ইন্টারনেট গুজব

বিএনপি ক্ষমতায় দাবিতে গণমাধ্যমের নকল নিউজকার্ড প্রচার

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৩ ১০:১৭ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে 'এইমাত্র পাওয়া ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি' শীর্ষক শিরোনামে একটি নিউজকার্ড বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টিভির নামে প্রচার করা হয়। উক্ত নিউজকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

গেল ৭ নভেম্বর ২০২৩ তারিখে আফরোজা ইসলাম আসমা নামের একটি ফেসবুক আইডি থেকে উক্ত নিউজকার্ডটি পোস্ট করা হয়।

চেক ফ্যাক্ট অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতেই ভাইরাল নিউজকার্ডে থাকা ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগোর সূত্র ধরে উক্ত গণমাধ্যমটি এমন কোনো নিউজকার্ড বা সংবাদ প্রকাশ করেছে কিনা জানতে গণমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে উক্ত তথ্য সম্বলিত কোনো নিউজকার্ড বা সংবাদ খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট।

কিন্তু, অনুসন্ধানে গত ২ নভেম্বর গণমাধ্যমটির অফিসিয়াল ফেসবুক পেজে "রোববার থেকে আবারো ২ দিন অবরোধের ঘোষণা বিএনপির" শীর্ষক শিরোনামে প্রচারিত একটি নিউজকার্ড টিম চেক ফ্যাক্টের নজরে আসে। উক্ত নিউজকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের পাশাপাশি ব্যবহৃত ছবির সাথে ভাইরাল নিউজকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

অর্থাৎ, ২ নভেম্বর ইনডিপেনডেন্ট টিভির ফেসবুক পেজে প্রচারিত এই নিউজকার্ডটি এডিট করেই ভাইরাল নিউজকার্ডটি তৈরি করা হয়েছে বলে টিম চেক ফ্যাক্টের অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে।

পরবর্তীতে, ভাইরাল এই নিউজকার্ডটিকে 'মিথ্যা প্রচার' উল্লেখ করে ইনডিপেনডেন্ট টিভির ফেসবুক পেজে প্রচারিত একটি নিউজকার্ড দেখতে পায় টিম চেক ফ্যাক্ট। উক্ত নিউজকার্ডে ‘ইনডিপেনডেন্টের নামে ছড়িয়ে দেওয়া সংবাদটি ভুয়া’ বলে জানানো হয়।

পারতপক্ষে, দেশের শাসন ক্ষমতা পরিবর্তন হলে সে বিষয়ে দেশের সব মূলধারার গণমাধ্যমেই অবশ্যই সংবাদ প্রকাশ হতো। বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলো বেশ কয়েকবছর ধরেই রাজপথে আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় গেল অক্টোবরের ২৮ তারিখের পর হতে বিএনপি ও তার সমমনা দলগুলো প্রায় নিয়মিত হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করে আসছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলতি মাসেই নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে,

ইনডিপেনডেন্ট টেলিভিশনের নিউজকার্ডের ডিজাইনে 'ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি' শিরোনামে ইন্টারনেট ভাইরাল নিউজকার্ডটি নকল এবং নিউজকার্ডে উল্লেখিত দাবিটি মিথ্যা।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM