ইন্টারনেট গুজব

যৌন হয়রানির অভিযোগ আমলে না নেয়ার সিদ্ধান্তটি বাংলাদেশের আদালতের নয়

প্রকাশ: আগস্ট ২৩, ২০২২ ১২:০৪ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে, বাংলাদেশের বিচার বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে, উস্কানিমূলক পোশাক পরলে যৌন হয়রানির অভিযোগ আমলে নেবে না আদালত। তথ্যটি মুহুর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।    

ভাইরাল তথ্যঃ

গত আগষ্ট ১৮, ২০২২ তারিখে তারিফুল ইসলাম তারেক নামের ফেসবুক আইডি থেকে তথ্যটি পোস্ট করে লেখা হয়,

উস্কানিমূলক পোশাক পরলে যৌন হয়রানির অভিযোগ আমলে নেবে না আদালত।

উস্কানিমূলক পোশাক পরলে যৌন হয়রানির অভিযোগ আমলে নেবে না আদালত

একই দাবিতে ফেসবুকে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট কী-ওয়ার্ড সার্চ করলে ১৮ আগষ্ট, ২০২২ তারিখে বাংলাদেশী সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর ওয়েবসাইটে উস্কানিমূলক পোশাক পরলে যৌন হয়রানির অভিযোগ আমলে নেবে না আদালত শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পায়। প্রতিবেদনের বিস্তারিত অংশে লেখা হয়,

কোনো নারী যদি ‘উস্কানিমূলক পোশাক পরেন। তাহলে তার করা যৌন হয়রানির অভিযোগ আমলে নেয়া হবে না। ভারতের কেরালার এক আদালত বুধবার এমন মন্তব্য করেছেন।

এনডিটিভি’র প্রতিবেদন অনুযায়ী, সেখানে সমাজকর্মী ও লেখক সিভিক চন্দ্রনের বিরুদ্ধে একজন যুবতী লেখিকাকে ২০২০ সালের ৮ই ফেব্রুয়ারি নন্দি সমুদ্র সৈকতে যৌন হয়রানির অভিযোগ থেকে জামিন অনুমোদন করে আদালত ওই মন্তব্য করেছেন।

উস্কানিমূলক পোশাক পরলে যৌন হয়রানির অভিযোগ আমলে নেবে না আদালত

এছাড়া প্রায় একই শিরোনামে দেশের আরো কিছু গণমাধ্যমে সংবাদটি খুঁজে পায় টিম চেকফ্যাক্ট যেখানে প্রতিটি প্রতিবেদনের বিস্তারিত অংশেই অংশেই এটি ভারতের আদালতের মন্তব্য বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনগুলো পড়ুন এখানে, এখানে, এখানে এবং এখানে

অর্থাৎ শিরোনামে দেশের নাম উল্লেখ না করা হলেও দাবিকৃত তথ্যটি বাংলাদেশের আদালতের নয় বরং এটি ভারতের কেরালা রাজ্যের এক আদালতে।  

পরবর্তীতে চ্যানেল২৪ এর প্রতিবেদনের সূত্র ধরে কী-ওয়ার্ড সার্চ করে এবিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'র প্রতিবেদনটি খুঁজে বের করে টিম চেক ফ্যাক্ট । মহিলা উত্তেজক পোশাক পরলে যৌন হেনস্থা মামলা প্রাথমিকভাবে দাঁড়ায় না, বলছে কোর্টের পর্যবেক্ষণ শিরোনামে ১৭ আগষ্ট, ২০২২ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়,   

A sex harassment charge will not stick if the woman was "wearing a sexually provocative dress", a Kerala court said today while granting bail to activist Civic Chandran. A social activist and author, Mr Chandran is accused of sexually harassing a young writer at a camp in Nandi Beach on February 8, 2020. In his bail application, 74-year-old Mr Chandran produced photographs of his accuser in court. Reserving its order, the Kozhikode Sessions Court said the woman was wearing "sexually provocative dresses", so the allegation didn't wash.

অর্থাৎ, মহিলা যৌন উত্তেজক পোশাক পরে থাকলে যৌন হয়রানির অভিযোগ গৃহীত হবে না, সমাজকর্মী সিভিক চন্দ্রনকে জামিন দেওয়ার সময় আজ  জানিয়েছে কেরালার একটি আদালত।  

একজন সামাজিক কর্মী এবং লেখক, মিস্টার চন্দ্রনের বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি, ২০২০-এ নন্দী সৈকতে একটি শিবিরে একজন তরুণ লেখককে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছিলো।

তার জামিনের আবেদনে, ৭৪ বছর বয়সী মিস্টার চন্দ্রান আদালতে তার অভিযুক্তের ছবি তুলে ধরেন।

তার কোঝিকোড দায়রা আদালত বলেছে যে চন্দ্রনের বয়স ৭৪ এবং তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তাই তিনি নিজে অন্য ব্যক্তির উপর জোর করতে পারেন না এবং মহিলাটি যৌন উত্তেজক পোশাক পরেছিলেন, তাই অভিযোগটি গৃহীত হবে না।

A sex harassment charge will not stick if the woman was "wearing a sexually provocative dress", a Kerala court said today while granting bail to activist Civic Chandran. A social activist and author, Mr Chandran is accused of sexually harassing a young writer at a camp in Nandi Beach on February 8, 2020. In his bail application, 74-year-old Mr Chandran produced photographs of his accuser in court. Reserving its order, the Kozhikode Sessions Court said the woman was wearing "sexually provocative dresses", so the allegation didn't wash.

 ভারতীয় গণমাধ্যমে এবিষয়ে প্রকাশিত আরো কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

পাশাপাশি একাধিকবার অনুসন্ধান করেও বাংলাদেশি কোনো আদালতের এরূপ রায় বা পর্যবেক্ষণের খবর প্রকাশের কোন তথ্য খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট।

 

মূলত, ২০২০ সালের ৮ই ফেব্রুয়ারি ভারতের নন্দি সমুদ্র সৈকতে সমাজকর্মী ও লেখক সিভিক চন্দ্রনের বিরুদ্ধে এক যুবতী লেখিকাকে যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে আদালত জানায় ওই নারী যৌন উস্কানিমুলক পোশাক পরেছিলেন। অভিযুক্ত ব্যক্তি জামিন আবেদনের সঙ্গে যেসব ছবি উত্থাপন করেছেন সে অনুযায়ী অভিযোগকারী নিজেই পোশাক পরে নিজেকে এক্সপোজ করেছেন। এগুলো যৌন উস্কানি হিসেবে বিবেচনা করা যায়। তাই অভিযুক্তের বিরুদ্ধে দন্ডবিধির ৩৫৪  ধারা ব্যবহার করা যায় না।  

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, নারী উস্কানিমূলক পোশাক পরলে তার করা যৌন হয়রানির অভিযোগ আমলে নেয়া হবে না এমন মন্তব্যটি ভারতের কেরালা আদালতের। কিন্তু ঘটনাটি ভারতের হলেও বাংলাদেশী সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রচারিত সংবাদের শিরোনামে ভারত শব্দটি উল্লেখ না  করায় ঘটনাটি বাংলাদেশের কোনো স্থানের ভেবে বিভ্রান্তির সৃষ্টি হয়। ফলে ফেসবুক ব্যবহারকারীরা বিষয়টি যথাযথ যাচাই না করে শুধুমাত্র শিরোনামটি কপি-পেস্ট করে উক্ত মন্তব্যটি বাংলাদেশের আদালতের মন্তব্য দাবিতে ফেসবুকে প্রচার করলে মুহূর্তেই সংবাদটি ভাইরাল হয়ে পড়ে। 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM