ইন্টারনেট গুজব

পুলিশি হামলাঃ বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত নয়

প্রকাশ: আগস্ট ১৬, ২০২২ ১০:১৯ AM

গতকাল বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হলে পুলিশ বাহিনী দ্বারা ছাত্রলীগ কর্মীদের পেটানোর অভিযোগ ওঠে। পরবর্তীতে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহরম আলীর বিরুদ্ধে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয়, মোঃ মহরম আলী বিএনপি সরকারের সময়ে ২৪ তম বিসিএস ক্যাডার এর কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। তথ্যটি মূহুর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়লে সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

১৫ আগষ্ট,২০২২ তারিখে Faruk Bepary নামের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়,

মাত্র এক বড় ভাই এনএসআই এর কর্মকর্তা এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা তিনি নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এবং ২৪ তম বিসিএস ক্যাডার মোঃ মহরম আলী বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন হয়তো তার দল বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় নাই তাই ছাত্রলীগের নেতা কর্মীদের পিটিয়ে আক্রোশ মেটালেন তাকে দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে

পুলিশি হামলাঃ বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত নয়

একই দাবিতে ফেসবুকে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহরম এর প্রশাসনিক ব্যাচ সম্পর্কে জানতে কী-ওয়ার্ড সার্চ করলে বরগুনা পুলিশ সুপারের অফিশিয়াল ওয়েবসাইটে একটি তথ্য খুঁজে পায়। সেখানে তার বিবরণীতে বলা হয়,  

মহরম আলী ৩০ তম বিসিএস এর কর্মকর্তা তিনি বর্তমানে বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) হিসেবে কর্মরত আছেন। তবে বরগুনা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক ২৪ তম ব্যাচের বিসিএস কর্মকর্তা।

পুলিশি হামলাঃ বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত নয়

এছাড়া সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটেও ৩০ তম বিসিএস এর গেজেট খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট যেখানে দেখা যায় মহরম আলী ৩০ তম বিসিএস এ পুলিশ প্রশাসন ক্যাডারে মেধাক্রমে ৯৪ তম স্থানে অবস্থান করেন এবং তার রোল নম্বর ছিলো ৬০১৭৫৭ ।

পুলিশি হামলাঃ বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত নয়

পরবর্তীতে ৩০ তম বিসিএস কত সালে অনুষ্ঠিত হয় জানতে কী-ওয়ার্ড সার্চ করা হলে সরকারী কর্ম কমিশনে ৩০ তম বিসিএস এর ফলের একটি প্রজ্ঞাপন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট যেখানে বলা হয় ৩০ তম বিসিএস পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া ২০১০ সালে শুরু হয় এবং ২০১২ সালে এর ফলাফল প্রকাশ করা হয়।

পুলিশি হামলাঃ বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত নয়

পরবর্তীতে বিএনপির সবর্শেষ শাসনামল সম্পর্কে জানতে খোঁজ করা হলে প্রথম আলোর একটি প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে বিএনপি শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২০০৬ সালের ২৮ অক্টোবর পর্যন্ত ক্ষমতায় ছিল বিএনপি।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, মহরম আলী বিএনপি সরকারের আমলে নিয়োগ পান নি।

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, বরগুনার বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার ২৪ তম নয় বরং ৩০ তম বিসিএস এর নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। এবং ৩০ তম বিসিএস বিএনপি শাসনামলে নয়, বরং বর্তমান সরকারের প্রথম মেয়াদে অনুষ্ঠিত হয়। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহরম আলীর বিএনপি সরকারের সময়ে ২৪ তম বিসিএস ক্যাডার এর কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার দাবিটি মিথ্যা বলে বিবেচিত করেছে চেক ফ্যাক্ট। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন।

 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM