ইন্টারনেট গুজব

ক্রিকেটার মৃত্যুঞ্জয় কি আল-কোরআনের হাফেজ?

প্রকাশ: মার্চ ২৯, ২০২২ ১১:৪৭ AM

গত ২১ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ২০২২ আসরের পর্দা উঠেছে। দেশী বিদেশী নানা খেলোয়াড়ের খেলার ধরণ ও স্টাইল কোনকিছুই বাদ যাচ্ছেনা ভক্ত-সমর্থকদের আলোচনা থেকে। সম্প্রতি খেলা সংক্রান্ত ফেসবুক গ্রুপ ও পেইজে ক্রিকেটার মোহাম্মদ মৃত্যুঞ্জয়কে নিয়ে কিছু ছবি ও পোস্ট ভাইরাল হয়েছে, যাতে দাবী করা হয় মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনের হাফেজ। এ ধরণের তথ্য সামনে আসার পর  খবরটির সত্যতা যাইয়ে নেমেছিলো চেক ফ্যাক্ট । আসুন দেখে নেই অনুসন্ধানে কি তথ্য উপাত্ত পেলাম আমরা।

 ভাইরাল তথ্যঃ

TEAM TIGERS নামক ফেসবুক গ্রুপে RM Kibria পোস্ট করে লিখেন, “মৃত্যুঞ্জয় একটি সুন্দর  নাম। অনেকেই মনে করে মৃত্যুঞ্জয় একজন হিন্দু। সে ছেলেটি একজন মুসলিম, পুরো নাম মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন”

ফেসবুকে এরকম আরো পোষ্ট দেখুন এখানে, এখানে

 চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

যেহেতু দাবীটি মৃত্যুঞ্জয় চৌধুরীর শিক্ষাজীবনের সাথে সম্পর্কিত। তাই তার শিক্ষাজীবনের তথ্যনুসন্ধানে টিম ফ্যাক্ট চেকার গুগল কী ওয়ার্ড সার্চের সহায়তা নেয়। সেখান থেকে আমরা তার সম্পর্কে জানতে পারি বিস্তারিত।

মৃত্যুঞ্জয় চৌধুরী

পুরো নাম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন। সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী গ্রামে জন্ম মৃত্যুঞ্জয় চৌধুরীর। বাবার নাম তাহাজ্জত হোসেন চৌধুরী। ২০১০ সালে পরিবারসহ ঢাকায় আসার দুই বছর পর তিনি আবাহনীর মাঠে ক্রিকেট কোচিংয়ে ভর্তি হন, সেখান থেকেই পেশাদার ক্রিকেটার। ২০১৮ সালে মৃত্যুঞ্জয় অনুর্ধ্ব ১৭ বাংলাদেশ ক্রিকেট দলের সাথে ভারত সফরে যান। এরপর ইংল্যান্ডে অনুর্ধ্ব ১৯ পর্যায়ের একটি ত্রিদেশীয় সিরিজেও গতি আর সুইং দিয়ে সবার নজর কাড়েন তিনি।

গুগল কী- ওয়ার্ড সার্চে মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরীর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ  Mohammad Mrittunjoy Chowdhury  থেকে তার পেইজের অ্যাডমিনের বরাতে একটি পোষ্ট খুঁজে পায় টিম ফ্যাক্ট চেকার। পেইজটি থেকে ১৩ই ফেব্রুয়ারি পোস্ট করে লেখা হয়,

কিছু ভুল তথ্যের সংশোধনী পোস্ট:

বিভিন্ন পেজে এটা লিখে প্রচারণা করা হচ্ছে যে মৃত্যুঞ্জয় কোরআন এর হাফেজ যেটা সবার ভুল ধারণা উনি কোরআন এর হাফেজ নন তবে একজন দ্বীনদার মুসলিম

~ এডমিন

কোরআনের হাফেজ অর্থঃ

হাফিজ (আরবি: حافظ‎‎), এর বাংলা প্রতিশব্দ রক্ষক। তবে হাফিজ বলতে বুঝানো হয় যার সমস্ত কোরআন ৩০ পাড়া মুখস্থ আছে। হাফিজা হাফেজ শব্দের স্ত্রীলিঙ্গ।

উক্ত ফেসবুক পোস্টের মাধ্যমে টিম ফ্যাক্ট চেকার নিশ্চিত হয়েছে যে বিপিএলের ২০২২ আসরের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকের মাধ্যমে আলোচনায় আসা মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী মূলত কোরআনের হাফেজ নন

তাই টিম ফ্যাক্ট চেকার জানাচ্ছে খবরটি অসত্য

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM