ইন্টারনেট গুজব

মামুনুল হকের মুক্তির দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল

প্রকাশ: ফেব্রুয়ারী ০৮, ২০২৩ ০৪:০৬ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনুল হকের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে ক্যাপশনে দাবি করা হচ্ছে যে, কারাগার থেকে মুক্তি পেয়েছেন মামুনুল হক। এমন দাবিতে ভিডিওটিসহ বেশকিছু ফেসবুক পোস্ট সামনে আসলে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।    

ভাইরাল তথ্যঃ

৩ জানুয়ারি, ২০২৩ Ahmed Sikder নামের একটি ফেসবুক আইডি থেকে মামুনুল হকের ভিডিওটি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়,  

এবার ফাইনালি মুক্তি পেলেন।। মাওলানা মামুনুল হক

একই দাবিতে ফেসবুকে প্রচারিত আরো কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেকফ্যাক্ট গুগলে কী-ওয়ার্ড সার্চ করলে কোন গণমাধ্যমে সম্প্রতি মামুনুল হকের মুক্তির কোন সংবাদ খুঁজে পায়নি। পরবর্তীতে টিম চেক ফ্যাক্ট ফেসবুকে ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওর কথাগুলো থেকে বোঝা যায়, ভিডিওতে মামুনুল হক মূলত ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে অবস্থান কর্মসূচী এবং এর পরবর্তী সময়ে তার (মামুনুল হক এর) গ্রেফতার, কারাগারের অভিজ্ঞতা এবং জেলমুক্তির ব্যাপারে কথা বলছিলেন। পরবর্তীতে এই ভিডিওর বক্তব্যের সূত্র ধরে ফেসবুকে ভাইরাল ভিডিওটির ন্যায় একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২০ সালের ৬ই মে প্রচারিত এই ভিডিওটির উপস্থাপক রাফি বিন মনির এবং অতিথি মামুনুল হক  উভয়ের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছিল।

উল্লেখ্য ২০২০ সালের ৬ মে এ মামুনুল হকের অফিশিয়াল পেজে প্রকাশিত ভিডিওটির সাথে সম্প্রতি ভাইরাল ভিডিওটির সম্পূর্ণ সাদৃশ্যতা খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয় বরং এটি ২০২০ সালের একটি ভিডিও ।

এছাড়া মামুনুল হকের মুক্তির ব্যাপারে সর্বশেষ তথ্য জানতে খোঁজ করা হলে ৪ জানুয়ারি, ২০২৩ প্রথম আলোতে প্রকাশিত একটি রিপোর্টে জানা যায়, ৪ জানুয়ারি ২০২৩ তারিখে মামুনুল হকের সাক্ষ্য গ্রহণের কথা ছিল, কিন্তু তা হয়নি এবং আদালতে হাজির করা হয়নি মামুনুল হককে।

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, সম্প্রতি মামুনুল হকের মুক্তির দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত ২০২০ সালের। ২০২১ সালে তাকে গ্রেফতার করা হলেও এখনো মুক্তি পাননি তিনি। সুতরাং মামুনুল হকের মুক্তির দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন।  

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM