ইন্টারনেট গুজব

ভিডিওটি কি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর ?

প্রকাশ: সেপ্টেম্বর ০৬, ২০২২ ০৭:৪০ AM

গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে গেলে তাকে বিমানবন্দরে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে ভারত সফরের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয়, ২০০৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারত সফর গেলে তাকে বিমানবন্দরে স্বাগত জানান ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভিডিওটি কোন তথ্যসূত্র ছাড়াই ফেসবুকে ছড়িয়ে পড়লে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

সেপেটম্বর ৫, ২০২২ তারিখে Mohammed Muhib chowdhury নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

দেখুন ২০০৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারত সফর করেন এসময় ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিমানবন্দরে স্বাগত জানান

২০০৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারত সফর করেন। এসময় ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিমানবন্দরে স্বাগত জানান।

একই দাবিতে ফেসবুকে এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভারত সফরসূচী সম্পর্কে জানতে কী-ওয়ার্ড সার্চ করা হলে, সংগ্রামের নোটবুক ওয়েবসাইটে দৈনিক প্রথম আলোর একটি পেপার কাটিং খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। যেখানে ২১ শে মার্চ, ২০০৬ তারিখে নয়াদিল্লিতে খালেদা জিয়াকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে  শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়,

২০ মার্চ, ২০০৬ তারিখে রাষ্ট্রীয় সফরে খালেদা জিয়া ভারতের ইন্দিরা গান্ধী বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ পররাষ্ট্রসচিব শ্যামশরণ

রাষ্ট্রীয় সফরে খালেদা জিয়া ভারতের ইন্দিরা গান্ধী বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ ও পররাষ্ট্রসচিব শ্যামশরণ

এছাড়া ছবি সংগ্রহকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান গেটি ইমেজেস ওয়েবসাইটেও ২০০৬ সালের সফরে খালেদা জিয়াকে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ ও পররাষ্ট্রসচিব শ্যামশরণের অভ্যর্থনা জানানোর একটি ছবি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

খালেদা জিয়া

এ থেকে টিম চেক ফ্যাক্ট নিশ্চিত হয় যে, ২০০৬ সালে ভারত সফরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বিমানবন্দরে অভ্যর্থনা জানাননি। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ ও পররাষ্ট্রসচিব শ্যামশরণ।

পরবর্তীতে ভাইরাল ভিডিওটির মূল উৎস খুঁজে পেতে টিম চেক ফ্যাক্ট ভিডিওটি থেকে ছবি সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক বার্তা সংস্থা AP এর ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ৩০ জুলাই Bangladesh PM Zia visits শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। ভিডিওটির বিবরনীতে দেখা যায়,

ভারতের রাষ্ট্রপতি ভবনে ২০০৬ সালের ২১ মার্চ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং

রিভার্স মেজে প্রাপ্ত ভিডিওটির সাথে ভাইরাল ভিডিওটির সম্পূর্ণ সাদৃশ্যতা খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

ভারতের রাষ্ট্রপতি ভবনে ২০০৬ সালের ২১ মার্চ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং

এছাড়া টিম চেক ফ্যাক্ট ভারতের মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে ২০০৬ সালের ২২ মার্চ Joint Press Release, State Visit of Begum Khaleda Zia, Prime Minister of Bangladesh  শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়। যেখান থেকে জানা যায় খালেদা জিয়া ২০০৬ সালের ২০মার্চ  থেকে ২২ মার্চ পর্যন্ত ভারতে সফর করেন। এবং সফরসূচী অনুযায়ী ২১ মার্চ মনমোহন সিংয়ের সাথে খালেদা জিয়ার রাস্ট্রপতি ভবনে সাক্ষাত হয়।

Joint Press Release, State Visit of Begum Khaleda Zia, Prime Minister of Bangladesh

 

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, ২০০৬ সালে ভারত সফরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভারত সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন ভারতের তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ এবং পররাষ্ট্রসচিব শ্যামশরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি মূলত ভারতের রাষ্ট্রপতি ভবনে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং কর্তৃক ২০০৬ সালের ২১ মার্চ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাস্ট্রপতি অভ্যর্থনা জানানোর সময়কার। সুতরাং, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভারত সফরকালে তাকে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং কর্তৃক বিমানবন্দরে স্বাগত জানানোর দাবিতে ভাইরাল ভিডিওটির দাবিটি মিথ্যা। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন। 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM