাহলে কোয়ালিটিতে ব্যাপক পার্থক্য ধরা যাবে। ১২ মেগাপিক্সেল এর ছবিটার শার্পনেস এবং কালার কোয়ালিটি অনেকটাই কমে যাবে। অনেকটা নিচের ছবিটির মত।

আরেকটা সুবিধা হল যদি ছবি এডিটিং এ কেউ পারদর্শী হন কিংবা পছন্দ করেন তাহলে বেশি মেগাপিক্সেল এর ক্যামেরা তার জন্য সুবিধাজনক।

সুতরাং কারো যদি বড় আকারের ছবির প্রতি দুর্বলতা থাকে তাহলে তার জন্য বেশি মেগাপিক্সেল এর ক্যামেরা ঠিক আছে। কিন্তু কেউ যদি কাজের প্রয়োজনে কাউকে মেইলে পাঠানো কিংবা ছোট সাইজের ছবি প্রিন্ট করতে চায় তাহলে তার জন্য বেশি মেগাপিক্সেল এর ডিজিটাল ক্যামেরা মানে টাকা, সময়, স্পেস সবকিছুরই অপচয়।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM