ইন্টারনেট গুজব

চীনের চা বাগানের ছবি বাংলাদেশের চট্টগ্রামের দাবিতে প্রচার

প্রকাশ: জানুয়ারী ১১, ২০২৩ ১২:২০ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চা বাগানের ছবি ব্যাপকভাবে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ছবিটি বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত কোদালা চা বাগানের। কোন তথ্যসূত্র ছাড়াই ছবিটি ফেসবুকে ভাইরাল হলে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।   

ভাইরাল তথ্যঃ

১৪ অক্টোবর, ২০২২ তারিখে স্বপ্নের সিঁড়ি নামের একটি ফেসবুক পেজ থেকে চা বাগানের ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

আমাদের দেশেরই একটি চা-বাগান।বেশ দৃষ্টি নন্দিত!!

বাগানটির নাম কোদালা চা-বাগান।।

রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।।।

ভাইরাল ছবি্টি ব্যবহার করে একই দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।   এবং এখানে।  

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে CARE OF NATURE নামের একটি গ্রুপে গত ২৯ মে, ২০২১ তারিখে সর্বপ্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। 

তাছাড়া রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ADEL ALI BIN ALI এর ভেরিফায়েড টুইটার একাউন্টে ছবিটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট, যেখানে ছবিটির ক্যাপশনে বলা হয় এটি চীনের একটি চা বাগানের ছবি।  

পরবর্তীতে এই ছবির ক্যাপশনের সূত্র ধরে গুগলে কী-ওয়ার্ড সার্চ করে টিম চেক ফ্যাক্ট। সার্চের মাধ্যমে ২০২১ সালের ১৯ এপ্রিল চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) এর ভেরিফায়েড টুইটার একাউন্টেও  ভাইরাল  চা বাগানের ছবিটিসহ একাধিক ছবি খুঁজে পাওয়া যায়, ছবিটির ক্যাপশনে বলা হয় ছবিগুলো চীনের পূর্বাঞ্চলীয় ঝচিয়াং প্রদেশের চিনহুয়া শহরের একটি চা বাগানের। উল্লেখ্য, রিভার্স ইমেজ ও কী-ওয়ার্ডে প্রাপ্ত ছবির সাথে ভাইরাল ছবিটির সম্পূর্ণ সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

তাছাড়া রিভার্স ইমেজ সার্চে 'Oriental Image' নামের একটি ইউটিউব চ্যানেলেও ২০২১ সালের ১১ মে আপলোড করা একটি ভিডিও খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। ভিডিওটির দৃশ্যের সাথে ভাইরাল ছবিগুলোর সাদৃশ্যতা খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনেও এটিকে ঝচিয়াং প্রদেশের চিনহুয়া শহরের একটি চা বাগানের বলে উল্লেখ করা হয়েছে।   

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, ভাইরাল ছবিটি মূলত চীনের ঝচিয়াং প্রদেশের চিনহুয়া শহরের একটি চা বাগানের। গত ১৯ এপ্রিল ২০২১ তারিখে চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের অফিশিয়াল টুইটার একাউন্টে চা বাগানটির কিছু ছবি প্রকাশ করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা চা-বাগানের ছবি দাবিতে প্রচার হতে থাকে। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।  

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM