ইন্টারনেট গুজব

বয়কট এড়াতে পেপসির ক্যানের নকশা পরিবর্তনের গুজব

প্রকাশ: নভেম্বর ০৯, ২০২৩ ০৮:০৯ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ক্যানের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, বয়কট এড়াতে পেপসি তাদের ক্যানের নকশায় ফিলিস্তিনের ঐতিহ্য ফুটিয়ে  তুলেছে। দাবিটি ব্যাপকভাবে ফেসবুকে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

 

ভাইরাল তথ্য:

গত ৩০ অক্টোবর ২০২৩ তারিখে RS Redoanনামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ইসরায়েলি কোম্পানি পেপসি বয়কট এড়াতে নকশা পরিবর্তন করে ফিলিস্তিন লিখেছে।  এই প্রতারণার শিকার হবেন না।  PEPSI এবং COKE উভয় ব্র্যান্ডের বয়কট অব্যাহত রাখুন।

ফেসবুকে একই দাবিতে কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

পেপসি আসলেই বয়কট থেকে বাঁচতে ক্যানে ফিলিস্তিনের ঐতিহ্য ফুটিয়ে তুলেছে কিনা এমন দাবির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানের শুরুতেই ভাইরাল ছবিটি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে V PALESTINE নামক একটি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে চলতি বছরের ১৭ আগস্ট প্রকাশিত আলোচিত ছবিযুক্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টের ক্যাপশনে বলা হয়,  গাজায় পেপসি তাদের কোলার ক্যানের নতুন নকশায় ফিলিস্তিনের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেছে।

এছাড়া, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, Dragon Studio নামের ফেসবুক পেজে ২০২৩ সালের ১৬ আগস্ট তারিখে প্রকাশিত একটি পোস্টে ফিলিস্তিনি নকশার পেপসির ক্যান ডিজাইনের একটি রিল ভিডিও খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

তাদের ফেসবুক পেজের তথ্য থেকে জানা যায়, Dragon Studio একটি ডিজাইন কোম্পানি। তাদের ওয়েবসাইটে সেবাগ্রহীতার তালিকায় পেপসিকোলা পণ্যটির নাম খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, পেপসি গত আগস্ট মাসে ফিলিস্তিনের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শনকারী বিশেষ নকশা সম্বলিত ক্যানটি বাজারে এনেছে। অন্যদিকে, চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হয় গত অক্টোবর মাসে।

এই দুই ঘটনার সময়কাল থেকে এটি নিশ্চিত যে, চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের প্রেক্ষাপটে বয়কট এড়াতে পেপসি তাদের ক্যানে ফিলিস্তিনের ঐতিহ্যে সম্বলিত নকশা যুক্ত করেনি। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ হওয়ার প্রায় দুই মাস আগেই পেপসি এই ক্যানটি বাজারে এনেছে।

উল্লেখ্য, আলোচিত পোস্টগুলোতে পেপসিকে ইসরায়েলি কোম্পানির পণ্য বলা হলেও পেপসি মূলত যুক্তরাষ্ট্রের কোম্পানি

সুতরাং, পেপসি বয়কট এড়াতে তাদের কোলার ক্যানের নকশা পরিবর্তন করে ফিলিস্তিনের ঐতিহ্য ফুরিয়ে তুলেছে শীর্ষক দাবিটি মিথ্যা।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM