ইন্টারনেট গুজব

জাপানের পুরোনো ভিডিও তুরস্কের ভূমিকম্পের দাবিতে প্রচার

প্রকাশ: ফেব্রুয়ারী ১৩, ২০২৩ ০১:০২ PM

সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক প্রকাশ হচ্ছে বিপর্যয়ের বিভিন্ন ছবি ও ভিডিও। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে দাবি করা হচ্ছে এটি তুরষ্কে ভূমিকম্প আঘাত হানার সময়ের একটি দৃশ্য। এমন দাবিতে ভিডিওটিসহ বেশকিছু পোস্ট সামনে আসলে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

৭ ফেব্রুয়ারি, ২০২৩ Jundullåh Zåmi নামের একটি ফেসবুক আইডি থেকে ভূমিকম্প আঘাত হানার দৃশ্যটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,  

ইয়া আল্লাহ!

ভূমিকম্পের সর্টক্লিপ #তুরষ্ক

৭.৮ মাত্রার স্মরণকালের সবচেয়ে বেশিমাত্রার ভূমিকম্প।

একই দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেকফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ভাইরাল ভিডিওটি থেকে বিভিন্ন ফ্রেমে ছবি সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ করলে Y R নামক একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পায়। সেখানে দেখা যায় ভিডিওটি ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি চ্যানেলটিতে আপলোড করা হয়েছে এবং জাপানি ভাষায় প্রকাশিত ভিডিওটির বিবরণী বাংলায় অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায়,  

৩.১১ তে মেট্রোপলিটন এক্সপ্রেসওয়ে রুট ৬ মাত্রার ভূমিকম্পের দৃশ্য।

পরবর্তীতে এই ভিডিওর সূত্র ধরে টিম চেক ফ্যাক্ট ২০১৯ সালে জাপানে সংঘটিত ভূমিকম্পের ব্যাপারে কী-ওয়ার্ড সার্চ করলে VID CLIPS নামের একটি চ্যানেলেও ৬ মে, ২০২২ তারিখে প্রকাশিত ভিডিওতে বলা হয়, এটি ২০১১ সালে জাপানে সংঘটিত ভূমিকম্পের একটি ভিডিও। এছাড়া ভিডিওটির ফ্রেমেও দেখা যায় ভিডিওটির ধারণকাল ২০১১ সালের ১১ মার্চ। উল্লেখ্য VID CLIPS চ্যানেলে খুঁজে পাওয়া ভিডিওটির সাথে ভাইরাল ভিডিওটির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে ২০১১ সালের মার্চে জাপানে সত্যিই কোন ভূমিকম্প আঘাত হেনেছিলো কিনা জানতে কী-ওয়ার্ড সার্চ করলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি-র ওয়েবসাইটে “Japan earthquake and tsunami of 2011” শিরোনামে ১০ মার্চ ২০২১ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় যে, জাপানে সেই ভূমিকম্প আঘাত হানার ১০ বছর অতিক্রান্ত হওয়ায় এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, ভিডিওটি জাপানের ২০১১ সালের মার্চ মাসে সংঘটিত একটি ভূমিকম্পের। সম্প্রতি তুরস্কের  ভূমিকম্পের প্রেক্ষিতে ভিডিওটি তুরস্কের  ভূমিকম্পের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পুর্ণ মিথ্যা। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM