ইন্টারনেট গুজব

এমআইটিতে ভর্তির সুযোগ পাওয়া নাফিস জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়

প্রকাশ: মার্চ ২২, ২০২৩ ০৩:৩৮ PM

সম্প্রতি আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) ভর্তির সুযোগ পেয়েছেন বাংলাদেশের চাঁদপুর জেলার নাফিস নামের এক শিক্ষার্থী। এই সংবাদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে দাবি করা হয় যে, দেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এমআইটিতে ভর্তির সুযোগ পেয়েছেন নাফিস। কোন তথ্যসূত্র ছাড়াই দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

Jessore's Diary-যশোর'স ডায়েরী নামের একটি ফেসবুক আইডি থেকে গত ১৭ মার্চ ২০২৩ নাফিসের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে নয়

বরং, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আমেরিকার বিশ্ববিদ্যালয় এমআইটিতে বাংলাদেশের নাফিস।

শুধু দরকার নিজের ইচ্ছাশক্তি ও অদম্য মেধাশক্তি।

একই দাবিতে ফেসবুকে আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট নাফিসের এমআইটি’তে ভর্তির ব্যাপারে জানতে কী-ওয়ার্ড সার্চ করলে এইচএসসি পাসের আগেই এমআইটিতে ভর্তির সুযোগ পেয়ে নাফিসও অবাক শিরোনামে বেসরকারি গণমাধ্যম প্রথম আলোতে একটি প্রতিবেদন খুঁজে পায়। ১৭ মার্চ ২০২৩ প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়,

চাঁদপুর সরকারি কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ছেন নাফিস উল হক ওরফে সিফাত। বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন তিনি। তবে এর আগেই তিনি বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) স্নাতকে ভর্তির সুযোগ পেয়েছেন। গত বুধবার এমআইটি থেকে পাঠানো এক ইমেইলে নাফিসের ভর্তির সুযোগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া এমআইটিতে পড়ার সুযোগ পেলেন নাফিস, শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা শিরোনামে বাংলা ট্রিবিউনে আরেকটি সংবাদ খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। এই প্রতিবেদনেও বলা হয়,

 

এইচএসসি পাস করার আগেই বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজিতে (এমআইটি) পড়ার সুযোগ পেয়েছেন চাঁদপুর সরকারি কলেজের ছাত্র মো. নাফিস উল হক সিফাত। শুক্রবার সকালে (১৭ মার্চ) কলেজে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

নাফিস চাঁদপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

এছাড়া দেশের আরো কিছু গণমাধ্যম নাফিসের এমআইটিতে পড়ার সুযোগ পাওয়ার ব্যাপারে সংবাদ প্রকাশ করে। যেখানে প্রতিটি প্রতিবেদনেই নিশ্চিত করা হয় নাফিস চাঁদপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র। এসম্পর্কিত প্রতিবেদনগুলো পড়ুন এখানে, এখানে এবং এখানে

পরবর্তীতে টিম চেক ফ্যাক্ট চাঁদপুর সরকারি কলেজে যোগাযোগ করলে তারা জানায়, চাঁদপুর সরকারি কলেজে স্নাতক ও সম্মান কোর্সগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হলেও নাফিস উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিকের কোর্স উচ্চ মাধ্যমিক বোর্ডের অধীনে পরিচালিত হয়। তাই নাফিস জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, চাঁদপুর সরকারি কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও সম্মান কোর্স পরিচালিত হলেও নাফিস উচ্চ মাধ্যমিক বোর্ডের অধীনে পরিচালিত উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। তাই নাফিস জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। সুতরাং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এমআইটিতে সুযোগ পেয়েছেন নাফিস দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টগুলো সত্য নয়। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।   

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM