ইন্টারনেট গুজব

জেলেনস্কির মাদকদ্রব্য গ্রহণের দাবিতে ছবি ভাইরাল

প্রকাশ: আগস্ট ৩০, ২০২২ ১১:১৩ AM

ইউক্রেন - রাশিয়ার যুদ্ধের মাঝে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির একটি ছবি সম্প্রতি  সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে যে, মাদক দ্রব্য কোকেইন গ্রহণ করছেন জেলেনস্কি। ছবিটি সামনে আসার পর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

২০ আগষ্ট,২০২২ তারিখে Lennon Musta নামের একটি টুইটার একাউন্ট থেকে ছবিটি টুইট করে লেখা হয় যে,

Nazi Zelensky taking cocaine,

অর্থাৎ, কোকেইন গ্রহণ করছেন নাজি জেলেনেস্কি

Nazi Zelensky taking cocaine

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করা হলে বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদন সামনে আসে। ভাইরাল ছবির সাথে আংশিক সাদৃশ্যপূর্ণ একটি ছবি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম Media 50 এর প্রতিবেদনে প্রাপ্ত ছবিটির বিরবণে বলা হয়,

গত এপ্রিল বুচার রাস্তায় ঘুরে এলাকা পরিদর্শন করেন জেলেনস্কি  এর আগে তিনি বুচার এই নরহত্যার জন্য রাশিয়াকে দায়ী  করেন বুচার নরহত্যা দেখতে নিজের কান্না আটকে রাখার চেষ্টা করছেন ইউক্রেনের রাষ্ট্রপতি  

Photo of Zelensky claiming to take drugs goes viral

পরবর্তীতে ভাইরাল ছবিটির সাথে ওয়েবসাইটে প্রাপ্ত ছবিটি পাশাপশি রেখে পর্যালোচনা করলে টিম চেক ফ্যাক্ট দেখতে পায় যে, জেলেনেস্কির বুচার এলাকা পরিদর্শন কালে নরহত্যার ভয়াবহতা দেখে নিজের কান্না মোছার জন্য চোখের নিচে আঙ্গুল দিলে সেই ছবিটিকেই এডিট করে তার কোকেইন গ্রহণের ছবিতে রুপান্তর করা হয়েছে। 

জেলেনস্কির মাদকদ্রব্য গ্রহণের দাবিতে ছবি ভাইরাল

এছাড়া ছবি সংরক্ষণকারী প্রতিষ্ঠান গেটি ইমেজস ওয়েবসাইটেও মূল ছবিটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। ছবির ক্যাপশনে বলা হয়,

গত এপ্রিল বুচার রাস্তায় ঘুরে এলাকা পরিদর্শন করেন জেলেনস্কি  এর আগে তিনি বুচার এই নরহত্যার জন্য রাশিয়াকে দায়ী  করেন 

গত ৪ ই এপ্রিল বুচার রাস্তায় ঘুরে এলাকা পরিদর্শন করেন জেলেনস্কি।  এর আগে তিনি বুচার এই নরহত্যার জন্য রাশিয়াকে দায়ী  করেন।

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, গত ৪ এপ্রিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি বুচার শহরে যুদ্ধাবস্থা পরিদর্শনে যান এবং গণহত্যার ভয়াবহতা দেখে কেদে  ফেলেন। তখন তিনি নিজের কান্না মোছার জন্য চোখের নিচে আঙ্গুল দিলে সেই সময়ের তোলা একটি ছবিকে এডিটের মাধ্যমে জেলেনস্কির কোকেইন গ্রহণের দাবিতে প্রচার করা হচ্ছে। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনেস্কির কোকেইন গ্রহণের দাবিতে ভাইরাল ছবিটি মিথ্যা।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM