ইন্টারনেট গুজব

বাংলাদেশে মডেল মসজিদ নির্মাণে সৌদি সরকারের অর্থায়নের বিষয়টি সত্য নয়

প্রকাশ: জানুয়ারী ২১, ২০২৩ ১২:৪৩ PM

১৬ জানুয়ারি ২০২৩ বাংলাদেশে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে আরও ৫০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনকে কেন্দ্র করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, সৌদি আরবের অর্থায়নে এসব মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। এমন দাবিতে বেশকিছু ফেসবুক পোস্ট সামনে আসলে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।     

ভাইরাল তথ্যঃ

১৬ জানুয়ারি ২০২৩ Md Nurul Haque নামের একটি ফেসবুক আইডি থেকে মডেল মসজিদের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

সৌদি আরবের সাবেক বাদশা আবদুল্লাহ এর অর্থায়নে নির্মিত নতুন নান্দনিক মডেল মসজিদ আজ দেশের অনেক উপজেলায় উদ্বোধন হলো। ইতোপূর্বে অনেকটি উদ্বোধন হয়েছিল এবং  সামনে আরও উদ্বোধনের অপেক্ষায়। ধন্যবাদ সৌদি সরকারকে আমাদের দেশে এমন সুন্দর মসজিদ উপহার দেয়ার জন্য।

একই দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট মডেল মসজিদ নির্মাণ ও বাস্তবায়ন প্রকল্প সম্পর্কে গুগলে কী-ওয়ার্ড সার্চ করলে সৌদি নয়, সরকারি অর্থায়নে মডেল মসজিদ শিরোনামে ১০ জুন, ২০২১ তারিখে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়। প্রতিবেদনের বিস্তারিত অংশে বলা হয়,

মডেল মসজিদ তৈরির পরিকল্পনা হাতে নেওয়ার পর সৌদি আরবকে অর্থায়নের অনুরোধ জানানো হয়। সৌদি আরব আগ্রহ প্রকাশ করে ৮ হাজার ১৭০ কোটি টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে শেষ পর্যন্ত দেশটি অর্থায়নে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে প্রকল্পটি নিজস্ব অর্থায়নে করার সিদ্ধান্ত নেয় সরকার।

এছাড়া পরবর্তীতে বাংলাদেশের ইংরেজি গণমাধ্যম দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণে ২০১৭ সালের ১৮ মে Confusion over KSA $1b fund to build 560 mosques  শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। যেখানে প্রতিবেদনে বাংলাদেশে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে সৌদি সরকারের অর্থায়ন নিয়ে বাংলাদেশ সরকারের দাবির প্রসঙ্গে সৌদির তৎকালীন সংস্কৃতি ও তথ্য মন্ত্রী আওয়াদ আল-আওয়াদের একটি মন্তব্য উল্লেখ করা হয়। ডেইলে স্টারে উল্লিখিত সৌদি মন্ত্রীর মন্তব্যটি হলো,

This is simply not true. Saudi Arabia has never committed such funding for the mosque-building project. Any commitment by the Saudi government of this nature would only be considered after receiving an official request from the host country’s government. When such an agreement is finalized there would definitely be an official announcement by both countries

অর্থাৎ,

এটি সত্য তথ্য নয়। সৌদি আরব মসজিদ নির্মাণ প্রকল্পে এ ধরনের অর্থায়নের প্রতিশ্রুতি দেয়নি। সৌদি সরকার এই প্রকৃতির যেকোনো প্রতিশ্রুতি সাহায্য প্রার্থী রাষ্ট্রের কাছ অনুরোধ পাওয়ার পর বিবেচনা করবে। যখন এই ধরনের একটি চুক্তি চূড়ান্ত হবে তখন অবশ্যই উভয় দেশের আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানানো হবে।

সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রী আওয়াদ আল-আওয়াদ তৎকালীন বক্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের সময় বাংলাদেশ সরকারের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তৈরি প্রকল্পে অর্থায়ন করার ব্যাপারে সৌদি সরকার আগ্রহ প্রকাশ করেছে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়। তবে প্রস্তাবটি সৌদি আরবের রাজসভা (মন্ত্রিসভা) অনুমোদন না করায় এ প্রকল্পে অর্থায়ন করেনি সৌদি সরকার। পরে বাংলাদেশ সরকার নিজেদের টাকায় মডেল মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেয়, যা এখনো চলমান। বিবিসি, ওয়াশিংটন টাইমস সহ দেশবিদেশের স্বীকৃত গণমাধ্যমগুলোও এই সংবাদ প্রকাশ করেছে। প্রকল্পের ৫৬০টি মসজিদের মধ্যে নির্মাণ কাজ শেষে প্রথম পর্যায়ে ২০২১ সালে ৫০ টি এবং গত ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে আরো ৫০ টি সহ এখন পর্যন্ত মোট ১০০ টি মসজিদ উদ্ভোধন করা হয়েছে।   

 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM