ইন্টারনেট গুজব

বলিউড অভিনেতা টাইগার শ্রফ কি মারা গেছেন?

প্রকাশ: মে ১৫, ২০২৩ ০৯:৩০ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ ইউটিউবের বিভিন্ন চ্যানেলে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বলিউড অভিনেতা টাইগার শ্রফ মারা গেছেন। এমন দাবিতে বেশকিছু পোস্ট সামনে আসলে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট। 
ভাইরাল তথ্য
মে ১০, ২০২৩ Cholonbil Vlogs By SM নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয় 
টাইগার শ্রফ এর মৃত্যু। Tiger Shroff is dead. 

এমন দাবিতে আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান


অনুসন্ধানের শুরুতেই বলিউড অভিনেতা টাইগার শ্রফের মারা যাওয়ার দাবিতে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা যায়, এগুলো ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি পুরোনো ভিডিও থেকে নেওয়া অংশ ও ছবি যুক্ত করে বানানো হয়েছে।  
তাছাড়া অভিনেতা টাইগার শ্রফের মৃত্যু বিষয়ক কোনো প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কিনা জানতে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চ করা হলে এ বিষয়ে বাংলাদেশ কিংবা ভারতের কোনো সংবাদমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায় নি। 
এছাড়া বলিউড অভিনেতা টাইগার শ্রফের সাম্প্রতিক কার্যক্রমের বিষয়ে জানতে কী-ওয়ার্ড অনুসন্ধান বেসরকারি গণমাধ্যম bdnews24.com এ প্রকাশিত একটি প্রতিবেদন সামনে আসে। প্রতিবেদনটি পড়ে জানা যায়, তিনি বর্তমানে তার নতুন সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া‘র শুটিং নিয়ে ব্যস্ত আছেন। 

টাইগার শ্রফের মারা যাওয়ার দাবিটি অধিকতর যাচাইয়ের জন্য তার ভেরিফাইড ফেসবুক পেজের অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, পেজে যথাক্রমে ১০ মে ২০২৩ ও ১৪ মে ২০২৩ সকালে অভিনেতার ফিজিক্যাল এক্টিভিটির দুটি রিল ভিডিও শেয়ার করা হয়।   

এছাড়া গত ০৭ মে তিনি একটি পোস্টে তার নতুন সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র শুটিংয়ের একটি দৃশ্য শেয়ার করেন।

এছাড়া ১২ মে ২০২৩ তারিখেও টাইগার শ্রফের ভেরিফাইড পেজ থেকে বেশকিছু ছবি শেয়ার করতে দেখা যায়। 

মূলত গত ৯ মে ২০২৩ তারিখ থেকে বলিউড অভিনেতা টাইগার শ্রফের মৃত্যুর একটি সংবাদ কোন নির্দিষ্ট তথ্যসূত্র ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভারতীয় গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এই অভিনেতার মৃত্যু সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে সম্প্রতি তিনি কাজের নিয়মিত আপডেট দিয়ে গেছেন। সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এটা স্পষ্ট যে, বলিউড অভিনেতা টাইগার শ্রফ মারা গেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM