ইন্টারনেট গুজব

সত্যিই কি বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট?

প্রকাশ: জানুয়ারী ১৫, ২০২৩ ০১:০৮ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫০ টাকার নোটের একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে দাবি করা হচ্ছে এটি ৫০ টাকার নতুন নোট যা অনুমতি পেলেই বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। কোন তথ্যসূত্র ছাড়াই পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

১১ ডিসেম্বর ২০২২ Sheikh Altaf Rana নামের ফেসবুক আইডি থেকে মেট্রোরেল ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ৫০ টাকার নোটের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,

বাজারে নতুন নোট আসছে..। অনুমতি পেলেই ছাড়করন করবে বাংলাদেশ ব্যাংক।

একই দাবিতে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ভাইরাল ৫০ টাকার নোটটি পর্যবেক্ষণ করলে দেখতে পায় ৫০ টাকার নোটটিতে লাল অক্ষরে লেখা রয়েছে, “স্মারক নোট, বিনিময়যোগ্য নয়”। তাছাড়া নোটটিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকার মেট্রোরেলের ছবি থাকতে দেখা যায়।

উল্লেখ্য, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থান ও ঘটনাসমূহকে স্মরণীয় করে রাখতে কোন প্রতীকী মুদ্রা বা নোট ছাপায়, তাই স্মারক নোট বা মুদ্রা নামে পরিচিত। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় নানা উপলক্ষ্য কেন্দ্র করে স্মারক নোট বা মুদ্রা ছাপিয়ে থাকে।   

পরবর্তীতে ৫০ টাকার এই স্মারক নোটটি কোন সময়ের জানতে কী-ওয়ার্ড সার্চ করলে ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে বেসরকারি সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে মেট্রোরেল চালু উপলক্ষে আসছে ৫০ টাকার স্মারক নো  শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়,  

বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন।

প্রতিবেদনে ভাইরাল নোটের ছবিটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটেও Issuance of 50 Taka Commemorative Note Inauguration of Bangladeshs First Metro Rail শিরোনামে ৫০ টাকার স্মারক নোট প্রকাশের বিষয়ে একটি প্রেস রিলিজও খুঁজে পাওয়া যায়।  

পাশাপাশি মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারিত ভিডিওতেও (১:৫৭:৩৫ মিনিট সময় থেকে) ৫০ টাকার স্মারক নোটটি প্রধানমন্ত্রী কর্তৃক অবমুক্ত করতে দেখা যায়।

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, ফেসবুকে ভাইরাল নোটটি কোনো প্রচলিত বাণিজ্যিক নোট নয়, এটি একটি স্মারক নোট। বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের এই স্মারক নোটটি মুদ্রণ করে এবং ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে নোটটি অবমুক্ত করেন। সেই স্মারক নোটটিকেই সম্প্রতি বাজারে নতুন নোট আসছে, অনুমতি পেলেই ছাড়করণ করবে বাংলাদেশ ব্যাংক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।  

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM