ইন্টারনেট গুজব

নভোএয়ারের বিমানের ভিডিওকে নেপালের বিমান দুর্ঘটনার বলে প্রচার

প্রকাশ: ফেব্রুয়ারী ১৯, ২০২৩ ১২:১৪ PM

১৫ জানুয়ারি ২০২৩ তারিখে নেপালে একটি অভ্যন্তরীন রুটের বিমান দূর্ঘটনায় ৬৮ জন নিহন হন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানের অভ্যন্তরীণ একটি ভিডিও বিপুল পরিমানে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভিডিওটি নেপালে সেই বিমান দূর্ঘটনার ঠিক আগ মুহূর্তে ধারণ করা হয়েছে। এমন দাবিতে ভিডিওটিসহ বেশকিছু পোস্ট সামনে আসার পর ভিডিওটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।    

ভাইরাল তথ্যঃ

৭ ফেব্রুয়ারি ২০২৩ Mukta'& mom life style নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,  

বিমানের ভিতরে শেষ ঘুম!!নেপালে বিধ্বস্ত বিমানের একটি ভিডিও রীতিমতো চমকে দিলো মানুষের হৃদয়কে।

একই দাবিতে ফেসবুকে আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ভাইরাল ভিডিওটি থেকে বিভিন্ন ফ্রেমে ছবি সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ করলে ইউটিউবে ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ABC Tech News নামক একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটির ক্যাপশনেই ভিডিওটি খুঁজে পায়।

 

পরবর্তীতে ভাইরাল ভিডিওটি একাধিকবার পর্যবেক্ষণ করলে টিম চেক ফ্যাক্ট দেখতে পায় ভাইরাল এই ভিডিওটি নভোএয়ার এয়ারলাইন্সের একটি বিমানের যা কিনা বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিমান পরিবহনব্যবস্থা।   

 

পরবর্তিতে নভোএয়ারের ওয়েবসাইটে প্রবেশ করে এর রুট ম্যাপে দেখা যায়, বাংলাদেশের বাইরে এখন পর্যন্ত শুধুমাত্র ভারতের কলকাতায় নভোএয়ার এর ফ্লাইট পরিচালিত হয়েছে । তাছাড়া নভোএয়ারের কোনো যাত্রীবাহী বিমান নেপাল যায় না। তাই সেখানে বিমানটির দূর্ঘটনার দাবিটি অযৌক্তিক। এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমেও নভোএয়ারের বিমান দূর্ঘটনার কোন খবর খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট।

অতঃপর নেপালের ঘটা বিমান দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে টিম চেক ফ্যাক্ট কী-ওয়ার্ড সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদন খুঁজে পায়। ৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়,

২০২৩ এর জানুয়ারিতে নেপালে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত বিমানটি ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান যার নাম ইয়েতি এয়ারলাইন্স ফ্লাইট ৬৯১

এছাড়া ভারতীয় গণমাধ্যম NDTV এর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে এবিষয়ে একটি ভিডিওতে বলা হয়, ভাইরাল ভিডিওটি নেপালের ইয়াতি এরায়লাইন্সের বিমানে থাকা একজন যাত্রী দূর্ঘটনার আগমুহূর্তে ধারণ করা হয়েছে। কিন্তু উক্ত ভিডিওটির সাথে ভাইরাল ভিডিওটির কোন সদৃশ্যতা খুঁজে পাওয়া যায়নি।   

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, নেপালের বিমান দুর্ঘটনার আগমুহূর্তে একটি ভিডিও ধারণ করা হলেও ভাইরাল ভিডিওটি নেপাল দুর্ঘটনার নয়, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানসংস্থা নভোএয়ারের একটি ফ্লাইটের ভিডিও। নেপালের বিমান দুর্ঘটনার ধারাবাহিকতায় উক্ত ভিডিওটিকে নেপালের দূর্ঘটনার দৃশ্য বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।  

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM