ইন্টারনেট গুজব

ছবিটি কি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের নাতির?

প্রকাশ: জুলাই ২৫, ২০২৩ ১২:৩৫ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকুরের সাথে একটি বালকের ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে, ছবিটি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের পৌত্র বা নাতি মুস্তফা হুসাইনের। কোন তথ্যসূত্র ছাড়াই ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

১৬ অক্টোবর, ২০২০ তারিখে Afea Tanjem নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

ছবিতে যাকে দেখছেনইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের পৌত্র মুস্তফা হুসাইন।

আমেরিকার সৈন্যরা যখন সাদ্দামের বাসভবনে অপারেশন চালায়, ১৪ বছরের কিশোর মুস্তফা একাই তখন শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যায়। অপারেশনে অংশ নেওয়া আমেরিকান সৈন্যদের ভাষ্য থেকে জানা যায়যখন তারা সামনে অগ্রসর হতে শুরু করে, তখন মুস্তফা তাদের উপর তীব্রভাবে গুলি ছুঁড়তে শুরু করে। ৪০০ আমেরিকান সৈন্যদের অগ্রসর হওয়া সে একাই রোধ করে দেয়।

অথচ তার সামনে নিথর-নিস্তব্ধ হয়ে পড়েছিল বাপ-চাচার লাশ। এ বীর-শার্দুল একটুও ঘাবড়ায়নি। সামান্য একটা রাইফেল দিয়েই সে ১৪ জন আমেরিকান সৈন্যকে জাহান্নামের টিকেট ধরিয়ে দেয়। টানা ৬ ঘন্টা সে একাই বিশ্বের উন্নত সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ৪০০ আমেরিকান সৈন্যের বিরুদ্ধে পাহাড়ের মতো অবিচল থেকে লড়াই চালিয়ে যায়। অবশেষে তাকেও শাহাদাতের অমীয় সুধা পান করতে হয়। শামিল হতে হয় অনন্ত-মহাকালের অভিযাত্রীদের কাতারে।

অপারেশন সাকসেস করে আমেরিকান সৈন্যরা যখন ভেতরে প্রবেশ করে, ভেতরের দৃশ্য দেখে তাদের বিশ্বাস হচ্ছিল না যে, গত ছয়-সাত ঘন্টা এ কিশোর তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছিল! তাদের জন্য আরও আশ্চর্যের বিষয় ছিল, এ কিশোর একাই তাদের বিরুদ্ধে লড়ছিল। সঙ্গে যারা ছিল, তারা লড়াইয়ের শুরুতেই প্রাণ হারিয়েছিল!

নিউইয়র্ক টাইমসের বিখ্যাত প্রবন্ধ 'মুস্তফা হুসাইন'-এ প্রাবন্ধিক রবার্ট লিখেছেন

'যদি মুস্তফার মতো বীর-শার্দুল আমেরিকায় জন্ম নিত, তাহলে আমরা আমাদের প্রতিটা শহরে তার স্মৃতিসৌধ বানাতাম। সবখানে তার প্রশংসা করা হতোকারণ সে ইতোমধ্যেই প্রতিরোধ-যুদ্ধের নায়কে পরিণত হয়েছে।'

ভয়ে মরে কাপুরুষ, লড়ে যায় বীর!!

একই দাবিতে ফেসবুকে আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘sudest 57’ নামের একটি ওয়েবসাইটে “STEVE McCURRYANIMALS EXHIBITION AVAILABLE FOR RENTAL” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ সালে ফটোগ্রাফার স্টিভ ম্যাককারি উপসাগরীয় অঞ্চলে পরিবেশ এবং প্রাণীজগতের উপর যুদ্ধের বিধ্বংসী প্রভাব নথিভুক্ত করার সময় এই ছবিগুলো তুলেছিলেন।

এই প্রতিবেদনটির Selected Works বিভাগে অন্যান্য ছবির সঙ্গে এক হাতে অস্ত্র ও অন্য হাতে কুকুর ধরে তোলা ভাইরাল ছবিটিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে টিম চেক ফ্যাক্ট স্টিভ ম্যাককারির অফিশিয়াল ইনস্টাগ্রাম একাউন্টেও  ২০১৭ সালের ১৪ আগস্ট “This portrait of an Afghan fighter will be in my new book, Afghanistan  শিরোনামে ছবিটি খুঁজে পায়। ছবিটির বিস্তারিত বিবরণীতে স্টিভ ম্যাককারি আরও বলেন, ছবিটি তাশচেন নামে একটি প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হবে।

তাশচেন প্রকাশনা সংস্থাঃ 

এছাড়া সংবাদ সংস্থা এএফপি'র ফ্যাক্টচেকিং ওয়েবসাইট AFP Fact Check Photo of Afghan teen misrepresented as Saddam Hussein’s grandson শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে জার্মান ভিত্তিক প্রকাশনা সংস্থা তাশচেন এর বরাতে জানায়, ভাইরাল ছবিটি ২০১৭ সালের সেপ্টেম্বরে তাদের প্রকাশিত বই Afghanistan এ অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, এক হাতে অস্ত্র ও অন্য হাতে কুকুর ধরে তোলা আলোচিত তরুণের ছবিটি তুলেছিলেন যুদ্ধে মানুষের ক্ষয়ক্ষতির ছবি নিয়ে কাজ করা বিভিন্ন পুরস্কারজয়ী চিত্রগ্রাহক স্টিভ ম্যাককারি। তিনি এই ছবিটি তুলেছিলেন আফগানিস্তানে যা পরবর্তীতে জার্মান ভিত্তিক প্রকাশনা সংস্থা তাশচেন থেকে ২০১৭ সালে প্রকাশিত তার বই Afghanistan এ অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি এই ছবিটিকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নাতি মুস্তাফা হুসাইন নামে প্রচার করা হচ্ছে, যা সম্পুর্ণ ভিত্তিহীন। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM