ইন্টারনেট গুজব

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রিয়ন্তী সুলতানার প্রথম হওয়ার দাবিটি মিথ্যা

প্রকাশ: মার্চ ১৩, ২০২৩ ১২:০০ PM

গতকাল প্রকাশিত হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে হলিক্রস কলেজের শিক্ষার্থী প্রিয়ন্তী সুলতানা। এমন দাবিতে তথ্যটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

১২ মার্চ ২০২৩ Abdul Whab নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে লেখা হয়,

ব্রেকিং....

৯৩.৭৫ পেয়ে এবারের মেডিক্যাল পরীক্ষায় প্রথম হয়েছে হলিক্রস কলেজের শিক্ষার্থী প্রিয়ন্তী সুলতানা সে কোথায় কোচিং করেছে এখনো জানা যায় নি....

তবে অনেকই দাবি জানাবে আশা করছি আমরা

একই দাবিতে ফেসবুকে আরো কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল জানতে কী-ওয়ার্ড সার্চ করলে ১২ মার্চ ২০২৩ চেষ্টার কমতি ছিল না: মেডিক্যালে প্রথম হওয়া রাফসান  শিরোনামে অনলাইন সংবাদমাধ্যম NewsBangla24.com এ প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়,

দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাফসান জামান। রাজশাহী ক্যাডেট কলেজের এই শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৯৪.২৫।

পরবর্তীতে এই সংবাদের সূত্র ধরে দৈনিক সমকালের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত পরীক্ষার ফল ঘোষণা অনুষ্ঠানের লাইভ ভিডিওটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। ভিডিওটিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করতে দেখা যায়। ভিডিওটির ২ মিনিট ১৮ সেকেন্ডে তিনি এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর নাম ঘোষণা করেন। তিনি বলেন, সর্বোচ্চ ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়ে রাফসান জামান নামের এক শিক্ষার্থী প্রথম হয়েছেন।

এছাড়া বেশকিছু গণমাধ্যমেও এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের ছাত্র রাফসান জামানের প্রথম হওয়ার বিষয়ে সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনগুলো পড়ুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় হলিক্রস কলেজের শিক্ষার্থী প্রিয়ন্তী সুলতানার প্রথম হওয়ার দাবিটি সত্য নয়। ফলাফল প্রকাশের পর জানা যায় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন রাজশাহী ক্যাডেট কলেজের রাফসান জামান নামের একজন শিক্ষার্থী।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM